![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
কামে ভাঁজ খাঁজে
ভ্রমে ভাসে ভেলা
চুপচাপ কে যে
করে হেলাফেলা
ছল ও কৌশলে
মদনের খেলা
শরমের ঘ্রানে
সময়ের রেখা
বড় অসময়ে
হয় আঁকাবাঁকা
বিরহ কেমনে
উপভোগ করে
জেনে নিয়ে গুম
অপেক্ষা প্রহরে
ভাবুক আকাশ
এ নগর দিনে
মেঘাচ্ছন্ন খুব
সদাই নাজুক
বোধের পর্দায়
বুনে যায় ছন্দ
এঁকে দিয়ে দ্বন্দ্ব
ফের বলে যায়
অসতর্কতায়-
‘গোছাবো বলেই
অগোছালো হই’
©somewhere in net ltd.