![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আজকাল বেশ টের পাই
একটা দেয়াল।
অতি সূক্ষ্ম, পাতলা, স্বচ্ছ, কাঁচের দেয়াল।
আমার আর তোমাদের মাঝে..!
জানিনা কীভাবে-
মাটি ফুঁড়ে গজাল? নাকী আকাশ থেকে পড়ল?
জানিনা..
তবে আছে - তার স্পর্শও পাই..!
কারণ???
জানতে বা জানাতে কোনটাই চাইনা।
অঝোর বর্ষণের পর তীব্র তপ্ত রোদ আবার কেমন ফীরে এল দেখলে তো?
আমি জানি তেমন রোদ আবার উঠবে..
ভালবাসার তীব্র রোদে ছিঁচকাঁদুনে অভিমানী বৃষ্টির চিহ্নও থাকবেনা...!
আর অমন পাতলা কাঁচ???
রোদ সকাল গড়িয়ে দুপুর হবার আগেই কাঁচ গলে পানি + বালু হয়ে যাবে...
পরিত্যাক্ত কাদা মাড়িয়ে আবার আমরা হেঁটে যাব অস্তিত্বের উঃসবে !
এই সেদিনও যেমনটা যেতাম....
©somewhere in net ltd.