| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি পড়ি,
সব সময়,
সব পরিস্থিতিতে,
আমি পড়ি।
আমি মনযোগে পড়ি,
আমি অমনযোগে পড়ি,
আমি এখানে পড়ি,
আমি ওখানে পড়ি।
আমি হাটতে পড়ি,
আমি বসেও পড়ি,
আমি হেলে পড়ি,
আমি দুলে পড়ি।
আমি পড়ে পড়ে
পাঠক হয়েছি,
লেখক হতে পারিনি!

pic source:eduref.net
০৭ ই আগস্ট, ২০১৮ সকাল ১১:০০
সে্নসেটিভ শিমুল বলেছেন: যুগটা এমন,
না লিখেও লেখক হচ্ছে এখন!
এখন লিখে লিখে লেখক হতে হবে। না লিখলে কি আর লেখক হওয়া যায়! ঃ চেষ্টা করব ।
মন্তব্যের জন্য ধন্যবাদ। ![]()
২|
০৭ ই আগস্ট, ২০১৮ সকাল ১১:১৪
সোহাগ তানভীর সাকিব বলেছেন: "যুগটা এমন, না লিখেও লেখক হচ্ছে এখন!"
আপনার এই কথাটির সাথে আমি সম্পূর্ণ একমত। আমি বেশ কিছু রাজনৈতিক ব্যক্তি, ব্যবসায়ী বা খেলোয়ারকে দেখেছি; সারা বছর রাজনীতি, ব্যবসা বা খেলা নিয়ে ব্যস্ত। শুধু ব্যস্ত নয় মহাব্যস্ত। তারপরও বইমেলা আসলে তাদের এক বা একাধিক বই প্রকাশিত হয়। আমি ভেবে পাই না, তারা এত ব্যস্ততার মাঝে লেখালেখি করার সময় পায় কখন!!
এতে বুঝা যায়, লেখালেখি না করেও লেখক হওয়া যায়।
০৭ ই আগস্ট, ২০১৮ সকাল ১১:৩৭
সে্নসেটিভ শিমুল বলেছেন: সবই কিছু পাবলিকেশন্স এর কারসাজি,
এরা ফেইস ভ্যালু অনেক দামে কিনে নাকি!
সহমতের জন্য ধন্যবাদ।
ভাল থাকবেন আর ভাল লিখবেন।
৩|
০৭ ই আগস্ট, ২০১৮ সকাল ১১:৩০
পাঠকের প্রতিক্রিয়া ! বলেছেন: @যতো খুশি পড়ো
পড়ো পড়ো পড়ো
বই পড়ো
নোট পড়ো
খবর পড়ো
ব্লগ পড়ো
......
কাদায় পড়ো
আছড়ে মরো,
প্রেমে পড়ো
হাতটা ধরো
লাইফটাকে
ইনজয় করো।![]()
পুনশ্চঃ
লিখতে তো অনেকেই পারে, ভালো লেখক হয় ক'জন?
আর পড়তেও তো সবাই পারে, কিন্তু ভালো পাঠক হয় ক'জন??![]()
০৭ ই আগস্ট, ২০১৮ সকাল ১১:৪৬
সে্নসেটিভ শিমুল বলেছেন: সাজেশন এর জন্য ধন্যবাদ।
পুনশ্চঃ
লিখতে তো অনেকেই পারে, ভালো লেখক হয় ক'জন?
আর পড়তেও তো সবাই পারে, কিন্তু ভালো পাঠক হয় ক'জন?? ঃ ভাল পাঠকই ভাল লেখক হয়। তাদের সংখ্যা টাও নেহাত কম নয়! ![]()
৪|
০৭ ই আগস্ট, ২০১৮ দুপুর ১২:০৭
পাঠকের প্রতিক্রিয়া ! বলেছেন: @ ভাল পাঠকই ভাল লেখক হয়। তাদের সংখ্যা টাও নেহাত কম নয়!
.... কথা তো ভুল না শিমুলজ্বী।
কিন্তু আমার কী হবে? সেই ১৩ থেকে ব্লগে আছি। লিখতে বসলে তো মাথার চুল ছিড়তে হয়। টেকো হবার ভয়ে তাই লেখালেখি বাদ।![]()
পুনশ্চঃ
আমার কাজ লেখকদের সাথে আড্ডা দেয়া। আড্ডায় জো জিতা ওহি সিকান্দার।![]()
০৮ ই আগস্ট, ২০১৮ দুপুর ১২:০৮
সে্নসেটিভ শিমুল বলেছেন: আপনর লেখার খনির উপর ঢাকনা পড়ে আছে। টেকো হয়ে যান লেখা আর লেখা বেরুবে । ![]()
ছিঁড়াছিঁড়ি থেকে যদি ছড়াছড়ি হয় , তবে ছিঁড়াছিঁড়ি কি ভাল নয়! ![]()
৫|
০৭ ই আগস্ট, ২০১৮ দুপুর ১২:৩৭
ভ্রমরের ডানা বলেছেন:
আপনি লেখতে লেখতে লেখক হবেন! কথায় আছে গাইতে গাইতে গায়েন!
০৮ ই আগস্ট, ২০১৮ দুপুর ১২:১১
সে্নসেটিভ শিমুল বলেছেন: বিস্ময় প্রকাশ করলেন !
মন্তব্যের জন্য ধন্যবাদ।
৬|
০৭ ই আগস্ট, ২০১৮ দুপুর ১২:৪৫
ভাইয়ু বলেছেন: এইযে আপনার লেখা পড়ছি আমরা৷ তাহলে তো আপনি লেখক হয়েই গেলেন নাকি.।
০৮ ই আগস্ট, ২০১৮ দুপুর ১২:১২
সে্নসেটিভ শিমুল বলেছেন: এত সহজ করে ভাবিনি!
মন্তব্যের জন্য ধন্যবাদ। ![]()
৭|
০৭ ই আগস্ট, ২০১৮ দুপুর ১২:৪৬
বিজন রয় বলেছেন: এ কি! এ তো দেখছি পড়াপড়ির কান্ড!!
তা আজ আর কি কি পড়বেন??
০৮ ই আগস্ট, ২০১৮ দুপুর ১২:১৪
সে্নসেটিভ শিমুল বলেছেন: আজ হা করে আকাশ পড়ব।
মন্তব্যের জন্য ধন্যবাদ। ![]()
৮|
০৭ ই আগস্ট, ২০১৮ দুপুর ১:৩১
আকিব হাসান জাভেদ বলেছেন: পড়তে এসে শিমুল দাদা
করলেন তুমুল কান্ড
লিখতে এসে কবিতাটা
হয়েছে এখন গল্প ।
গল্পটা সুন্দর ।
০৮ ই আগস্ট, ২০১৮ দুপুর ১২:১৫
সে্নসেটিভ শিমুল বলেছেন: সুন্দরের কাছে ভাঙ্গা কাঁচ টাও সুন্দর।
মন্তব্যের জন্য ধন্যবাদ। ![]()
৯|
০৭ ই আগস্ট, ২০১৮ বিকাল ৩:০০
রাজীব নুর বলেছেন: খুব ভালো।
০৮ ই আগস্ট, ২০১৮ দুপুর ১২:১৬
সে্নসেটিভ শিমুল বলেছেন: আপনার কাছে ভালো হলে আমার কাছে তো "আরো ভালো" ।
মন্তব্যের জন্য ধন্যবাদ। ![]()
©somewhere in net ltd.
১|
০৭ ই আগস্ট, ২০১৮ সকাল ১০:৫৩
সোহাগ তানভীর সাকিব বলেছেন: এখন লিখে লিখে লেখক হতে হবে। না লিখলে কি আর লেখক হওয়া যায়!