![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
একটা চিকন কান্না
বুকের ভেতর বড় গোলমাল করে।
থেকে থেকে ওঠে-
পড়োবাড়ির পোড় খাওয়া পেতনীর মত,
প্রথম ধর্ষিতা অথবা পুরাতন বিধবার মত
কিংবা বারবনিতার পাথুরে হাসির মত।
বড় এলোমেলো করে দিচ্ছে আজকাল..
ইট-কাঠ-লোহায় অন্তরীণ সব
গান, কবিতা, সুর, স্বপ্ন, আহ্লাদ, প্রতিবাদ, আন্দোলন, মাসের খরচ, বিকালের ছাদ-
সব...!
মাঝে মাঝে বড় শীত লাগে।
বাতাস এত রুক্ষ যে, টেনে টেনে বুক ভরাতে পারিনা।
রুদ্ধ আকাশ,
পূর্ণিমা আসে তবু জোছনা পাইনা।
জীবিত আছি কতকাল, তবু কেন বাঁচতে ভুলে গেলাম?
০৮/১১/২০১৪
(নামকরণটি আর্টসেলের একটি গানের একটি লাইন থেকে গৃহীত ও আংশিক পরিবর্তিত)
৩০ শে নভেম্বর, ২০১৪ সকাল ৮:৫৪
আফসানা যাহিন চৌধুরী বলেছেন: অনেক অনেক ধন্যবাদ কাল্পনিক ভালবাসা ভাল থাকবেন। আপনাকেও শুভেচ্ছা।
২| ২৯ শে নভেম্বর, ২০১৪ রাত ১১:০৭
মামুন রশিদ বলেছেন: কান্নার উপমাগুলো অসাধারণ হয়েছে ।
৩০ শে নভেম্বর, ২০১৪ সকাল ৮:৫৭
আফসানা যাহিন চৌধুরী বলেছেন: তাই?? আচ্ছা।
ধন্যবাদ মামুন ভাই, ভাল থাকবেন
৩| ৩০ শে নভেম্বর, ২০১৪ রাত ১:০৪
মৃদুল শ্রাবন বলেছেন:
অন্যরকম কোন মনের কথা লিখেছেন। যে মন বেদনায় এতটাই সিক্ত হয়ে গেছে যে পূর্নিমা থেকেও জ্যোৎস্না অবগাহন করতে ভুলে গেছে।
দারুণ লেগেছে কবিতাটা।
৩০ শে নভেম্বর, ২০১৪ সকাল ৮:৫৮
আফসানা যাহিন চৌধুরী বলেছেন: :-&
এইতো বুঝে ফেললেন...
হাহাহাহাহাহাহা....অনেক ধন্যবাদ মৃদুল শ্রাবণ ভাল থাকুন।
৪| ৩০ শে নভেম্বর, ২০১৪ রাত ২:৩২
ডি মুন বলেছেন: কবিতা ভালো লেগেছে
বিশেষ করে শেষ লাইনটা। ++
ভালো থাকুন
৩০ শে নভেম্বর, ২০১৪ সকাল ৯:০১
আফসানা যাহিন চৌধুরী বলেছেন: অনেক ধন্যবাদ ডি মুন
মজার কথা হল শেষ লাইনটাই সবার আগে মাথায় এসছিল.. হাহাহাহা
আপনিও ভাল থাকুন
৫| ৩০ শে নভেম্বর, ২০১৪ সকাল ৭:৩৪
সুফিয়া বলেছেন: মাঝে মাঝে বড় শীত লাগে।
বাতাস এত রুক্ষ যে, টেনে টেনে বুক ভরাতে পারিনা।
রুদ্ধ আকাশ,
পূর্ণিমা আসে তবু জোছনা পাইনা।
জীবিত আছি কতকাল, তবু কেন বাঁচতে ভুলে গেলাম?
খুব ভাল লাগল। ভাল থাকবেন।
৩০ শে নভেম্বর, ২০১৪ সকাল ৯:০২
আফসানা যাহিন চৌধুরী বলেছেন: অনেক অনেক ধন্যবাদ সুফিয়া
ভাল থাকবেন, এবং অবশ্যই সাথে থাকুন। শুভেচ্ছা রইল।
৬| ৩০ শে নভেম্বর, ২০১৪ সকাল ৯:৩০
সোহেল মাহমুদ বলেছেন: ভাল লাগল কবিতা।+++++্
৩০ শে নভেম্বর, ২০১৪ দুপুর ২:২৪
আফসানা যাহিন চৌধুরী বলেছেন: অনেক ধন্যবাদ সোহেল মাহমুদ
শুভেচ্ছা..
৭| ৩০ শে নভেম্বর, ২০১৪ সকাল ১১:৩১
অরুদ্ধ সকাল বলেছেন:
বাহ!
দারুন কাব্য হইল তো
৩০ শে নভেম্বর, ২০১৪ দুপুর ২:২৬
আফসানা যাহিন চৌধুরী বলেছেন: ধন্যবাদ অরুদ্ধ সকাল
মন্তব্য পাইয়াও দারুণ লাগল
৮| ৩০ শে নভেম্বর, ২০১৪ বিকাল ৩:৫৯
আহসানের ব্লগ বলেছেন: ++++
৩০ শে নভেম্বর, ২০১৪ রাত ১০:১৫
আফসানা যাহিন চৌধুরী বলেছেন: ধন্যবাদ আহসান
ভাল থাকুন।
৯| ৩০ শে নভেম্বর, ২০১৪ সন্ধ্যা ৬:৫৭
কলমের কালি শেষ বলেছেন: কবিতায় ভাল লাগলো ।
৩০ শে নভেম্বর, ২০১৪ রাত ১০:১৭
আফসানা যাহিন চৌধুরী বলেছেন: ধন্যবাদ কলমের কালি
শুভেচ্ছা..
১০| ৩০ শে নভেম্বর, ২০১৪ রাত ১০:০১
সুমন কর বলেছেন: চমৎকার লাগল !
৩০ শে নভেম্বর, ২০১৪ রাত ১০:১৮
আফসানা যাহিন চৌধুরী বলেছেন: অনেক ধন্যবাদ সুমন কর..
শুভেচ্ছা রইল।
১১| ০৪ ঠা ডিসেম্বর, ২০১৪ রাত ৮:৫১
স্বপ্নবাজ অভি বলেছেন: খুব ভালো লেগেছে !
০৪ ঠা ডিসেম্বর, ২০১৪ রাত ৮:৫৪
আফসানা যাহিন চৌধুরী বলেছেন: ধন্যবাদ স্বপ্নবাজ অভি।।।
শুভেচ্ছা..
১২| ২২ শে ডিসেম্বর, ২০১৪ সকাল ৮:৪৮
দুরন্ত পলাশ বলেছেন: ভাল লাগল আপনার কবিতা-টি ।
২২ শে ডিসেম্বর, ২০১৪ দুপুর ১২:০৭
আফসানা যাহিন চৌধুরী বলেছেন: ধন্যবাদ দূরন্ত পলাশ ভাল থাকুন।
©somewhere in net ltd.
১|
২৯ শে নভেম্বর, ২০১৪ রাত ১০:০৪
কাল্পনিক_ভালোবাসা বলেছেন: লেখা ভালোই লেগেছে, সামনে আরো ভালো হবার সুযোগ আছে!
শুভেচ্ছা রইল।