![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
তোমার জন্য কিছু অর্কিড এনেছিলাম।
সাদা অর্কিড।
কিন্তু দিইনি তোমাকে, যদিও
আমার হাতে অর্কিডগুলো তুমি দেখেছ-
কোলের উপর, হাতের আড়ে পড়েছিল তারা।
হয়ত বুঝেছ, হয়তবা বোঝোনি সেগুলো কেন।
অনেকবার দিই-না দিই করে শেষ পর্যন্ত
আমি হেঁটে চলে এলাম।
ফিরে এলাম আবার আমার একলা ছাদে।
কেন দেব ওসব তোমাকে.....?!
আবার ওসব ফুলের কারবার.....
না।
জানো,
ও কে আমি কোচড়ভর্তী শিউলী দিয়েছিলাম,
ফরমায়েশী মালাও গেঁথে দিয়েছি।
আরও দিয়েছিলাম গন্ধরাজ, দিয়েছিলাম বেলী, দিয়েছিলাম জবাও-
রক্তজবা!
এখন আমি ফুল কুড়ানো বন্ধ করে দিয়েছি।
কতজন্মের অবসাদ এই মেরুদন্ডে...ফুল কুড়ানোর শক্তি তিরোহিত।
আমি ভুলে গেছি ফুলের গন্ধ নেয়া।
আমি এখন পৃথিবীজোড়া ন্যাড়াগাছ দেখি-
রুক্ষ, পাতাঝরা, মৃত্যুন্মোখ গাছ।
অথচ, যখন আমি আর ও পুষ্প-চন্দনে মাখামাখি তখন
আমার ঘরের উনুনেই আগুন ছিলনা।
ঝড়ে, কম্পনে আমার শনের ঘর এখনও যেমন কেঁপে কেঁপে ওঠে, তখনও কাঁপত।
ফুলকেলীতে মশগুল থাকলে কি আর অতশত ভাবা যায় আর???
আমি এখন আমার ঘরে দুয়ার দিয়ে বসে থাকি।
বন্ধ জানালার ওপাশে ঝড়ের কি তান্ডব!!
যেন অস্তিত্বটুকুও উড়িয়ে নিয়ে যাবে!!
আমি
হাঁটুতে মুখ ঢেকে বসে থাকি, একলাই।
কিছু করবার নেই বলেই গুণি ঝড়ের প্রতিটা নিঃশ্বাস,
কম্পনের প্রতিটা দোল।
বড় যন্ত্রণা হয়...! ভয় হয়...! ক্রোধ জাগে....!
নির্মম ক্রোধ.....!
প্রলয় হতে ইচ্ছে হয়......!
ব্রহ্মান্ড ধুলিস্যাৎ করে দিতে ইচ্ছে হয়.....!!
দরজার ওপাশেই তোমার আর তোমাদের মশাল মিছিল।
আমি স্লোগান শুনতে পাই।
এত তান্ডবের মধ্যেও, প্রাণের সে ডাক আমার কানে পৌছায় বৈকী..
কিন্তু আমি যাব না!!
আমি আর যাবনা মিছিলে......!
তোমার জন্য আমি সাদা অর্কিড এনেছিলাম, সেগুলো থাক, কিন্তু
আমি আর দেবনা স্লোগান!!!
তুমি ভাল থেক।
মিছিলেই থেক।
জান তো,
আমি স্লোগান বড় ভালবাসি....................................................................?
০৮ ই ডিসেম্বর, ২০১৪ রাত ১২:০৮
আফসানা যাহিন চৌধুরী বলেছেন: অনেক অনেক ধন্যবাদ শাকিল ভাই
ব্রহ্মান্ড মানে- গোটা বিশ্ব। বিশ্ব-ব্রহ্মান্ড।
শুভেচ্ছা আপনাকেও। ভাল থাকুন
২| ০৭ ই ডিসেম্বর, ২০১৪ রাত ১০:১৮
স্বপ্নচারী গ্রানমা বলেছেন:
ফুলকেলীতে মশগুল থাকলে কি আর অতশত ভাবা যায় আর???
আপনার কবিতাগুলিতে বিশেষ একটা ফ্লেভার পাই, আলাদা !
ভালোলাগা জানবেন,
পুস্প প্রপাতের স্মৃতি
বৃতি ছাড়া হয়না যেন কভু !
ভালো থাকুন ।
০৮ ই ডিসেম্বর, ২০১৪ রাত ১২:১০
আফসানা যাহিন চৌধুরী বলেছেন: অসংখ্য ধন্যবাদ স্বপ্নচারী গ্রানমা।
এ স্মৃতি বৃতি ছাড়া হবার নয়..!
শুভেচ্ছা, ভাল থাকবেন
৩| ০৭ ই ডিসেম্বর, ২০১৪ রাত ১০:৫৭
মামুন রশিদ বলেছেন: অর্কিড কথন ভালো লেগেছে ।
০৮ ই ডিসেম্বর, ২০১৪ রাত ১২:১১
আফসানা যাহিন চৌধুরী বলেছেন: ধন্যবাদ মামুন ভাইয়া
শুভেচ্ছা রইল।
৪| ০৭ ই ডিসেম্বর, ২০১৪ রাত ১১:২৮
মৃদুল শ্রাবন বলেছেন:
অসাধারণ ভালো লেগেছে।
বিশেষ করে কবিতার বিষয়বস্তু। এটি খুব সুন্দর একটি প্রেমের কবিতা হতে পারতো। কিন্তু হয়নি। শুধু প্রেমের কবিতার সীমানায় বাধতে পারলাম কবিতাটা। আমার মনে হল এটি একটি সংগ্রামের কবিতা, এটি একটি বিদ্রোহের কবিতা, এটি একটি আন্দোলনের কবিতা। অর্কিড কথন নামের অন্তরালে আমি দেখতে পারছি একজন প্রিয়সী তার প্রিয়কে অন্যায়ের বিরুদ্ধে এগিয়ে দিয়ে পেছন থেকে শুধু অনুপ্রেরণা দিয়েছে। সে তার নিজের ব্যক্তিগত সুখগুলোর জন্য তাকে আঁচলে বেধে রাখতে চায়নি। সে অনেকের জন্য কাজ করছে এটাই তার সুখ।
সুন্দর সাবলীল ভাষায় সুন্দর একটি সুপাঠ্য কবিতা। লিখে চলুন।
০৮ ই ডিসেম্বর, ২০১৪ রাত ১২:১৫
আফসানা যাহিন চৌধুরী বলেছেন: ভাই মৃদুল শ্রাবণ, আপনাকে অভিবাদন প্রায় অনেকটুকুই বলে দেবার জন্যে
তবে, এখানে জেদের পাশাপাশি একটা সুক্ষ অভিমানও আছি বৈকী। আছে কিছুটা হতাশা ও..
শুভেচ্ছা রইল আপনার জন্যে, ভাল থাকবেন।
০৮ ই ডিসেম্বর, ২০১৪ রাত ৮:০১
আফসানা যাহিন চৌধুরী বলেছেন: আর একটি কথা মৃদুল শ্রাবণ,, এখানে তুমি" এবং ও" দুইজন দুই ব্যাক্তি।
আর আমি" তো আমি-ই
৫| ০৭ ই ডিসেম্বর, ২০১৪ রাত ১১:৩৮
ডি মুন বলেছেন: এখন আমি ফুল কুড়ানো বন্ধ করে দিয়েছি।
কতজন্মের অবসাদ এই মেরুদন্ডে...ফুল কুড়ানোর শক্তি তিরোহিত।
আমি ভুলে গেছি ফুলের গন্ধ নেয়া।
আমি এখন পৃথিবীজোড়া ন্যাড়াগাছ দেখি-
রুক্ষ, পাতাঝরা, মৃত্যুন্মোখ গাছ।
বাহ, চমৎকার কবিতা।
দ্বিতীয় ভালোলাগা +++
০৮ ই ডিসেম্বর, ২০১৪ রাত ১২:১৬
আফসানা যাহিন চৌধুরী বলেছেন: অনেক ধন্যবাদ ও কৃতজ্ঞতা ডি মুন
ভাল থাকুন, শুভেচ্ছা
৬| ০৭ ই ডিসেম্বর, ২০১৪ রাত ১১:৫৭
কলমের কালি শেষ বলেছেন: কবিতায় ভালো লাগলো ।+++
০৮ ই ডিসেম্বর, ২০১৪ রাত ১২:১৭
আফসানা যাহিন চৌধুরী বলেছেন: অনেক অনেক ধন্যবাদ কলমের কালি
সাথে থাকবেন। শুভেচ্ছা..
৭| ০৮ ই ডিসেম্বর, ২০১৪ রাত ১২:০৭
সুমন কর বলেছেন: ভাল লাগল।
০৮ ই ডিসেম্বর, ২০১৪ রাত ১২:১৮
আফসানা যাহিন চৌধুরী বলেছেন: ধন্যবাদ ভাই
শুভেচ্ছা...
৮| ০৮ ই ডিসেম্বর, ২০১৪ রাত ১২:২৬
মনিরা সুলতানা বলেছেন: লেখায় +++++
০৮ ই ডিসেম্বর, ২০১৪ সন্ধ্যা ৭:৫১
আফসানা যাহিন চৌধুরী বলেছেন: অনেক ধন্যবাদ মনিরা সুলতানা।
শুভেচ্ছা
৯| ০৮ ই ডিসেম্বর, ২০১৪ রাত ১:০৯
মাহমুদ০০৭ বলেছেন: অভিমানী অর্কিড কবিতা ভাল লাগলো ।
ভাল থাকবেন ।
০৮ ই ডিসেম্বর, ২০১৪ সন্ধ্যা ৭:৫২
আফসানা যাহিন চৌধুরী বলেছেন: অনেক ধন্যবাদ মাহমুদ ভাই
আপনিও ভাল থাকবেন। বারো তারিখ দেখা হচ্ছে।
১০| ০৮ ই ডিসেম্বর, ২০১৪ সকাল ৮:১০
বঙ্গভূমির রঙ্গমেলায় বলেছেন: সুন্দর কবিতা।+++++++
০৮ ই ডিসেম্বর, ২০১৪ সন্ধ্যা ৭:৫৪
আফসানা যাহিন চৌধুরী বলেছেন: ধন্যবাদ বঙ্গভূমির রঙ্গমেলা
শুভেচ্ছা রইল।
১১| ০৮ ই ডিসেম্বর, ২০১৪ সকাল ৯:৪৭
নুরএমডিচৌধূরী বলেছেন: এখন আমি ফুল কুড়ানো বন্ধ করে দিয়েছি।
কতজন্মের অবসাদ এই মেরুদন্ডে...ফুল কুড়ানোর শক্তি তিরোহিত।
আমি ভুলে গেছি ফুলের গন্ধ নেয়া।
আমি এখন পৃথিবীজোড়া ন্যাড়াগাছ দেখি-
রুক্ষ, পাতাঝরা, মৃত্যুন্মোখ গাছ
Reality আছে
লিখায়+++++
০৮ ই ডিসেম্বর, ২০১৪ সন্ধ্যা ৭:৫৫
আফসানা যাহিন চৌধুরী বলেছেন: আন্তুরিক ধন্যবাদ নুরএমডি চৌধুরী। শুভেচ্ছা জানবেন।
১২| ০৮ ই ডিসেম্বর, ২০১৪ সকাল ৯:৪৯
লাইলী আরজুমান খানম লায়লা বলেছেন: সুন্দর লেখনীতে ভাল লাগা জানিয়ে গেলাম ---------অসাধারণ লেগেছে আমার ------
০৮ ই ডিসেম্বর, ২০১৪ সন্ধ্যা ৭:৫৬
আফসানা যাহিন চৌধুরী বলেছেন: অনেক ধন্যবাদ ও কৃতজ্ঞতা লাইলী
ভাল থাকুন সবসময়।
১৩| ০৮ ই ডিসেম্বর, ২০১৪ সকাল ১০:০২
সুফিয়া বলেছেন: খুব সুন্দর কবিতা। +++++++++++
ধন্যবাদ । আরও লেখা চাই।
০৮ ই ডিসেম্বর, ২০১৪ সন্ধ্যা ৭:৫৯
আফসানা যাহিন চৌধুরী বলেছেন: অজস্র ধন্যবাদ সুফিয়া
উৎসাহ দেবার জন্যেও ধন্যবাদ জানাচ্ছি। লিখেই যেতে চাই..
ভাল থাকুন অবিমিশ্র
১৪| ০৮ ই ডিসেম্বর, ২০১৪ সকাল ১০:০৪
সোহেল আহমেদ পরান বলেছেন: জানো তো আমি শ্লোগান বড় ভালোবাসি
অপার ভালোলাগা
০৮ ই ডিসেম্বর, ২০১৪ রাত ৮:০০
আফসানা যাহিন চৌধুরী বলেছেন: আপনাকেও অপার শুভেচ্ছা ভাই..
ভাল থাকুন।
১৫| ০৮ ই ডিসেম্বর, ২০১৪ সকাল ১০:১১
ইমতিয়াজ ১৩ বলেছেন:
তুমি ভাল থেক।
মিছিলেই থেক।
জান তো,
আমি স্লোগান বড় ভালবাসি....................................................................?
পোষ্টে +++
অসাধারণ অভিব্যক্তি
০৮ ই ডিসেম্বর, ২০১৪ রাত ৮:০৩
আফসানা যাহিন চৌধুরী বলেছেন: আন্তরিক ধন্যবাদ জ্ঞাপন করলুম...
শুভেচ্ছা আপনাকে
১৬| ০৮ ই ডিসেম্বর, ২০১৪ সকাল ১১:২১
অপূর্ণ রায়হান বলেছেন: এখন আমি ফুল কুড়ানো বন্ধ করে দিয়েছি।
কতজন্মের অবসাদ এই মেরুদন্ডে...ফুল কুড়ানোর শক্তি তিরোহিত।
আমি ভুলে গেছি ফুলের গন্ধ নেয়া।
আমি এখন পৃথিবীজোড়া ন্যাড়াগাছ দেখি-
রুক্ষ, পাতাঝরা, মৃত্যুন্মোখ গাছ। চমৎকার +
ভালো থাকবেন
০৮ ই ডিসেম্বর, ২০১৪ রাত ৮:০৫
আফসানা যাহিন চৌধুরী বলেছেন: অসংখ্য ধন্যবাদ অপূর্ণ রায়হান সুহৃদেষু............
আপনিও ভাল থাকুন, শুভকামনা।
১৭| ০৮ ই ডিসেম্বর, ২০১৪ দুপুর ১২:৪০
আলম দীপ্র বলেছেন: ওয়াও ! খুবই ভালো লেগেছে পড়তে ।
সুভহকামনা নিরন্তর !
০৮ ই ডিসেম্বর, ২০১৪ রাত ৮:০৬
আফসানা যাহিন চৌধুরী বলেছেন: কৃতজ্ঞতা আলম দীপ্র। আপনার জন্যেও নিরন্তর শুভকামনা
১৮| ০৮ ই ডিসেম্বর, ২০১৪ দুপুর ১:৫৭
রেজাউর রাতুল বলেছেন: খুবই ভালো লাগছে । অনেক ভালো লিখেছেন ।
০৮ ই ডিসেম্বর, ২০১৪ রাত ৮:০৭
আফসানা যাহিন চৌধুরী বলেছেন: অজস্র ধন্যবাদ রেজাউর রাতুল
শুভেচ্ছা রইল..
১৯| ০৮ ই ডিসেম্বর, ২০১৪ রাত ৮:৩৭
আহমেদ জী এস বলেছেন: আফসানা যাহিন চৌধুরী ,
কবিতার ভাবটি সুন্দর, অভিমান মেশানো ।
কতজন্মের অবসাদ এই মেরুদন্ডে...
এই লাইনটিতে মুন্সীয়ানা আছে বেশ ।
শুভেচ্ছান্তে ।
০৮ ই ডিসেম্বর, ২০১৪ রাত ৯:৩১
আফসানা যাহিন চৌধুরী বলেছেন: অনেক ধন্যবাদ ও কৃতজ্ঞতা ভাই আহমেদ
শুভেচ্ছা রইল, ভাল থাকুন।
২০| ০৮ ই ডিসেম্বর, ২০১৪ রাত ৯:৩৩
এনামুল রেজা বলেছেন: মনখারাপ করা বিষণ্ণ কবিতা.. গ্রেট..
০৯ ই ডিসেম্বর, ২০১৪ রাত ১২:০৮
আফসানা যাহিন চৌধুরী বলেছেন: হ্যাঁ, এগুলো মন খারাপ আর বিষণ্ন কথাবার্তা....
পাঠ ও মন্তব্যে কৃতজ্ঞতা এনামুল রেজা।
ভাল থাকুন
২১| ১০ ই ডিসেম্বর, ২০১৪ ভোর ৫:১৮
হাসান মাহবুব বলেছেন: কবিতা খুব ভালো লাগছিলো। তবে সেটা মৃত্যুম্মোখ গাছ-এ পর্যন্ত। বাকিটুকু বাহুল্য মনে হয়েছে।
১১ ই ডিসেম্বর, ২০১৪ রাত ১:৫০
আফসানা যাহিন চৌধুরী বলেছেন: অনেক ধন্যবাদ হাসান মাহবুব মন্তব্যের জন্যে
মৃত্যুন্মোখ গাছটা খাঁ খাঁ শূণ্যতার চিহ্ন। শুধু শূণ্যতা বাদওে তো আরও ব্যাপার-স্যাপার থাকতে পারে- মানে, একেবারে যাপিত জীবনের বাস্তব সমস্যাগুলো।
আসলে আমার নিজের কাছেই শূণ্যতাবোধ/নিঃসঙ্গতাবোধ টা দুঃখ বিলাসের মত মনে হয়, কাজ না থাকলে একটা কাজ করার মত তাই সেটাকে অবজ্ঞাও করিনি, আবার একমাত্র গুরুত্বপূর্ণও করতে চাইনি।
জানিনা, কি বলেছি তবে আবারও মন্তব্যের আশা করছি.. :#>
২২| ১০ ই ডিসেম্বর, ২০১৪ দুপুর ১২:১১
প্রফেসর মরিয়ার্টি বলেছেন: দরজার ওপাশেই তোমার আর
তোমাদের মশাল মিছিল।
আমি স্লোগান শুনতে পাই।
এত তান্ডবের মধ্যেও, প্রাণের
সে ডাক আমার কানে পৌছায়
বৈকী..
একাকী অভিমানী সুর থাকলেও কবিতার শেষে আবার আশার আলো দেখতে পাই।
ভাল লাগলো
১১ ই ডিসেম্বর, ২০১৪ রাত ১:৫১
আফসানা যাহিন চৌধুরী বলেছেন: অনেক অনেক ধন্যবাদ প্রফেসর মরিয়ার্টি
ঐ টিমটিমে আলোটুকুই প্রাণে ধরে বেঁচে থাকা..
ভাল থাকুন, শুভেচ্ছা।
২৩| ১০ ই ডিসেম্বর, ২০১৪ রাত ৮:০৪
পার্সিয়াস রিবর্ণ বলেছেন: "এখন আমি ফুল কুড়ানো বন্ধ করে দিয়েছি।
কতজন্মের অবসাদ এই মেরুদন্ডে...ফুল কুড়ানোর শক্তি তিরোহিত।
আমি ভুলে গেছি ফুলের গন্ধ নেয়া।
আমি এখন পৃথিবীজোড়া ন্যাড়াগাছ দেখি-
রুক্ষ, পাতাঝরা, মৃত্যুন্মোখ গাছ।"
কবিতা মুগ্ধতা হয়ে ছুঁয়ে গেলো ।
১১ ই ডিসেম্বর, ২০১৪ রাত ১:৫৪
আফসানা যাহিন চৌধুরী বলেছেন: অজস্র ধন্যবাদ পার্সিয়াস রিবর্ন সাথে থাকার জন্য।।
মুগ্ধতায় আনন্দিত
ভাল থাকুন, শুভকামনা।।।
২৪| ১১ ই ডিসেম্বর, ২০১৪ দুপুর ১:৫৫
স্বপ্নবাজ অভি বলেছেন: মুগ্ধপাঠ্য !
১১ ই ডিসেম্বর, ২০১৪ রাত ৯:০৯
আফসানা যাহিন চৌধুরী বলেছেন: কৃতজ্ঞতা ও অভিনন্দন....
২৫| ১২ ই ডিসেম্বর, ২০১৪ বিকাল ৩:৫৯
মুহিব জিহাদ বলেছেন: বাহ! চমৎকার........
কবিতায় ভাল লাগা +++++
১৩ ই ডিসেম্বর, ২০১৪ রাত ১২:৪৫
আফসানা যাহিন চৌধুরী বলেছেন: অনেক অনেক ধন্যবাদ মুহিব জিহাদ
ভাল থাকুন।
২৬| ২৭ শে জানুয়ারি, ২০১৫ দুপুর ১:৪২
মাঝিবাড়ি বলেছেন: হাঁটুতে মুখ ঢেকে বসে থাকি, একলাই!
দারুন
২৭ শে জানুয়ারি, ২০১৫ দুপুর ২:০২
আফসানা যাহিন চৌধুরী বলেছেন: ধন্যবাদ মাঝিবাড়ি
©somewhere in net ltd.
১|
০৭ ই ডিসেম্বর, ২০১৪ রাত ১০:০৭
আবু শাকিল বলেছেন: চমৎকার কবিতা !

আবৃতি সহকারে পড়লাম।
ব্রহ্মান্ড শব্দের মানে টা বুঝি নাই।
শুভ কামনা জানবেন যাহিনপু