![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
শঙ্খ....!
প্রিয় শঙ্খ নদী...!
কেমন আছ তুমি?
আজকাল প্রায়ই তোমাকে মনে পড়ে..
অনেক দীর্ঘশ্বাসের চাপে।
তোমার মনে আছে,
একদিন পরম আদরে জড়িয়ে ধরে
আমাকে টেনে নিতে চেয়েছিলে তোমার শীতল ঘরে..?
আমি তখন নতুন কিশোরী -
তখনো অপরশ ছিল হৃদয়ের ভেতর/বাহির...
আমি আতঙ্কে নিজেকে ছাড়িয়ে নিয়েছিলাম তোমার আলিঙ্গন অথবা গ্রাস থেকে।
ফিরে এসেছিলাম পাথুরে সভ্যতায়..
অনাদর, লোভ, হিংস্রতা, পারমাণবিকতার মানবিকতাহীন ডেবিট/ক্রেডিটময় পৃথিবীতে!
আমি তোমায় গ্রাহ্য করিনি....
বেঁচে থাকবার - হ্যাঁ! শুধুই বাঁচবার প্রবল তৃষ্ণা মেটাতেই
আমি ছিটকে চলে এসেছিলাম
তোমার মমতা ফেলে...!
আমায় ক্ষমা কোরো.....
কিন্তু মায়া কাটিওনা যেন আবার, কেমন....?
এমনও তো হতে পারে,
কোন ঘোর জল জোছনায় তুমি হঠাৎ ঘুম ভেঙে দেখলে
অতি পরিচিত কে একজন
তোমার বালুবেলায় বসে আছে...!
আমি খুব জানি...
অতল অভিমান আর ভালোবাসার প্রবল স্রোতে
তুমি আবার আমাকে জড়িয়ে নেবে.....
ততদিন -
ভালো থাকুক প্রিয়তা....।
২০ শে আগস্ট, ২০১৪ রাত ১০:২২
আফসানা যাহিন চৌধুরী বলেছেন: দুঃখিত ভাই....আমি ঐ নদীটি চিনিনা। আমার দাদুবাড়ি দক্ষিণ চট্টগ্রামের সাতকানিয়ায়। আমাদের গ্রামের পাশদিয়ে একটা নদী চলে গেছে,ওর নামই শঙ্খ এটি কর্ণফুলীর একটি শাখা নদী।
২| ২২ শে আগস্ট, ২০১৪ রাত ১২:৪৩
আশরাফুল ইসলাম দূর্জয় বলেছেন:
দারুন।
আমারও আছে এক নিজস্ব নদী, তিতাস।
২২ শে আগস্ট, ২০১৪ দুপুর ২:৪৫
আফসানা যাহিন চৌধুরী বলেছেন: আপনার নদীটি ও আপনি অনেক ভালো থাকুন ভাই...
৩| ২২ শে আগস্ট, ২০১৪ রাত ১:১৫
বাংলার পাই বলেছেন: ফিরে এসেছিলাম পাথুরে সভ্যতায়..
অনাদর, লোভ, হিংস্রতা, পারমাণবিকতার মানবিকতাহীন ডেবিট/ক্রেডিটময় পৃথিবীতে! ----------------------এক কথাই অসাধারণ। নদীর পাশেই আমার বাড়ি। এক সময় প্রমত্ত ছিল। কিন্তু এখন বৃদ্ধ। এক সময় সে বাংলাদেশের ম্যাপ এ ছিল। এখন আর খুজে পাওয়া যায় না। সেই ন্দীর সাথেও আমার এরকম মিতালি। আপনার কবিতা পড়ে আমার সেই ন্দীর কথা মনে পড়ে গেল।
ধন্যবাদ। শুভেচ্ছা নিবেন।
২২ শে আগস্ট, ২০১৪ দুপুর ২:৪৮
আফসানা যাহিন চৌধুরী বলেছেন: অনেক ধন্যবাদ বাংলার পাই... ঐ নদীটার নাম কী??? হোক না বৃদ্ধ নদী অথবা আপনিও যদি বৃদ্ধ হয়ে পড়েন একসময়- তবু বেঁচে থাক মিতালী
৪| ২৮ শে আগস্ট, ২০১৪ দুপুর ১২:১১
কান্ডারি অথর্ব বলেছেন:
দারুণ +++
২৯ শে আগস্ট, ২০১৪ রাত ৮:২৯
আফসানা যাহিন চৌধুরী বলেছেন: অনেক ধন্যবাদ কান্ডারী অথর্ব..
©somewhere in net ltd.
১|
২০ শে আগস্ট, ২০১৪ সকাল ১০:০৯
শরৎ চৌধুরী বলেছেন: আপনি শঙ্খ নদী চেনেন? সত্যিকারেরটা? পার্বতীপুর যাবার পথে বাদিকে যেটা পড়ে?