![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ছবিসহ রিপোস্ট ঃঃ-
ঊনিশ ডিসেম্বর ষষ্ঠ বাংলা ব্লগ দিবস এ চট্টগ্রামের ব্লগার রা মিলিত হয়েছিলেন শহরস্থ সি.আর.বি. তে। বিকলে তিনটার পরপরেই সবাই একে একে আসতে শুরু করেন। সবুজ পাহাড় সজ্জিত সি.আর.বি. এলাকায় আমার পালন করি ষষ্ঠ বাংলা ব্লগ দিবস।
পূর্বের মিটিং গুলোয় ছিলেন এরকম কয়েক জন সেদিন অনুপস্থিত ছিলেন। যেমন, স্মরণ, মাহমুদ ভাই, সৈকত ভাই। আরও অনেকেই ইভেন্ট খোলার পরপর ইনবক্সে যোগাযোগ করেছিলেন এবং আসবেন বলেছিলেন, তাদের কেউই আসেননি। কেবর খালেদ মহিউদ্দিন ভাই নিজে নিজে যোগাযোগ করে উপস্থিত হয়েছিলেন অনুষ্ঠানে।
যা হোক, মোটামুটি ভালই হয়েছিল। এর পরের বার আরও জমবে আশা করছি; তবে শীতে নয়, আয়োজনে এবং অংশগ্রহণে
২১ শে ডিসেম্বর, ২০১৪ বিকাল ৪:৩৮
আফসানা যাহিন চৌধুরী বলেছেন: বেশী বড় হলে আবার ব্লগে দয়ো যেত না, পাঁচশো কে.বি. এর বেশী হলে আপলোড হয়না
ছবি তুলেছেন- তরুণ সৈনিক- (ইফতেখার শোভন ভাই)
২| ২১ শে ডিসেম্বর, ২০১৪ বিকাল ৪:৪৫
বাউল আলমগী সরকার বলেছেন: অনেক শুভেচ্ছা ও অভিনন্দন রইল
২১ শে ডিসেম্বর, ২০১৪ বিকাল ৪:৪৭
আফসানা যাহিন চৌধুরী বলেছেন: ধন্যবাদ বাউল আলমগীর সরকার আপনাকেও অনেক শুভেচ্ছা।।।
৩| ২১ শে ডিসেম্বর, ২০১৪ বিকাল ৪:৫৭
খেলাঘর বলেছেন:
চট্টগ্রামের সওদাগরেরা ব্লগিং এ নেই, মনে হচ্ছে!
৪| ২১ শে ডিসেম্বর, ২০১৪ সন্ধ্যা ৬:৩৭
স্বপ্নবাজ অভি বলেছেন: একটা মাত্র ছবি ?
২১ শে ডিসেম্বর, ২০১৪ রাত ৮:১৫
আফসানা যাহিন চৌধুরী বলেছেন: চারটা ছবি আপলেঅড করেছি, সবার প্রথমে যেটা ছিল, সেটাই পোস্টের শুরুতে শো হচ্ছে, আর সবগুলো পোস্টের নীচে
৫| ২১ শে ডিসেম্বর, ২০১৪ রাত ৯:৪৫
তুষার কাব্য বলেছেন: অভিনন্দন ।তবে ছবি কম হয়ে গেছে...
২২ শে ডিসেম্বর, ২০১৪ রাত ১২:৫৬
আফসানা যাহিন চৌধুরী বলেছেন: গ্রুপ ফটো এই কয়টাই তুলা হয়েছে.. ছবি তুলেছেন ব্লগার তরুণ সৈনিক--< ইফতেখার শোভন ভাইয়া।
৬| ২১ শে ডিসেম্বর, ২০১৪ রাত ১০:৪৮
মামুন রশিদ বলেছেন: চট্টগ্রামের ব্লগারদের দেখে ভালো লেগেছে ।
২২ শে ডিসেম্বর, ২০১৪ রাত ১২:৫৭
আফসানা যাহিন চৌধুরী বলেছেন: ধন্যবাদ মামুন রশীদ
শুভেচ্ছা।।।
৭| ২২ শে ডিসেম্বর, ২০১৪ রাত ১২:৪৭
আলম দীপ্র বলেছেন: বাহ ! ছবি চাই আরও !
৮| ২২ শে ডিসেম্বর, ২০১৪ সকাল ১০:২৯
আনিসুল ইসলাম বলেছেন: আমি চট্টগ্রামেরই ছেলে, কিন্তু প্রবাসে থাকি। মিস করেছি আয়োজনটা ......।
২২ শে ডিসেম্বর, ২০১৪ দুপুর ১২:০৩
আফসানা যাহিন চৌধুরী বলেছেন: স্বাগতম আপনাকে আনিসুল ইসলাম, দেশে এলে নিশ্চই আমাদের সাথে যোগাযোগ হবে
ভাল থাকুন। শুভেচ্ছা।।
৯| ২২ শে ডিসেম্বর, ২০১৪ সকাল ১০:৪৪
আবু শাকিল বলেছেন: স্মরণ, মাহমুদ ভাই, সৈকত ভাই আসেন নাই কেন ??
২২ শে ডিসেম্বর, ২০১৪ দুপুর ১২:০৬
আফসানা যাহিন চৌধুরী বলেছেন: স্মরণের জ্বর, সৈকত ভাইয়ের ব্যাক্তিগত সমস্যা আর মাহমুদ ভাই গিয়েছেন ঢাকায়।।। এই হল ব্যাপার। সবাই থাকলে আরও মজা হত আপনিও থাকতে পারতেন শাকিল ভাই। আর ব্লগার খালেদ মহিউদ্দিন ভাইয়ের সাথে সেদিনই পরিচয় হল সবার-- লাল পাঞ্জাবী পরে আছেন যিনি।
১০| ২২ শে ডিসেম্বর, ২০১৪ দুপুর ১২:০৭
অপূর্ণ রায়হান বলেছেন: বাহ !বাহ! খুব ভালো লাগলো আপনাদের আয়োজন
অনেক অনেক শুভকামনা ও শুভেচ্ছা
২২ শে ডিসেম্বর, ২০১৪ দুপুর ১২:২১
আফসানা যাহিন চৌধুরী বলেছেন: ধন্যবাদ অপূর্ণ রায়হান আপনাকেও শুভেচ্ছা।
ঢাকায় তো জম্পেশ হয়েছে, ছবি দেখলাম
১১| ২২ শে ডিসেম্বর, ২০১৪ দুপুর ১২:০৭
অপূর্ণ রায়হান বলেছেন: মাহমুদকে ঢাকায় পেয়েছি
২২ শে ডিসেম্বর, ২০১৪ দুপুর ১২:২৪
আফসানা যাহিন চৌধুরী বলেছেন: হুঁ...মাহমুদ ভাই আমাদেরকে ফেলে রেখে চলে গেসে... আসুক উনি, খবর আসে উনার....
মজার বিষয় হল, জেসন ভাই চিটাগং আসছেন আজ রাতে
১২| ২২ শে ডিসেম্বর, ২০১৪ দুপুর ১২:১৫
সুমন কর বলেছেন: দেখে ভাল লাগল।
২২ শে ডিসেম্বর, ২০১৪ দুপুর ১২:২৫
আফসানা যাহিন চৌধুরী বলেছেন: ধন্যবাদ সুমন কর।
১৩| ২২ শে ডিসেম্বর, ২০১৪ দুপুর ১২:৩৬
অপূর্ণ রায়হান বলেছেন: মাহমুদ আর ডি মুন একটা কাজে এসেছে জানি। আড্ডা হবে আজকে বিকেলেও আমিন ভাই আজকে যাচ্ছে!!! ওনারে ছাই দিয়া ধইরেন!
২৩ শে ডিসেম্বর, ২০১৪ রাত ১২:২২
আফসানা যাহিন চৌধুরী বলেছেন: অবশ্যই ধরিব......
ভাবীসাহেবা সহ আসছেন..
১৪| ২৩ শে ডিসেম্বর, ২০১৪ রাত ১২:৪৫
মৃদুল শ্রাবন বলেছেন: ব্লগডে আয়োজন দেখে ভালো লাগলো। আপনারাও কেক কেটেছেন।
কিন্তু আমরা কোন কেক কাটিনি
আমার পোষ্টে আপনার পোষ্টের লিঙ্ক এডিট করে দিয়েছি। তবে এই পোষ্টেও ছবিগুলো ঠিক মতো আসেনি।
ভালো থাকবেন।
২৪ শে ডিসেম্বর, ২০১৪ বিকাল ৩:২৯
আফসানা যাহিন চৌধুরী বলেছেন: অনেক ধন্যবাদ মৃদুল শ্রাবণ লিংকটি সংুক্ত করার জন্য
ছবি আপলোডে একটু সমস্যা হচ্ছিল..
আপনার কেক কাটেন নি? আমার কেটেছি- চামুচের পা দিয়ে (ছুরির অভাবে)
১৫| ২৩ শে ডিসেম্বর, ২০১৪ বিকাল ৪:৫৪
প্রামানিক বলেছেন: ব্লগ দিবসে সবাইকে শুভেচ্ছা।
২৪ শে ডিসেম্বর, ২০১৪ বিকাল ৩:২৯
আফসানা যাহিন চৌধুরী বলেছেন: ধন্যবাদ প্রামাণিক আপনাকেও শুভেচ্ছা
১৬| ২৩ শে ডিসেম্বর, ২০১৪ রাত ১১:৪০
পরিবেশ বন্ধু বলেছেন: অনেক শুভকামনা চত্রগ্রাম বাসিদের জন্য ।
২৪ শে ডিসেম্বর, ২০১৪ বিকাল ৩:৩০
আফসানা যাহিন চৌধুরী বলেছেন: অনেক ধন্যবাদ পরিবেশ বন্ধু
ভাল থাকুন।।।
১৭| ৩১ শে ডিসেম্বর, ২০১৪ বিকাল ৫:৫৭
আমি তুমি আমরা বলেছেন: যা হোক, মোটামুটি ভালই হয়েছিল। এর পরের বার আরও জমবে আশা করছি; তবে শীতে নয়, আয়োজনে এবং অংশগ্রহণে
০৬ ই জানুয়ারি, ২০১৫ দুপুর ২:৩৮
আফসানা যাহিন চৌধুরী বলেছেন: ধন্যবাদ আমি তুমি আমরা।।।
©somewhere in net ltd.
১|
২১ শে ডিসেম্বর, ২০১৪ বিকাল ৪:৩৩
ইমতিয়াজ ১৩ বলেছেন: সুন্দর Fine সেলফি।
ছবিগুলো সাইজ আরো বড় হলে ভাল দেখাত।