![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আসসালামু আলাইকুম
এখনকার প্রায় সকল ডেক্সটপ ও ল্যাপটপের মধ্যে রয়েছে ইন্টেলের কোর আই ৩ , ৫, ৭ এর প্রসেসর। কোর আই ৩, ৫, ৭ এদের মধ্যে ডেক্সটপ ও মোবাইল প্রসেসর রয়েছে (ল্যাপটপের জন্য)।আমারা অনেকেই এদের সম্পর্কে জানি আবার বেশিরভাগ এদের সম্পর্কে জানি না, আবার অনেকের মধ্যে কিছু ভুল ধারনা রয়েছে এই প্রসেসর সমন্ধে তাই আজকে এদের পার্থক্য সমন্ধে আলোচনা করব।
প্রসেসরগুলোকে এদের ক্লক স্পীড, ক্যাশ সাইজ, হাইপার থ্রেডিং ও টার্বোবুস্ট টেকনোলজি হিসেব করে রেটিং এবং নাম্বার দেওয়া হয়েছে।
অনেকের মনে হতে পারে কোর আই-৭ এ সাতটি কোর, আই-৫ এ পাঁচটি কোর এবং কোর আই-৩ তে তিনটি কোর, আসলে এই নাম্বারগুলো বোঝানো হয়েছে তাদের প্রোসেসিং পাওয়ার এর জন্য।
ইন্টেল প্রসেসরগুলোকে চিনহিত করা হয়েছে স্টার রেটিং এর মাধ্যমে যেমন কোর আই ৩ তিন স্টার, কোর আই ৫ চার স্টার, এবং কোর আই ৭ পাঁচ স্টার, এবং সেলেরন ও অন্যান্য এন্ট্রিলেভেল প্রসেসরগুলোকে দুই স্টার দেওয়া হয়েছে।
ডেস্কটপ ও ল্যাপটপ প্রসেসরের ক্ষেত্রে অনেক পার্থক্য রয়েছে।
ডেস্কটপ প্রসেসরঃ
আপনারা যদি জানতে চান যে ওভারল পারফমেন্সে কে এগিয়ে, তবে একেবারে সিম্পল উত্তর হল, কোর আই-৭ সবচেয়ে এগিয়ে, এরপর কোর আই-৫ এবং কোর আই-৩। কোর আই-৭ প্রসেসরগুলোতে চার থেকে ছয়টি কোর থাকে, কোর আই-৫ এ চারটি কোর থাকে এবং কিছু প্রসেসর ডুয়াল কোরের হয়ে থাকে, এবং কোর আই-৩ প্রসেসর গুলো ডুয়াল কোরের হয়ে থাকে।
এদের ক্যাশ এর মধ্যে অনেক ভিন্নতা রয়েছে, যেমন কোর আই ৩ এর ক্ষেত্রে ৪এমবি, কোর আই ৫ এর ক্ষেত্রে ৪-৮এমবি, এবং কোর আই সেভেন এর ক্ষেত্রে ৮-১২এমবি ক্যাচ মেমরি থাকে।
ল্যাপটপ প্রসেসরঃ
ল্যাপটপের বেলাও কোর আই-৭ সবচেয়ে এগিয়ে, কোর আই-৫ এবং কোর আই-৩।
আবার কোর আই ৭ এর অনেক মডেল রয়েছে যেগুলো ডুয়াল কোরের (এগুলো বেশি ব্যাবহৃত হয় আলট্রাবুক গুলোতে)। তাই এগুলোর পারফমেন্স অনেক কম। প্রায় কোর আই-৫ ও আই-৩ এর কাছাকাছি।
ল্যাপটপের কোর আই ৫ প্রসেসর গুলো হল ডুয়াল কোরের, অনেকে মনে করে যে ডেস্কটপ ও ল্যাপটপের প্রসেসর পারফমেন্স প্রায় সমান, কিন্তু এখানে জানা দরকার যে ডেস্কটপের প্রসেসরগুলো হল কোয়াড কোরের, (কিছু মডেল রয়েছে ডুয়াল কোরের) তাই ওভারল পারফমেন্স ডেস্কটপ প্রসেসরগুলো এগিয়ে রয়েছে। তাই যদি মনে করেন আপনি ল্যাপটপে একই পারফমেন্স পাবেন তবে আপনার ধারনা ভুল। এদের পারফমেন্স প্রায় কোর আই ৩ সমান, শুধু টার্বোবুস্ট টেকনোলজির কারনে এগুলো কোর আই ৩ কিছুটা এগিয়ে রয়েছে, বাকি অভারল পারফমেন্স প্রায় একই। এদের দামও প্রায় একই।
আপনারা প্রসেসর সম্পর্কে আরও তথ্য জানতে ক্লিক করুন।
www.ark.intel.com
www.game-debate.com
www.notebookcheck.net
www.cpubenchmark.net
www.cpuboss.com
www.cpu-world.com
ফেসবুকে আমিঃ https://www.facebook.com/easines
০৩ রা আগস্ট, ২০১৩ রাত ৩:০১
ইয়াসিন_ই বলেছেন: আপনাকে স্বাগতম।
২| ০৩ রা আগস্ট, ২০১৩ রাত ১:৩৮
মুক্তকণ্ঠ বলেছেন: ভালো লেগেছে। প্লাস।
পুনশ্চঃ Cache শব্দটার উচ্চারণ হবে ক্যাশ।
০৩ রা আগস্ট, ২০১৩ রাত ৩:০৩
ইয়াসিন_ই বলেছেন: আপনাকে স্বাগতম, and hmmm
৩| ০৩ রা আগস্ট, ২০১৩ সকাল ৭:১৪
চলতি নিয়ম বলেছেন: ল্যাপটপের কোর আই ৫ প্রসেসর গুলো হল ডুয়াল কোরের। এইটা মনে হয় ঠিক না
++
০৪ ঠা আগস্ট, ২০১৩ রাত ১২:১৩
ইয়াসিন_ই বলেছেন: আপনি ইন্টেল এর সাইট এ যেয়ে দেখতে পারেন। ল্যাপটপের কোর আই ৫ প্রসেসর গুলো হল ডুয়াল কোরের কিনা ? কোরেরhttp://www.ark.intel.com/
৪| ০৩ রা আগস্ট, ২০১৩ বিকাল ৫:১৫
আমিনুর রহমান বলেছেন:
+++
চলতি নিয়মের সাথে সহমত।
৫| ৩০ শে আগস্ট, ২০১৪ বিকাল ৪:১৫
খেপাটে বলেছেন: সহমত
©somewhere in net ltd.
১|
০৩ রা আগস্ট, ২০১৩ রাত ১:৩৬
রায়ান ঋদ্ধ বলেছেন: ধন্যবাদ। আর একটু ডিটেইলসে লিখলে ভালো হত। শুভ কামনা।