নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
অসহ্য জীবনের ব্যথা
ফেসবুকের টাইম লাইনে অনুপ্রেরণার একটি গল্প খুব শেয়ার হচ্ছে ।
ফেরিওয়ালা যখন কোটিপতি
কয়েকটা অনলাইন নিউজ পোর্টালের মাধ্যমে যতটুকু পড়লাম তা নিয়ে আমার বিশ্লেষণ -
অন্য দেশে মেয়ে তার ইচ্ছা অনুযায়ি ছেলে বেছে নিতে পারেন ।আমাদের দেশে শিক্ষিত হয়ে যেকোন কাজ করে জীবিকা নির্বাহ করা ছেলের কাছে কোন মেয়ের পরিবার তার মেয়েকে ফেরিওয়ালার কাছে তুলে দিবেন না ।কারন আমাদের সমাজের মেয়েররা নিজ ইচ্ছায় কোন ছেলে বেছে নিতে পারেন না।
সে সুযোগ এখনো আমাদের দেশে তৈরি হয়নি ।
কাজকে কোন ভাবেই ছোট করে দেখছি না। ছোট কাজ করার মানসিকতা আমাদের দেশে তৈরি হয়নি । অন্য দেশে যে কোন কাজ করার প্রেক্ষাপট আমার দেশের প্রেক্ষাপট ভিন্ন ।
সেখানে সমাজ এবং রাষ্ট্র এর সাথে সম্পর্ক আছে।যেকোন কাজ করা সম্মান জনক ।তার স্বীকৃতি আমাদের সমাজ এবং রাষ্ট্র দেয়নি।
যদি দেয়া হত ফেরিওয়ালা হয়ে একজন শিক্ষিতা ,রুচীশীল এবং সংষ্কৃতিমনা মেয়েকে বিয়ে করতে পারতাম ।
আমার যেকোন কাজের স্বীকৃতি আমাদের সমাজ দিবে না !
আমি শিক্ষিত বেকার যুবক ।সম্মান জনক কাজ খুজে না পেয়ে আমি রাস্তায় ফেরি করতে গেলাম ।আমার জীবিকা নির্বাহ হচ্ছে।আমি স্বনির্ভর ।
শিক্ষিত ফেরিওয়ালাকে কোন মেয়ের বাবা কি,-আমাকে কি তার মেয়েকে আমার হাতে তুলে দিবেন !!!
নিশ্চয় দিবেন না।
আজ
লিখন সাহেব কোটিপতি জেনেই অনেকে বিয়ের আগ্রহ দেখাচ্ছে !!! কারন
লিখনের ঢাকা শহরে দু’টি প্লট । এরমধ্যে একটি আবার অভিজাত এলাকা বসুন্ধরা রিভার ভিউতে। কক্সবাজারের ওশান গার্লের অষ্টম তলায় কোটি টাকা মূল্যের একটি ফ্ল্যাটও আছে তার।
লিখন যদি রাস্তায় ফেরি করত - কেউ আসবে বলে মনে হচ্ছে না।
লিখন সাহেবের মূল ম্যাসাজ হচ্ছে সব ধরনের কাজ করার মানসিকতা তৈরি করার জন্য লিখন সাহেব কোটিপতি হয়ে রাস্তায় ফেরি করছেন ।তিনি সমাজ পরিবর্তনের স্বপ্ন দেখছেন ।আমি আশাবাদী তিনি সফল হবেন । মানুষ ভাবতে ও ধারণ করতে শুরু করলেই পরিস্থিতির পরিবর্তন ঘটবে । এটা থাকবে না। শুরু হতে হবে এটাই জরুরি।
লিখন ভাইয়ের জন্য শুভ কামনা
১৮ ই এপ্রিল, ২০১৬ বিকাল ৪:১৬
এডওয়ার্ড মায়া বলেছেন: যেকোন কাজ করা সম্মান জনক ।তার স্বীকৃতি আমাদের সমাজ এবং রাষ্ট্র দেয়নি।
যদি দেয়া হত ফেরিওয়ালা হয়ে একজন শিক্ষিতা ,রুচীশীল এবং সংষ্কৃতিমনা মেয়েকে বিয়ে করতে পারতাম ।
লিখন ভাইয়ের জন্য শুভ কামনা।
১৮ ই এপ্রিল, ২০১৬ বিকাল ৪:১৭
এডওয়ার্ড মায়া বলেছেন: ধন্যবাদ ভাইয়া
২| ১৮ ই এপ্রিল, ২০১৬ বিকাল ৪:১১
মোহাম্মদ রাহীম উদ্দিন বলেছেন: শুভ কামনা !
১৮ ই এপ্রিল, ২০১৬ বিকাল ৪:১৯
এডওয়ার্ড মায়া বলেছেন: পরিবর্তন আসুক ।
ধ্ন্যবাদচ রাহীম ভাই
৩| ১৮ ই এপ্রিল, ২০১৬ বিকাল ৪:৪৬
নেক্সাস বলেছেন: দিলেন তো জায়গামত বাঁশ। এই খবরটা ফেইসবুকে ভাইরাল হওয়ার পর দেখলেম অনেক ভাই,আপা লিখনকে অভিনন্দন, ধন্যবাদ, সাধুবাদ জানিয়ে লাইক কমেন্ট দিচ্ছে। কিন্তু ধরুন লিখনের মত এই রকম আরেকটি যুবক শিক্ষিত ফেরিওয়ালা, বাদ দিলাম ফেরিওয়ালা ধরেন একটা দোকান করে কিন্তু কোন ফ্ল্যাট বা প্লট নাই। তাহলে যদি কোন আপা তাকে বিয়ে করতে চাইবেনা, কোন ভাই তার কাছে বোন বিয়ে দিবেনা, কোন বাবা/মা মেয়ে বিয়ে দিবেনা।
আসলে আমরা যা বলি বা করি সব নিচক ভন্ডামী। লিখন তোমাকে আমি সাধুবাদ জানালাম না, কারণ তুমি এদেশে নষ্ট সমাজের মত নিজেকে সাজাতে পারনি। তবে এটা সত্য আমরা বিদেশে গিয়ে সেফটি ট্যাংক পরিস্কার করি কিন্তু দেশে এসে কাজের শ্রেনীবিভাগ করি, মেথর দারোয়ান বলে মানুষ কে গালি দিই।
১৮ ই এপ্রিল, ২০১৬ রাত ১০:০০
এডওয়ার্ড মায়া বলেছেন: লিখন পরিবর্তন চায় ।যেহেতু সে শুরু করতে পেরেছে তাকে নিরাশ করব না।আপাতত লিখন সাহেবের জীবন গল্প শুনে - " লিখন একটি বেকার যুবকদের অনুপ্রেরনার নাম !!! সে এগিয়ে যাক ।
নেক্সাস দা আপনার গঠনমূলক মন্তব্যের জন্য আন্তরিক ধন্যবাদ ।
ভাল আছেন নিশ্চয় ।অনেক অনেক দোয়া রইল
৪| ১৮ ই এপ্রিল, ২০১৬ বিকাল ৫:০৪
হামিদ আহসান বলেছেন: ফুটপাতে চা বিক্রি করে মাসে লক্ষাধিক টাকা ইনকাম করে এমন একজনকে অামি চিনি৷ কিন্তু শিক্ষিত ছেলেরা বিশ হাজার টাকা মাসের চাকরি করলেও সেই ব্যবসা করতে রাজি হবে না৷ অার করলেও শিক্ষিত কোনো মেয়ে তাকে বিয়ে করবে না৷ অাপনার সাথে একমত .......
১৮ ই এপ্রিল, ২০১৬ রাত ১০:১৩
এডওয়ার্ড মায়া বলেছেন: আপনি ঠিক বলেছেন হামিদ ভাই -
ফুটপাতে চা বিক্রি করে মাসে লক্ষাধিক টাকা ইনকাম করে এমন একজনকে অামি চিনি৷ কিন্তু শিক্ষিত ছেলেরা বিশ হাজার টাকা মাসের চাকরি করলেও সেই ব্যবসা করতে রাজি হবে না৷
রাষ্ট্রকেই সব ধরনের কাজ করার মানসিকতা তৈরির সুযোগ করে দিতে হবে ।ব্যাক্তি পর্যায়ে আমাদের দেশে ইহা সম্ভব না।
মন্তব্যে আন্তরিক ধন্যবাদ হামিদ ভাই ।
৫| ১৮ ই এপ্রিল, ২০১৬ বিকাল ৫:২৪
যোগী বলেছেন:
লিখন একটা খুব ভুল পথে সমাজ পরিবর্তনের চিন্তা করছে। সে আসলে আমাদের সমাজের সমস্যাটাই ধরতে পারেনি। আমাদের সমাজ পরিবর্তন করতে হলে শুধু করাপশন কে জিরো লেভেলের কাছা কাছি নিয়ে আসতে হবে আর কিছুই করা লাগবে না। সব কিছু আপনা আপনিই ঠিক হয়ে যাবে। সমাজে করাপশন না থাকলে মানুষে মানুষের ইনকাম লেভেল চলে আসবে খুব কাছা কাছি। তখন মানুষ কোন পেশাকেই খুব বেশি ছোট বড় করে দেখবে না।
আর সমাজে করাপশন থাকলে শ্রেনী ব্যাবধান কখনোই যাবে না।
১৮ ই এপ্রিল, ২০১৬ রাত ১০:৩৫
এডওয়ার্ড মায়া বলেছেন: যোক্তিক কথা ।
আমাদের সমাজ পরিবর্তন করতে হলে শুধু করাপশন কে জিরো লেভেলের কাছা কাছি নিয়ে আসতে হবে আর কিছুই করা লাগবে না। সব কিছু আপনা আপনিই ঠিক হয়ে যাবে।
এটা শুরু হয়ে গেলেই শ্রেনী বৈষম্য দূর হয়ে যাবে।
আন্তরিক ধন্যবাদ যোগী দা
৬| ১৮ ই এপ্রিল, ২০১৬ বিকাল ৫:২৯
ফেরদৌসা রুহী বলেছেন: যা বলছেন তাই, সে কাজ যাই করুক না কেন তার অনেক পয়সা। তাই আফারা বিবাহ করতে আগ্রহী।
টাকা নাই কিছুই নাই। এটাই বাস্তবতা।
১৮ ই এপ্রিল, ২০১৬ রাত ১০:৪২
এডওয়ার্ড মায়া বলেছেন: আফা -
আমার বাপে লুজ্ঞি পড়ে সব যায়গায় যায় ।এমনকি গ্রাম থেকে ঢাকায় ।এ নিয়ে মাঝে মাঝে আমি আপত্তি করি -
বাপ কয় - চেনা বামনের পৈতা লাগে না
কোটিপতি ফেরিওয়ালা হইলেও সে কোটিপতি -ফেরিওয়ালা না হইলেও সে কোটিপতি ।
ধন্যবাদ আপু ।
৭| ১৮ ই এপ্রিল, ২০১৬ রাত ৮:২৪
মারুফ তারেক বলেছেন: উনাকে আমি প্রায় দিনই দেখি ধানমন্ডি কেএফসির পাশে।
শেয়ার করার জন্য ধন্যবাদ।
১৮ ই এপ্রিল, ২০১৬ রাত ১০:৪৪
এডওয়ার্ড মায়া বলেছেন: দামি এলাকায় তাহার ব্যাবসা
ধন্যবাদ ভাই
৮| ১৮ ই এপ্রিল, ২০১৬ রাত ৮:৪১
কথাকথিকেথিকথন বলেছেন: ভাল বলেছেন । তবে লিখন সাহেবের ভাবনার প্রতিফলন ঘটুক ।
১৮ ই এপ্রিল, ২০১৬ রাত ১০:৫৫
এডওয়ার্ড মায়া বলেছেন: আমিও চাই -
মানুষ ভাবতে ও ধারণ করতে শুরু করলেই পরিস্থিতির পরিবর্তন ঘটবে । শুরু হতে হবে এটাই জরুরি।
লিখন সাহেবের জন্য শুভ কামনা
ধন্যবাদ আপু।
৯| ১৮ ই এপ্রিল, ২০১৬ রাত ১০:১৪
আহমেদ জী এস বলেছেন: এড্ওয়াড মায়া ,
লিখন সাহেব সম্পর্কে আমার কিছু জানা নেই । বুঝতে পারছি তিনি আগে কোটিপতি, পরে ফেরীওয়ালা । ফেরীওয়ালা থেকে কোটিপতি নন । তাই তিনি বোধহয় "ফ্যান্টাসী" করছেন ।
উপরে সহ-ব্লগার যোগীর সাথে এব্যাপারে একমত ।
আর সহ-ব্লগার হামিদ আহসান যা বলেছেন তা-ই বাস্তব ।
১৮ ই এপ্রিল, ২০১৬ রাত ১১:০০
এডওয়ার্ড মায়া বলেছেন: জী এস দা -
মূল নিউজ দিলাম ,পড়েন প্লিজ
মন্তব্যে আন্তরিক ধন্যবাদ দাদা
১০| ১৯ শে এপ্রিল, ২০১৬ দুপুর ১:৪২
নূর মোহাম্মদ নূরু বলেছেন: বাস্তবতা আর কল্পনার জগত যোজন যোজন দূরত্বে!
সবাই রুঢ় বাস্তবকে মেনে নিতে পারেনা, এটাই বাস্তবতা।
১৯ শে এপ্রিল, ২০১৬ রাত ১০:১১
এডওয়ার্ড মায়া বলেছেন: কথাটা কোট করে রাখলাম -
দারুন বলেছেন -
বাস্তবতা আর কল্পনার জগত যোজন যোজন দূরত্বে!
সবাই রুঢ় বাস্তবকে মেনে নিতে পারেনা, এটাই বাস্তবতা।
অনেক অনেক ধন্যবাদ নূরু ভাই ।
১১| ১৯ শে এপ্রিল, ২০১৬ দুপুর ১:৫০
চিত্রনাট্য বলেছেন: দিলদার সাহেব , কাজ শুরু করার আগেই বিয়ে করার চিন্তা ! আগেই ভেবে বসে থাকে যদি বিয়ে করতে পারবো তো তাহলে তো চিন্তাই ৷
১৯ শে এপ্রিল, ২০১৬ রাত ১০:১৪
এডওয়ার্ড মায়া বলেছেন: ভাই চিন্তা ত করতে হবেই-
ভাল চাকরী খোজছি -ভাল বউ পাবার আশায়
শুধু বেঁচে থাকার জন্য এত কিছু দরকার ছিল না ।গাছ তলাই যথেষ্ট
১২| ০২ রা মে, ২০১৬ দুপুর ১:২৭
রাঙা মীয়া বলেছেন: যোগী সহমত
১৬ ই মে, ২০১৬ সকাল ১১:০০
এডওয়ার্ড মায়া বলেছেন: লাইক রাঙ্গা মিয়া
©somewhere in net ltd.
১| ১৮ ই এপ্রিল, ২০১৬ বিকাল ৪:১১
বঙ্গভূমির রঙ্গমেলায় বলেছেন:
লিখন ভাইয়ের জন্য শুভ কামনা।