![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
প্রিয় সহযোদ্ধারা, ব্লগে ছাগুরা ল্যাদানো শুরু করেছে, ওদের চেনার সহজ উপায়গুলি সিউল ভাইয়ের কাছ থেকে ধার করে আবার ও পোস্ট করলাম।
নিচের টোনগুলো ধরতে পারলেই বুঝবেন সে একটা শুয়রের বাচ্চা ছাগুঃ
→→→ আমি শাহবাগের আন্দোলনে ছিলাম আজকে (কিন্তু পোস্টের কোথাও বলা থাকবে না সে কাদের মোল্লার ফাঁসি চায়)
→→→ আন্দোলনের ফলাফলটা কোন রাজনৈতিক দলের দিকে যাচ্ছে সেটা নিয়ে সে অনেক চিন্তিত। আন্দোলনটা কেন সেটা নিয়ে সে চিন্তিত না
→→→ ওখানে গাঁজা খাওয়া হচ্ছে সে নিজে দেখেছে। তার মোবাইলে ক্যামেরা নাই দেখে সে ছবি তুলতে পারেনাই। এবং বিশ্বের বাকি সব মিডিয়ার ক্যামেরাম্যানরা ২নম্বর জন্যে তারাও তাকে সাহায্য করেনাই
→→→ ওখানে মেয়েদের অপমান করা হচ্ছে (মনে রাখবেনঃ অ্যাক্টিভিস্টরা শুরু থেকেই এই বিষয়ে প্রচন্ড সজাগ তাই এর সাথে ০% টলারেন্স)
→→→ দেশে কি আর কোন সমস্যা নেই? আন্দোলনকারীরা ওগুলো কেন তুলছে না?
মূল পোস্ট
২| ১১ ই ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ২:১৩
পরিবেশ বন্ধু বলেছেন: রাজাকারের ফাসি হোক
তাইত সবাই চায়
এক টা ইসুতে থাকা চাই
গৃহযুদ্ধ নয়
৩| ১১ ই ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ২:১৪
সিউল রায়হান বলেছেন: টেকনিক আপডেটঃ
---আন্দোলন থেকে ফায়দা লুটতে চায় ছাত্রলীগ
---বিশ্ব মিডিয়ায় এই আন্দোলনকে ভৎসর্না
---রাজাকাররা সুইসাইড করেছেন বা মারা গিয়েছেন টাইপের খবর
এবং সবচেয়ে গুরুত্বপূর্নঃ
---যে কারো পোস্ট পড়ে তার আগের পোস্টগুলো পড়ে দেখুন। যদি দেখেন যে সারাজীবনেও সে নরমাল কোন পোস্ট দেয়নি, সবই শিবিরীয় পোস্ট তাহলে পোস্টে যাই লেখা থাকুক সাথে সাথে গদাম দিন। মনে রাখবেনঃ শিবিরের কোন শুয়রের পক্ষে কোনভাবেই রাজাকারদের বিচার দাবী করা সম্ভব নয়। এরা বেজন্মা ছিল-আছে-থাকবে।
১১ ই ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৫:১৪
দূর্ভাষী বলেছেন: ধন্যবাদ সিউল ভাই
৪| ১১ ই ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ২:১৮
শিমুল আহমেদ বলেছেন: এই পোষ্ট টা দিনে অন্তত বার বার করে রিপোস্ট দেওয়া উচিৎ । না হলে যারা খুব দুর্বল মনে তারা বিভ্রান্ত হবে ছাগুদের দ্বারা।
১৩ ই ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৩:১১
দূর্ভাষী বলেছেন: সহমত
৫| ১১ ই ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ২:১৯
আখিলিস বলেছেন: চরম !
৬| ১১ ই ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ২:২৭
সিউল রায়হান বলেছেন: আরেকটা টেকনিকঃ "শাহবাগের আন্দোলনকে আমিও সমর্থন জানাই কিন্তু ওখানে ইসলামকে অবমাননা করা হচ্ছে" ব্যাপারটা একটু দেখবেন...........(অবমাননার টাইপঃ ওখানে জয় বাংলা বলা হচ্ছে, ওখানে দেশের গান গাওয়া হচ্ছে)
১১ ই ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৫:১৪
দূর্ভাষী বলেছেন: ধন্যবাদ
৭| ১১ ই ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ২:৪৬
বলাক০৪ বলেছেন: একদম সাবধান। ওরা কিন্তু বিশাল চালু। আম পাবলিক ধরা খেতে পারে।
©somewhere in net ltd.
১|
১১ ই ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ২:০৫
তাসজিদ বলেছেন: ++++++++++++