| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
পৃথিবী বদলে গেছে , যা দেখি নতুন লাগে ,
তুমি আমি একই আছি দুজনে যা ছিলাম আগে ।
সময় চির দিন শুধু বয়ে যায় থেমে সেত থাকে না,
কত ঝড় মেঘ আসে চলে যায় আকাশ মনে রাখে না ,
শুধু প্রথম জীবনের ভালোবাসা স্মপ্নের মত জাগে ,
তুমি আমি একই আছি দুজনে যা ছিলাম আগে
মনে কি পড়ে তুমি আমি আই পথ ধরে যেতান,
ভালো হোত সেই দিন গুলো ফিরে যদি পেতাম ,
সেই তোমাকে পাব না কি আর স্মপ্নের অনুরাগে,
তুমি আমি একই আছি, দুজনে যা ছিলাম আগে ,
পৃথিবী বদলে গেছে , যা দেখি নতুন লাগে ।
----- আনন্দ আস্রম
----- কিশোর কুমার
২|
২৩ শে অক্টোবর, ২০১৭ সকাল ১১:৪৮
মলাসইলমুইনা বলেছেন: কত ঝড় মেঘ আসে চলে যায় আকাশ মনে রাখে না..
২৬ শে অক্টোবর, ২০১৭ সকাল ১০:৪৫
এভো বলেছেন: ধন্যবাদ ঠিক করে নিচ্ছি ।
©somewhere in net ltd.
১|
২৩ শে অক্টোবর, ২০১৭ সকাল ১১:৪৬
মলাসইলমুইনা বলেছেন: আহা হা হা হা হা হা
লা লা লা লা লা লা
আহা হা হা হা হা হা
---------------------
কত ঝড় মেঘ চলে যায় আকাশ মনে রাখে না...
ধন্যবাদ | কিছু মনে করবেন না |এই গানটা একসময় আমি অনেক শুনতাম |তাই একটা ভুল ছিল গানের লিরিকটাতে (শেষ লাইন ) সেটা শুধরে দিলাম |