![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আসসালামু আলাইকুম,
ডিজিটাল বাংলাদেশ জানি না কবে হবে, সুধুমাত্র নামেই রয়ে গেছে ডিজিটাল বাংলাদেশ, আমরা এখনো এনালগেই পরে আছি।
আমরা এখনো অন্যদের থেকে অনেক পিছিয়ে রয়েছি। আসলে মুল জায়গাতেই সমস্যা রয়েছে,যদি সঠিক প্লান মত কাজ করা হত তাহলে এতদিনে আমরা যতটুকু এগিয়েছি, তার থেকেও অনেক দূরে এগিয়ে যেতাম।
উদাহরণ স্বরূপঃ (সাধারন জনগণের জন্য দশ টাকার একটি প্রজেক্ট পাশ হল, কিন্তু জনগণের কাছে আসতে আসতে দশ টাকার মধ্যে আট টাকাই শেষ হয়ে যায়, বাকি যে দুই টাকা থাকে তা নিয়েও হয় টানাটানি। ফলে দশ টাকার কাজ জোড়াতালি দিয়ে দুই টাকা দিয়েই করা হয়, ফলাফল কি হয় আমরা সকলেই তা জানি)
এবার আসি মূল কথায়ঃ
***ইন্টারনেট
এখন হল প্রযুক্তির যুগ,আর সবকিছুই খুব দ্রুত এগিয়ে চলছে,আমদেরও যুগের সাথে তাল মিলিয়ে চলতে হবে।
আর এর জন্য ইন্টারনেট খুব জরুরী, কিন্তু এর দাম যেন কমতেই চায় না, ইন্টারনেটের দাম নিয়ে কতবার কত আন্দোলন হয়েছে,কিন্তু কাজের কাজ কিছুই হয়নি।
আমরা সুধু বিদেশী কোম্পানিগুলোকে গালাগাল করি,তারা কেন দাম কমায় না???
কিন্তু এর জন্য দায়ী আমাদের দেশের মানুষ, যাদেরকে এর দায়িত্ব দেয়া হয়েছে তারাই এদের সাথে জড়িত!
কোম্পানিগুলোও জানে আমরা তাদের কাছে জিম্মি, ফলে তারাও তাদের মন মত ব্যাবসা করে যাচ্ছে। আর বাঁশ খাচ্ছে সাধারন জনগণ।
বেশ কয়েকবছর আগে এই ইন্টারনেটের দাম নিয়েই পোস্ট করেছিলাম,
তখন ৩০দিন মেয়াদে ১জিবির ইন্টারনেট দাম প্রায় ৩০০টাকার মত ছিল,
এখন ৩০দিন থেকে ২ দিন কমে ২৮দিন গেছে, আর দাম প্রায় আগের মতই আর সাথে বোনাস হিসেবে আছে (এই সেই করে নানা রকম ট্যাক্স)
যারা শহরে থাকে তাদের বেশীরভাগই ব্রডব্রান্ড ব্যাবহারকারী, ফলে তাদের তেমন একটা অসুবিধা হয় না।
কিন্তু শহরের চাইতে বেশীরভাগই মানুষ গ্রামে বাস করে, আর তাদেরকে ইচ্ছা না থাকা সত্ত্বেও বেশি দাম দিয়ে ইন্টারনেট ব্যাবহার করতে হচ্ছে,
আর কিছু গ্রাম আছে যেখানে তো নেটওয়ার্কই পাওয়া যায় না, আর ইন্টারনেট তো দুরের কথা। জানি না এই সমস্যার সমাধান কবে হবে।
এক পা এগোলে দুই পা পিছিয়ে যাচ্ছি।
সরকার যদি চায় আর আমরা যদি সবাই সচেতন হই, সকলেই সবার কাজ গুলো ঠিকভাবে করি তবে হ্যাঁ ডিজিটাল বাংলাদেশ গড়া সম্ভব।
আর না হলে আমাদের সামনে আগানো আর হবে না,আমরা সবার থাকে পিছিয়েই থাকব।
ফেসবুকে আমিঃ http://www.facebook.com/easin.es
©somewhere in net ltd.