নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

বাঁধা চিরন্তণ, লক্ষ্যে অবিচল

সাম্য আর সাহসিকতার সাথে এগিয়ে যাবো আমরা

মোজাহেদুল ইসলাম ফয়সাল

সাম্য আর সাহসিকতার সাথে এগিয়ে যাবো আমরা

মোজাহেদুল ইসলাম ফয়সাল › বিস্তারিত পোস্টঃ

বাংলাওয়াশ!

০৪ ঠা নভেম্বর, ২০১৩ রাত ৯:০৮

বাংলাদেশ ক্রিকেট দলকে উৎসর্গ করলাম...



বাংলাওয়াশ

দুর্বার ফয়সাল (মোজাহেদুল ঈসলাম ফয়সাল)



ব্যাটিংয়ে নামল শামসু-জিয়া

বুকে তখন জয়ের আশা।

মিলস-মিলনা করছিল বোলিং

তামিমের বদলি জিয়াই ভরসা।



প্রথম ওভারে শূন্য রান

দ্বিতীয় ওভারেই জিয়া ক্ষ্যাপা।

দর্শকরা সবাই দেয় চিৎকার

কোপা শামসু কোপা।



শুরু হল চার ছক্কা

বোলারদের নাই আর রক্ষা।

জিয়া ভাই গেল ড্রেসিংরুমে

মুমিন ভাই যায় না দমে।



মুমিন-মুশফিক হল আউট

জয় নিয়ে ছিলনা আমাদের কোন ডাউট।

নাঈম আর শামসু মিলে

রান তোলে ধীরে খেলে।



শামসু ভাই চার রানের জন্য

করল সেঞ্চুরিটা মিস।

নাসির ভাইকে নামতে দেখে

সবাই দেয় শিস।



নাঈম ভাই ফিফটি করে

গেল আউট হয়ে।

মাহমুদুল্লাহ ভাই এসেই বলে

বাধা নেই জয়ে।



আম্পায়ারের ভুল সিদ্ধান্তে

মাহমুদুল্লাহ ভাই আউট।

ফেসবুকে সবাই তুলল ঝড়

ঐ আম্পায়ার ফুট!



নাসির আর গাজী মিলে

করল খেলা শেষ।

৩০৭ রানের জয়ের লক্ষ্যে

খেললি তোরা বেশ!



ক্রিকেট বিশ্ব মুগ্ধ হয়

দেখে আমাদের জয়।

আমরা বলি এই তো শুরু

হবো ক্রিকেট গুরু।



নিউ জিল্যান্ড ডেকে বলে,

আর করিনা তোদের বিশ্বাস!

ডেকে এনে দিলি ধোলাই

করলি বাংলাওয়াশ!!

মন্তব্য ০ টি রেটিং +১/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.