![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
প্রকাশিত হতে চলেছে এ-কাল পত্রিকার "কবিতা সংকলন ও আবৃতির সিডি"।
[লেখা পাঠানোর নিচের নিয়ম গুলি ভালো করে পড়ে লেখা পাঠান]
♦লেখা পাঠানোর বিষয়-
♣কবিতা পাঠানোর কোন নিদিষ্ট বিষয় নেই
তবে সকল কবি বন্ধুর দেশাত্মবোধক বা ২১ শে ফেব্রুয়ারি ভাষাশহিদদের স্বরনে একটি কবিতা বা পত্র কবিতা পাঠানো আবশ্যিক।
♦লেখা পাঠানোর সময়-
♣লেখা পাঠান ৩০ শে জানুয়ারির ২০১৭-এর মধ্যে।
♦লেখা পাঠানোর নিয়ম-
♣অনু কবিতা,পূর্ণ কবিতা ও পত্র কবিতা পাঠান।
♣লেখা পাঠানোর কোন শব্দসীমা নেই।
♣কবিতা বাংলা অভ্রতে লিখে ই-মেল করুন সাথে আপনার কবিপরিচিতি ও একটি ফটো জুরে দেবেন। ফোন নম্বর থাকা জরুরি।
♣পাঁচটির বেশি লেখা পাঠাবেন না। লেখা মনোনিত হলে একজন কবির তিনটির বেশি কবিতা প্রকাশ পাবেনা।
♣পাঠানো কবিতা ও পত্র কিবিতা গুলির মধ্যে একটি আধুনিক বা গদ্য ছন্দযুক্ত বা অবৃতির উপযোগি হতে হবে।
♣যে সকল কবি বন্ধুর লেখা প্রকাশের জন্য মনোনিত হবে তাদের সকল কে অন্তত একটি করে সৌজন্য মুলক সংকলন ও আবৃতির সিডি কিনতে হবে।
♣লেখা মনোনিত হলে সংকলন প্রকাশের আগে ড্রাফ বা পত্রিকার বাঙ্ক একাউন্টে সৌজন্য কপির টাকা জমা করতে হবে।
♦প্রচার পরিকল্পনা-
♣আবৃতি করবেন এই সময়ের ব্যাস্ত কিছু আবৃতিকার।
♣প্রকাশিত সংকলন ও আবৃতির সিডি কিছু নিদিষ্ট ষ্টল ছাড়াও অনলাইনে পাওয়া যাবে।
♣বাছাই করা কিছু অবৃতি ইউটিউব ছারাও বিভিন্ন ডাউনলোডিং সাইটে দেওয়া হবে।
♣কিছু সোশাল নেটওয়ার্কে বিজ্ঞ্রাপন থাকবে।
♦আমাদের লক্ষ বা উদ্দেশ্য-
এ-কাল পত্রিকার পরিচালকগন এটাই চায় বাংলা ভাষি সকল কবির কবি প্রতিভা প্রকাশ পাক।
♦লেখা পাঠানোর ঠিকানা-
ই-মেল:- [email protected].
♣কোন রকম জিজ্ঞাসাবাদের জন্য যোগাযোগ করুন- 91 9800000835.
♣আমাদের ফেসবুক পেজ ও গ্রুপে জুরে থাকুন ও আপডেট পেতে- http://www.facebook.com/এ-কাল পত্রিকা।
♣আমাদের ব্লগ দেখুন- http://www.enaksha.blogspot.com.
[ উপরোক্ত সব নিয়ম মেনেই ইচ্ছুক কবি বন্ধুরা লেখা পাঠাবেন]
©somewhere in net ltd.