![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমাদের বাঙালিদের একটা সমস্যা যাকে ভালবাসি তাকে ফেরেশতা বানিয়ে ফেলি, যাকে পছন্দ করি না তাকে শয়তান বানিয়ে ফেলি। মোট কথা হচ্ছে এই জামানায় আমরা কেউই ১০০% বিশুদ্ধ হতে পারব না। এখন সাহাবীদের যুগ নেই, এখন তাবেঈনদের যুগ নেই, তাবে তাবেঈনদের যুগও নেই। এতএব বলা যায়, জাকির নায়েক ফেরেশতা হতে পারেন না। তার কিছু ভুল থাকতেই পারে, মানুষ মাত্রই ভুল করে। তার বিরুদ্ধে যে অভিযোগগুলো করা হচ্ছে তা পর্যালোচনা করে দেখা যায়, বেশিরভাগই তাঁর বক্তব্যকে ভুল ভাবে উপস্থাপন করা হচ্ছে বা অভিযোগকারীরা তাঁর বক্তব্য বুঝতে ভুল করছেন। কিন্ত একশ্রেণীর পথভ্রষ্টরা জাকির নায়েককে বাতিল প্রমানের জন্য উঠেপড়ে লেগেছে। এমনকি জাকির নায়েকের বিরুদ্ধে কুফুরির ফতওয়াও জারি করছে। জাকির নায়েকের বিরুদ্ধে কথা বললে, আল্লাহ্ খুসি হয় কিনা জানি না। শয়তান খুসি হয় কিনা তাও জানি না। তবে এটা জানি জাকির নায়েক এর বিরুদ্ধে কথা বললে, ইহুদি- খ্রিস্টান, নাস্তিকরা প্রচণ্ড খুসি হয়। কারন জাকির নায়েকই একমাত্র বেক্তি যিনি এই জামানায় ইহুদী, খ্রিস্টান, নাস্তিকদের বিরুদ্ধে তর্ক, বিতর্ক করে চলেছেন। যারা জাকির নায়েকের বিরোধিতা করছেন তাদের বুঝা উচিত অমুসলিমকে বা নাস্তিককে দাওয়াত দিতে হলে এমন একজন বেক্তির প্রয়োজন যিনি বিজ্ঞান জানেন, তাদের মতাদর্শ বুঝেন এবং তাদের সাথে বিতর্ক করতে সক্ষম। এটা ঠিক যে ইসলামের পক্ষে কথা বললে বাধা আসবেই। রাসুল(স) এর বিরুদ্ধে প্রায় দশ হাজারের বেশি বই লিখা হয়েছে। তাই জাকির নায়েক এর বিরুদ্ধে বাতিলরা প্রচারনা চালাবে এটাই স্বাভাবিক। যারা জাকির নায়েকের বিরুদ্ধে লেগেছেন তাদের কিছু প্রশ্ন করতে চাই, আপনি কয়জন অমুসলিমকে ইসলামের দাওয়াত দিয়েছেন???কয়জন নাস্তিককে ইসলামের দাওয়াত দিয়েছেন??? কতজনের সাথে ইসলাম নিয়ে তর্ক করেছেন???সে কি পরলো আর কি না পরলো এটা কি মুখ্য বিষয় নাকি তার ইসলামের দাওয়াত মুখ্য বিষয়??? নিজে যেটা করতে পারছেন না সেটা অন্য কেউ করছে এতে আপনার এতো চুলকানী কেন??? তিনিতো এই আয়াতের উপর আমল করছেন "হে রসূল! আপনি পৌছে দিন যা আপনার রব-এর পক্ষ থেকে আপনার প্রতি অবতীর্ণ করা হয়েছে, যদি পৌছে না দেন, তাহলে আপনি আপনার রিসালাতের দায়িত্ব পালন করলেন না। (৫.সূরাহ আল-মায়িদাহ :৬৭)"---আর আপনাদের জন্য এই আয়াত "একশ্রেণীর লোক আছে যারা মানুষকে আল্লাহর পথ থেকে গোমরাহ করার উদ্দেশে অবান্তর কথাবার্তা সংগ্রহ করে অন্ধভাবে এবং উহাকে নিয়ে ঠাট্টা-বিদ্রুপ করে। এদের জন্য রয়েছে অবমাননাকর শাস্তি। (৩১. সুরা লুকমান: ৬)"
২| ২৩ শে ডিসেম্বর, ২০১৩ সকাল ১১:৩৪
সাইবার অভিযত্রী বলেছেন: অযু ছাড়া কোরাণ শরীফ ধরা যাবে - এমন কথাও বলে ভন্ডটা!
৩| ২৩ শে ডিসেম্বর, ২০১৩ সকাল ১১:৫৩
HHH বলেছেন: উনার কোন ব্যাপারে আপনাদের দ্বিমত থাকলে উনার সাথে সরাসরি যোগাযোগ করুন। আমার ধারণা উনি আপনাদের কনফিঊশন দূর করতে পারবেন। উনাকে দেখছি সব কিছুর ব্যাখ্যা দিতে পারেন।
৪| ২৩ শে ডিসেম্বর, ২০১৩ দুপুর ১২:১৪
ইউরো-বাংলা বলেছেন: আমাদের বাঙালিদের একটা সমস্যা যাকে ভালবাসি তাকে ফেরেশতা বানিয়ে ফেলি, যাকে পছন্দ করি না তাকে শয়তান বানিয়ে ফেলি। মোট কথা হচ্ছে এই জামানায় আমরা কেউই ১০০% বিশুদ্ধ হতে পারব না।
একমত।
৫| ২৩ শে ডিসেম্বর, ২০১৩ দুপুর ১২:২১
আহমেদ আলিফ বলেছেন:
আমি ডাঃ জাকির নায়েকের ভিতরে খারাপ কিছু দেখি না তবে একটু অহংকারী মনে হয়।
৬| ২৩ শে ডিসেম্বর, ২০১৩ দুপুর ২:২৬
তাজুল_ইসলাম বলেছেন: আমার অনেক প্রিয় ইসলামি ব্যাক্তিক্ত জাকির নায়েক। যারা উনার সমলোচনা করে। তারা মুলত ইসলামকেও সমালোচনা করে। জাকির নায়েক মুসলমানদের জন্য গর্ব।
৭| ২৩ শে ডিসেম্বর, ২০১৩ দুপুর ২:৩৩
তাজুল_ইসলাম বলেছেন: আহমেদ আলিফ বলেছেন:
আমি ডাঃ জাকির নায়েকের ভিতরে খারাপ কিছু দেখি না তবে একটু অহংকারী মনে হয়"
আমি আপনার সাথে একমত নয়, কারন তিনি সবসময়ই বলেন, আমাকে ফলো করবেন না। কোরআন হাদিস কে ফলো করবেন। তিনি বেহেস্ত এ যাবেন এটা তিনি কখনো বলেন নি। বরং বলেছেন আল্লাহর হুকুম পালন করে জান্নাতে যাবার চেষ্টা করছেন।
৮| ২৩ শে ডিসেম্বর, ২০১৩ বিকাল ৪:২০
বিডিআর বলেছেন: @ সাইবার অভিযত্রী বলেছেন: অযু ছাড়া কোরাণ শরীফ ধরা যাবে - এমন কথাও বলে ভন্ডটা!
অযু ছাড়া কোরাণ শরীফ ধরা যাবে না, এর পক্ষে আপনি বা কেউ আমাদের কে হাদিস ও কোরানের রেফারেন্স দিন ।
৯| ২৩ শে ডিসেম্বর, ২০১৩ রাত ১০:০২
আমি অবুঝ বলেছেন: বিডিআর বলেছেন: @ সাইবার অভিযত্রী বলেছেন: অযু ছাড়া কোরাণ শরীফ ধরা যাবে - এমন কথাও বলে ভন্ডটা!
অযু ছাড়া কোরাণ শরীফ ধরা যাবে না, এর পক্ষে আপনি বা কেউ আমাদের কে হাদিস ও কোরানের রেফারেন্স দিন ।
কেউ রেফারেন্স দেয় না কেন?
১০| ২৫ শে ডিসেম্বর, ২০১৩ বিকাল ৪:২৩
শব্দ যোদ্ধা বলেছেন: @আহমেদ আলিফঃ উনাকে আমার অহংকারী মনে হয় না। উনি হলেন কনফিডেন্ট আর স্টেইট ফরওয়ার্ড, তাই হয়ত আপনার অহংকারী মনে হয়।
১১| ২৫ শে ডিসেম্বর, ২০১৩ বিকাল ৪:৫৭
পাউডার বলেছেন:
জাকির নায়েকের কথায় কাজে-কর্মে ভুল হৈতেও পারে। কিন্তু কিছু লোক তারে ফেরেশতা বানাইতে চায়। আর কিছু লোক তাকে ভন্ড বানাইতে চায়। এই দুই দলই ভ্রান্ত।
জাকির নায়েকের সবচেয়ে খারাপ কাজ হৈলো সে আমাদের লোকাল টুন্ডা হুজুরদের ভাত মাইরা দিছে। তাই এখন এই সব টুন্ডা হুজুরদের দল এখন পাল্টা আক্রমন করতাছে।
১২| ১০ ই জানুয়ারি, ২০১৪ রাত ৩:১৬
আমি অবুঝ বলেছেন: পাউডার বলেছেন:
জাকির নায়েকের কথায় কাজে-কর্মে ভুল হৈতেও পারে। কিন্তু কিছু লোক তারে ফেরেশতা বানাইতে চায়। আর কিছু লোক তাকে ভন্ড বানাইতে চায়। এই দুই দলই ভ্রান্ত।
জাকির নায়েকের সবচেয়ে খারাপ কাজ হৈলো সে আমাদের লোকাল টুন্ডা হুজুরদের ভাত মাইরা দিছে। তাই এখন এই সব টুন্ডা হুজুরদের দল এখন পাল্টা আক্রমন করতাছে।
©somewhere in net ltd.
১|
২৩ শে ডিসেম্বর, ২০১৩ সকাল ১১:৩২
উযায়র বলেছেন: কত্ত বড় শয়তান জাকির নায়েক ! বলে কিনা অপবিত্র অবস্হায় কোরাণ তেলওয়াত করা যাবে, অযু ছাড়া কোরাণ শরীফ ধরা যাবে !
আলবানীর ভ্রান্ত মতের ফিরিস্তই !
নাস্তিক - আর আলবানীর দাবী পর্দা করতে হলে চেহারা ঢাকতে হবে না ।
যারা বলেন কোরাণ শরীফ ও সহিহ হাদীস ছাড়া কিছু মানা যাবে না তাদের প্রতি প্রশ্ন ,ইয়াবা খাওয়া কি হালাল ?
যারা বলেন কোরাণ শরীফ ও সহিহ হাদীস ছাড়া কিছু মানা যাবে না তাদের প্রতি প্রশ্ন , গু খাওয়া কি হালাল ?
বোমা মেরে এদেশের লোকদের মেরে ফেলাকে পবিত্র কাজ মনে করে কেন কথিত ' আহলে হাদীস' রা !