নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

দূর্ভাষী: [email protected]

দূর্ভাষী

আমি ভবঘুরে হবো, এটাই আমার এ্যাম্বিশন .............

দূর্ভাষী › বিস্তারিত পোস্টঃ

সাঈদীর রায় বৃহস্পতিবার

২৭ শে ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১:৫৬

যুদ্ধাপরাধের ২০টি ঘটনায় জামায়াতে ইসলামীর নায়েবে আমির দেলাওয়ার হোসাইন সাঈদীর বিরুদ্ধে মামলায় রায় হবে বৃহস্পতিবার।



হত্যা, লুণ্ঠন, নির্যাতনের মতো মানবতাবিরোধী অপরাধের কারণে একাত্তরে এই জামায়াত নেতাকে পিরোজপুরের মানুষ চিনত ‘দেইল্লা রাজাকার’ নামে।

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এর চেয়ারম্যান বিচারপতি এটিএম ফজলে কবীর বুধবার সাঈদীর রায়ের জন্য ২৮ ফেব্রুয়ারি এই দিন রাখেন।



২০০৯ সালে যুদ্ধাপরাধের বিচার কার্যক্রম শুরুর পর এটি হবে ট্রাইব্যুনালের তৃতীয় রায়।



প্রথম রায়ে গত ২১ জানুয়ারি জামায়াতে ইসলামীর সাবেক রুকন আবুল কালাম আযাদ ওরফে বাচ্চু রাজাকারের ফাঁসির আদেশ হয়।



আর ৫ ফেব্রুয়ারি দ্বিতীয় রায়ে জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল আব্দুল কাদের মোল্লাকে যাবজ্জীবন কারাদণ্ড দেয়া হয়, যা প্রত্যাখ্যান করে তার ফাঁসির দাবিতে আন্দোলন চলছে সারা দেশে।



মুক্তিযুদ্ধের সময় পিরোজপুরে হত্যা, লুণ্ঠন, নির্যাতনসহ বিভিন্ন অভিযোগে দায়ের করা একটি মামলায় ২০১০ সালের ২৯ জুন গ্রেপ্তার করা হয় সাবেক সংসদ সদস্য সাঈদীকে। পরের বছর ১৪ই জুলাই তার বিরুদ্ধে অভিযোগ আমলে নেয় ট্রাইব্যুনাল।



একাত্তরে ৩ হাজারেরও বেশি নিরস্ত্র ব্যক্তিকে হত্যা বা হত্যায় সহযোগিতা, ধর্ষণ, অগ্নিসংযোগ, লুটপাট, ভাংচুর ও ধর্মান্তরে বাধ্য করাসহ মানবতাবিরোধী অপরাধের ২০টি ঘটনায় ২০১১ সালের ৩ অক্টোবর অভিযোগ গঠনের মধ্য দিয়ে সাঈদীর বিচার শুরু হয়।



মানবতাবিরোধী অপরাধের মামলায় আটক জামায়াত নেতাদের মধ্যে দেলাওয়ার হোসাইন সাঈদীর বিরুদ্ধেই সবার আগে অভিযোগ গঠন হয়। সাক্ষ্যগ্রহণ শুরু হয় গত বছরের ৭ ডিসেম্বর। তদন্ত কর্মকর্তা হেলাল উদ্দিনসহ মোট ২৮ জন রাষ্ট্রপক্ষে সাক্ষ্য দেন।



এছাড়া তদন্ত কর্মকর্তার কাছে দেয়া ১৫ সাক্ষীর জবানবন্দি ট্রাইব্যুনাল সাক্ষ্য হিসাবে গ্রহণ করে। আসামিপক্ষে ১৭ জনের সাফাই সাক্ষ্য শেষ হয় গত ২৩ অক্টোবর।



চলতি বছর ২৯ জানুয়ারি যুক্তিতর্ক উপস্থাপন শেষে মামলাটি রায়ের জন্য অপেক্ষমাণ রাখেন বিচারক।



সাঈদী ছাড়াও জামায়াতের সাবেক ও বর্তমান আমিরসহ সাত শীর্ষ নেতা এবং বিএনপির দুই নেতার বিচার চলছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে।





সূত্র: বিডিনিউজ২৪.কম





আজ মতিঝিল শাপলা চত্বরে গণজাগরণ মঞ্চের মহাসমাবেশ। গণজাগরণ মঞ্চের সাথে সংশ্লিষ্ঠ সকলকে এবং দেশের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীসহ সকলকে অনুরোধ করছি যেন সকলে সতর্ক থাকেন আর প্রস্তুত থাকেন ঐ সকল ছাগুদের সম্পর্কে যারা যুদ্ধাপরাধের বিচার বানচাল করতে চায়, স্তব্দ করতে চায় আমাদের শান্তিপ্রিয় অহিংস আন্দোলনকে। যে কোন প্রকার অনাকাঙ্খিত ঘটনা মোকাবেলার প্রস্তুতি নিয়েই আমরা মতিঝিলে থাকতে চাই।

মন্তব্য ১৯ টি রেটিং +২/-০

মন্তব্য (১৯) মন্তব্য লিখুন

১| ২৭ শে ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ২:০১

শ।মসীর বলেছেন: ফল অব দা মেশিন !!!

২৭ শে ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ২:০৩

দূর্ভাষী বলেছেন: একটাই দাবী, ফাঁসি, ফাঁসি--একটাই দাবী, ফাঁসি, ফাঁসি--একটাই দাবী, ফাঁসি, ফাঁসি--একটাই দাবী, ফাঁসি, ফাঁসি--একটাই দাবী, ফাঁসি, ফাঁসি--একটাই দাবী, ফাঁসি, ফাঁসি--একটাই দাবী, ফাঁসি, ফাঁসি--একটাই দাবী, ফাঁসি, ফাঁসি--একটাই দাবী, ফাঁসি, ফাঁসি--একটাই দাবী, ফাঁসি, ফাঁসি--একটাই দাবী, ফাঁসি, ফাঁসি--একটাই দাবী, ফাঁসি, ফাঁসি--একটাই দাবী, ফাঁসি, ফাঁসি--একটাই দাবী, ফাঁসি, ফাঁসি--একটাই দাবী, ফাঁসি, ফাঁসি--একটাই দাবী, ফাঁসি, ফাঁসি--একটাই দাবী, ফাঁসি, ফাঁসি--একটাই দাবী, ফাঁসি, ফাঁসি--একটাই দাবী, ফাঁসি, ফাঁসি--একটাই দাবী, ফাঁসি, ফাঁসি--একটাই দাবী, ফাঁসি, ফাঁসি--একটাই দাবী, ফাঁসি, ফাঁসি--একটাই দাবী, ফাঁসি, ফাঁসি--একটাই দাবী, ফাঁসি, ফাঁসি--

২| ২৭ শে ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ২:১২

নিজাম বলেছেন: খুন ধর্ষন আর লুটতরাজের ইসলাম সম্মত রায় হোক।

২৭ শে ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ২:১৫

দূর্ভাষী বলেছেন: একটাই দাবী, ফাঁসি, ফাঁসি
একটাই দাবী, ফাঁসি, ফাঁসি
একটাই দাবী, ফাঁসি, ফাঁসি
একটাই দাবী, ফাঁসি, ফাঁসি
একটাই দাবী, ফাঁসি, ফাঁসি
একটাই দাবী, ফাঁসি, ফাঁসি
একটাই দাবী, ফাঁসি, ফাঁসি
একটাই দাবী, ফাঁসি, ফাঁসি

৩| ২৭ শে ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৪:০৪

চলতে ফিরতে দেখা বলেছেন: শাঈদীর মুক্তি চাই! বিনা অপরাধে তার কোন সাজা বাংলার জনগণ মেনে নেবে না। বাংলার জনগণ এই আলেমে দ্বীনকে তাদের সামনে মুক্ত অবস্থায় দেখতে চায়।

২৭ শে ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৪:৫৬

দূর্ভাষী বলেছেন: তোমাকে ব্লক করা হলো। ছাগু'র ব্যাপারে জিরো টলারেন্স।

৪| ২৭ শে ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৪:১৯

ইন্ড্রাস্ট্রিয়াল জয় বলেছেন: সবাই "চলতে ফিরতে দেখা " ছাগুটাকে রিপোর্ট করুন ...

২৭ শে ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৪:৫৬

দূর্ভাষী বলেছেন: সে ব্লক্ড

৫| ২৭ শে ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৪:৪৪

টিটোপণডিত বলেছেন: ফাসি চাই..............

২৭ শে ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৪:৫৬

দূর্ভাষী বলেছেন: একটাই দাবী, ফাঁসি, ফাঁসি

৬| ২৭ শে ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৫:০৭

দরিদ্র তারা বলেছেন: ফাঁসি ছাড়া কথা নাই
ফাঁসি ফাঁসি ফাঁসি চাই

জয় বাংলা, জয় জনতা

২৭ শে ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৫:১০

দূর্ভাষী বলেছেন: ফাঁসি ফাঁসি ফাঁসি চাই
ফাঁসি ফাঁসি ফাঁসি চাই
ফাঁসি ফাঁসি ফাঁসি চাই
ফাঁসি ফাঁসি ফাঁসি চাই
ফাঁসি ফাঁসি ফাঁসি চাই

৭| ২৭ শে ফেব্রুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৬:২৭

নির্ণায়ক বলেছেন: খুব সম্ভবত সবচেয়ে গুরুত্তপূর্ণ রায়......যাই হোক রায় আমাদের পক্ষেই যাবে...........জয় বাংলা

২৮ শে ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ১০:০৪

দূর্ভাষী বলেছেন: অফ কোর্স গুরুত্বপূর্ণ রায়।

৮| ২৭ শে ফেব্রুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৬:৪০

নক্ষত্রচারী বলেছেন: ঐক্যমত পোষণ করলাম আপনার সাথে । @ ছাগু ব্লকড ।।

৯| ২৭ শে ফেব্রুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৬:৫৬

গ্যাম্বলার বলেছেন:
শ।মসীর বলেছেন: ফল অব দা মেশিন !!!

চলতে ফিরতে দেখা ছাগুটারে ব্লক করলেন কেন? একটু কান্নাকাটি করুক না, হাজার হোক তার ম্যাশিনম্যান বাপ বলে কথা ;):)

১০| ২৭ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৯:২৩

স্বপ্নবাজ বাউন্ডুলে বলেছেন:

একটাই দাবী, ফাঁসি, ফাঁসি

১১| ২৮ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ২:৪১

রুবেল সিটিজি বলেছেন: চলতে ফিরতে দেখা-কে ব্যান করা হইছে..

২৮ শে ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ৯:২৮

দূর্ভাষী বলেছেন: এইটা হলো তার বাপের রায় ঘোষনা হওয়ার আগেই তার জন্য প্রযোজ্য ব্লগ রায় কার্যকর করা।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.