![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আসসালামু আলাইকুম,
এন্ড্রয়েডে রেসিং গেমসের মধ্যে সবার প্রথম যে গেমসের নাম আসে সেটা হল Asphalt 8 ।এন্ড্রয়েড মোবাইলে যারা রেসিং গেমস খেলেন তারা প্রায় সকলেই Asphalt 8 এর সাথে পরিচিত। আমি এন্ড্রয়েডে যত রেসিং গেমস খেলেছি , তার মধ্যে বেষ্ট রেসিং গেমস।
(সেই আদিম যুগে যখন নোকিয়ার জাভা মোবাইল ব্যাবহার করতাম, তখন থেকেই এই গেমসের ফ্যান ছিলাম, আর আমার মত যারা আদিম যুগের মানুষ, তারাই জানে waptrick.com সম্পর্কে, কত স্মৃতি রয়েছে সেখানে। এখনকার কেউ বুঝবেনা সেই মর্ম।
রেসিং গেমস খেলেন অথচ যারা Asphalt 8 খেলেন নাই তাদের জন্যই আজকের এই পোস্ট।
কেন খেলবেন এই গেমস???
এই গেমসে প্রায় সব মডেলের লেটেস্ট গাড়ি রয়েছে প্রায় ১৮০টির মত, কিছুই বাদ নাই। (নতুন ভার্সনে বাইকও যুক্ত হয়েছে)
আর রেসিং লোকেশন গুলা সেইরকম।
লন্ডন,জাপান,চায়না সহ আরো অনেক দেশের রাস্তায় এবং বরফ, জঙ্গল সহ অনেক রাস্তায় গাড়ি চালাতে পারবেন।
আপনার সাথের গাড়ি গুলাকে ভাইঙ্গা চুইরা শেষ করে দিতে পারবেন, কেউ কিছু বলবে না। (তবে কিছু জায়গা রয়েছে যেখানে বারি খাইয়া কাইত হইয়া যাইতে পারেন)
গাড়ি নিয়া কিছুক্ষনের জন্য আকাশেও উড়তে পারবেন।
আরো অনেক কিছু রয়েছে, খেললেই বুজতে পারবেন।
অনলাইন এবং অফলাইন খেলতে পারবেন Asphalt 8
বর্তমান ভার্সন ৩.২.০কিউ
সাইজ প্রায় দুই জিবির উপর
আপনি প্লে ষ্টোর অথবা কিছু সাইট রয়েছে সেখান থেকে নরমাল অথবা মোড ভার্সন নামতে পারবেন।
আমি,
এন্ড্রয়েড ৫.১ ললিপপ
১জিবি রেম
কোয়াড কোর প্রসেসর
মালি ৪০০ গ্রাফিক্স
এই কনফিগারেশনেই লো কোয়ালিটি দিয়ে গেমসটি খেলেছি, কোন রকম সমস্যা ছাড়াই।
(আর যাদের মোবাইল কনফিগারেশন অনেক কম তারা মাত্র ৩৬এম্বির Asphalt nitro খেলতে দেখতে পারেন, (Asphalt 8 এর ছোট ভাই Asphalt nitro)
ফেসবুকে আমিঃ http://www.facebook.com/easin.es
©somewhere in net ltd.
১|
২৫ শে আগস্ট, ২০১৭ দুপুর ১২:২৮
গেম চেঞ্জার বলেছেন: পিসিতে ইন্সটল আছে ২ বছর ধরে। মাঝে মধ্যে গাড়ি নিয়া রেসে উঠি। কিন্তু মোবাইলে ট্রাই করিনি কখনো।