নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

পৃথিবীর সবচাইতে নির্মম সত্য,এবং একই সাথে সবচেয়ে সস্তা বাস্তবতা উপরওয়ালা যা করে,তা মানুষের ভালোর জন্যেই করে

এডওয়ার্ড মায়া

অসহ্য জীবনের ব্যথা

এডওয়ার্ড মায়া › বিস্তারিত পোস্টঃ

আমরা শোকাহত

২০ শে মার্চ, ২০১৬ রাত ১০:২৪


১৯৬৫ সালের ৩১ মার্চ নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে দিতির জন্ম। ১৯৮৪ সালে নতুন মুখের সন্ধানের মাধ্যমে দেশীয় চলচ্চিত্রে পদার্পণ করেন তিনি। তার অভিনীত প্রথম চলচ্চিত্র উদয়ন চৌধুরী পরিচালিত ‘ডাক দিয়ে যাই’। যদিও ছবিটি শেষ মুক্তি পায়নি। দিতি অভিনীত মুক্তিপ্রাপ্ত প্রথম চলচ্চিত্র ছিল আজমল হুদার ‘আমিই ওস্তাদ’।
৩১ বছরের অভিনয়জীবনে দুই শতাধিক ছবিতে কাজ করেছেন দিতি। এর মধ্যে উল্লেখযোগ্য ছবির মধ্যে আছে এর মধ্যে উল্লেখযোগ্য ‘হীরামতি’, ‘দুই জীবন’, ‘ভাই বন্ধু’, ‘উছিলা’, ‘লেডি ইন্সপেক্টর’, ‘খুনের বদলা’, ‘দুর্জয়’, ‘আজকের হাঙ্গামা’, ‘স্নেহের প্রতিদান’, ‘শেষ উপহার’, ‘চরম আঘাত’, ‘স্বামী-স্ত্রী’, ‘অপরাধী’, ‘কালিয়া’, ‘কাল সকালে’, ‘মেঘের কোলে রোদ’, ‘আকাশ ছোঁয়া ভালোবাসা’, ‘মুক্তি’, ‘কঠিন প্রতিশোধ’, ‘জোনাকীর আলো’, ‘তবুও ভালোবাসি’, ‘পূর্ণদৈর্ঘ্য প্রেম কাহিনী’, ‘হৃদয় ভাঙা ঢেউ’, ‘মাটির ঠিকানা’, ‘নয় নম্বর বিপদ সংকেত’ ও ‘সুইটহার্ট। মুক্তির অপেক্ষায় রয়েছে ‘ধূমকেতু’ ছবিটি।
সিনেমার পাশাপাশি টিভি নাটকেও অভিনয় করেছেন দিতি। নাটক পরিচালনাও করেছেন। এ ছাড়া রান্নাবিষয়ক অনুষ্ঠানও উপস্থাপনা করেছেন। অভিনয়ের বাইরে মাঝে-মধ্যে গান গাইতেও দেখা গেছে তাঁকে। প্রকাশিত হয়েছে তাঁর একক গানের অ্যালবামও। বিজ্ঞাপনচিত্রে মডেলও হন তিনি।
চিত্রনায়ক সোহেল চৌধুরীকে ভালোবেসে বিয়ে করেছিলেন দিতি। তাঁদের সংসারে লামিয়া ও দীপ্ত নামের দুই সন্তান রয়েছে। সোহেল চৌধুরীর মৃত্যুর পর চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চনকে বিয়ে করে সংসার শুরু করেন দিতি, সে বিয়ে টেকেনি।
জনপ্রিয় এই অভিনেত্রী ঢাকার এক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আজ শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন।
মস্তিষ্কে ক্যানসারে আক্রান্ত হওয়ায় ২০১৫ সালের ২৫ জুলাই থেকে ভারতের চেন্নাইয়ের মাদ্রাজ ইনস্টিটিউট অব অর্থোপেডিকস অ্যান্ড ট্রমাটোলজি (এমআইওটি) হাসপাতালে নেয়া হয়। মাঝে কিছুটা সুস্থ হয়ে দেশে ফিরে আসেন। শারীরিক অবস্থার অবনতি ঘটলে সেই বছরের নভেম্বরে আবারও একই হাসপাতালে ভর্তি করানো হয় তাঁকে। বেশ কিছুদিন চিকিৎসাধীন থাকার পরও অবস্থার উন্নতি না হওয়ায় ৮ জানুয়ারি তাকে দেশে ফিরিয়ে আনা হয়। দেশে ফেরার পরপরই তাঁকে ঢাকার ইউনাইটেড হাসপাতালে ভর্তি করা হয়। হাসপাতালের আইসিইউতে থাকাকালীন ২০১৬ সালের ২০ মার্চ বিকেল ৪টা ৫ মিনিটে শেষ নিঃশ্বাস ত্যগ করেন।
পারভিন সুলতানা দিতির মৃত্যুতে আমরা শোকাহত । সামু ব্লগাররা তার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেছেন।
প্রিয় ব্লগার প্রবাসী পাঠক তার ফেসবুকে লিখেন-
চিঠি কেন আসে না,
আর ভালো লাগে না
ভুলেছো কি তুমি
আমাকে?
ভুলেছো কি নাম ঠিকানা?
অনন্ত কালের যাত্রায় ওপারে বসে হয়ত এভাবেই আক্ষেপ করছেন আমাদের প্রিয় নায়িকা দিতি! ভালোবাসার চিঠিগুলো না পেয়ে হয়ত ভাবছেন আমরা আপনাকে ভুলে গিয়েছি! কিন্তু না তা তো হবার নয়। আমরা কখনোই ভুলতে পারব না আপনাকে। ভালোবাসা মোড়ানো চিঠিগুলো আমরা ঠিকই পাঠিয়ে যাব আপনাকে। কিন্তু সেই চিঠিগুলো আপনার কাছে পৌঁছে দেয়ার মত পোস্ট অফিস যে আমাদের জানা নেই। তাই ভালোবাসার রঙ্গিন চিঠিগুলো আকাশের ঠিকানাতেই পাঠিয়ে দেব। আপনি সবসময় থাকবেন আমাদের, ভালবাসায়, শ্রদ্ধায় এবং দোয়ায়। মহান আল্লাহ্‌ তায়ালার কাছে আপনার বিদেহী আত্মার মাগফেরাত কামনা করি।


সংক্ষিপ্ত দিতি পরিচিত এবং কিছু ছবি[



পারভীন সুলতানা দিতি
জন্ম -৩১ মার্চ ১৯৬৫,সোনারগাঁও, নারায়ণগঞ্জ
মৃত্যু - মার্চ ২০, ২০১৬ (৫০ বছর) ঢাকা
জাতীয়তা-বাংলাদেশী
বংশোদ্ভূত-বাঙালি
নাগরিকত্ব-বাংলাদেশী
পেশা-অভিনেত্রী, মডেল, টিভি উপস্থাপক
কার্যকাল-১৯৮৪ – ২০১৬
যে জন্য পরিচিত-চলচ্চিত্র অভিনেত্রী
ধর্ম-ইসলাম
দম্পতি-সোহেল চৌধুরী, ইলিয়াস কাঞ্চন (তালাকপ্রাপ্ত)

ছবি ১


ছবি ২


ছবি-৩


ছবি-৪


ছবি-৫


ছব ৬
ছবি-৭

ছবি-৮


দিতি যখন অসুস্থ ছিলেন



প্রত শুক্রবার বাংলা মুভি দেখার সময় বিজ্ঞাপন বিরতিতে দেখা দিতির সেই বিজ্ঞাপন -পাকিজা প্রিন্ট শাড়ি


দিতি অভিনীত প্রিয় শত্রু সিনেমার রুনা লায়লার কণ্ঠে একটি গান


পোষ্ট সহায়তায়- বিভিন্ন সংবাদ মাধ্যম এবং গুগুল মামু
পোষ্টে ঘুরে যাবার জন্য সবাই কে ধন্যবাদ ।

মন্তব্য ১২ টি রেটিং +৫/-০

মন্তব্য (১২) মন্তব্য লিখুন

১| ২১ শে মার্চ, ২০১৬ রাত ১২:০৮

ডাঃ প্রকাশ চন্দ্র রায় বলেছেন: আমিও শোকাহত আমার খুব পছন্দর অভিনেত্রী ছিলেন তিনি ।।

২১ শে মার্চ, ২০১৬ সকাল ১১:৫৯

এডওয়ার্ড মায়া বলেছেন: নায়িকা হিসেবে আমারো খুব পছন্দ ছিলেন।
ধন্যবাদ ডাক্তার সাহেব

২| ২১ শে মার্চ, ২০১৬ সকাল ৮:২০

বিপরীত বাক বলেছেন: খারপা লাগলো। বড় অসময়ে চলে গেলেন।

২১ শে মার্চ, ২০১৬ দুপুর ১২:০১

এডওয়ার্ড মায়া বলেছেন: ঠিক।
অসময়েই চলে গেলেন।

৩| ২২ শে মার্চ, ২০১৬ দুপুর ১:১৩

গেম চেঞ্জার বলেছেন: খুব খারাপ লাগছে!!

২২ শে মার্চ, ২০১৬ দুপুর ১:৩৫

এডওয়ার্ড মায়া বলেছেন: সবাই কে একদিন মরতে হবে ভ্রাতা।
দেশের সকল শিল্পীরা অসুস্থ হলে - চিকিৎসা করার টাকা থাকে না।
এইটা শুন্তেই খারাপ লাগে।
ধন্যবাদ ভ্রাতা।

৪| ২৩ শে মার্চ, ২০১৬ সন্ধ্যা ৭:৪৮

প্রামানিক বলেছেন: আমিও শোকাহত, দিতি বড় অসময়ে চলে গেলেন।

২৪ শে মার্চ, ২০১৬ বিকাল ৫:২০

এডওয়ার্ড মায়া বলেছেন: ধন্যবাদ প্রিয় ছড়াকার।

৫| ২৪ শে মার্চ, ২০১৬ বিকাল ৪:২১

শায়মা বলেছেন: দিতির জন্ম আর মৃত্যু মাস একই এটা দেখেও কষ্ট লাগলো। দিতি খুবই সুন্দর একজন মানুষ ছিলো আর তার অভিনয়ও খুব ভালো লাগতো।

ভালো থাকুক দিতি ওপারের জীবনে।

২৪ শে মার্চ, ২০১৬ বিকাল ৫:২৪

এডওয়ার্ড মায়া বলেছেন: যেখানে থাকুক দিতি ভাল থাকুক।
অনেক অনেক ধন্যবাদ প্রিয় ব্লগার শায়মা।

৬| ১৪ ই এপ্রিল, ২০১৬ বিকাল ৩:২৭

উদাসী স্বপ্ন বলেছেন: মিডিয়ায় এই এক নায়িকা ছিলো যার কুনো স্ক্যান্ডাল পাই নাই!

অশেষ শ্রদ্ধা!

১৪ ই এপ্রিল, ২০১৬ বিকাল ৩:৪০

এডওয়ার্ড মায়া বলেছেন: ধন্যবাদ দাদা ;)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.