![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
লুটে নেয় যারা - তারা প্রভু বেশে
চেয়ে দেখে সব ভাগাভাগি শেষে
- বাকি আছে আরো
- কে কি নিতে পারো
- দ্রুত বুঝে নাও
- যতটুকু পাও
- এসবই ফাও
আহারে এবার বাড়িয়েছে চান্স
জলপাই রঙা শিতল রোমান্স
চকচকে বুট আর বেয়নেট
পোড়া জনপদে
ভিনদেশী থ্রেট
চেনে অনুগামী সামরিক ঘ্রাণ
যায় যাক প্রাণ
গভীর শঙ্কায়
তব মন চায় - বলে দিয়ে যায়
রাঙা ক্ষেপণাস্ত্র বা সাঁজোয়া যান
আনে না যে শান্তি
চেনে না কে স্বস্তি
নয়া সেলফ প্রপেলড কামান
- এবঙ কবিতা
- বা ইশতেহার
যা পড়েছো বা পড়ছো এ কালে
সবটুকু ছিলো তোমার আমার
গ্লানিরই মত
সচ্ছ সত্য ক্লান্ত
- কারণ
স্বাধীন সঙ্গীতে মুখর শ্লোগান
মানে নাই একচোখা ফরমান
কখনো -
মওকায় যদি অন্য কিছু হবে
নিরব জনতা নিরব না রবে
সব চিনে তারা ভাবে চুপচাপ
কার কোন শত্রু
কার বন্ধু বাপ
- তবুও
মারপ্যাঁচে জমে রাজ-দুশমনী
বন্দুকের নলে বাহ বিরিয়ানী
দেখে এসবই -
কে যে গুম হয়
কবি না অকবি
কার লাগে ভয়
আবার কে কয়
সমর বিদ্বেষ - দেশদ্রোহ নয়
- যদিও
বুকে সভ্য এাস
ফেরে কি বিশ্বাস
ভরসা পাই না
বা কোনো আশ্বাস
- হে বাঙাল সেনা
প্লিজ - রেসপেক্ট সিভিলিয়ানস
©somewhere in net ltd.