নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
অসহ্য জীবনের ব্যথা
সাকসেস কিড, তোমার সাফল্যের পিছনে কী রহস্য?
সোশ্যাল মিডিয়ায় ‘সাকসেস’-এর মেমে হিসেবে সব থেকে বেশি ব্যবহৃত হয়েছে এই ছবি। গুগল ইমেজ-এ ‘সাকসেস কিড’ লিখে সার্চ দিলে এই ছবিটিই বিভিন্ন এবং বিচিত্র বিভঙ্গে উপচে ওঠে।
জানা যাচ্ছে, ছবির শিশুটি মোটেই হাত মুঠো করে তার সফল্যকে সেলিব্রেট করছে না। শিশুটির নাম স্যাম। ছবিটি যখন তোলা হয়, তখন তার ১১ মাস বয়স। মায়ের সঙ্গে সমুদ্রের ধারে বেড়াতে গিয়েছিল সে। সমুদ্রতীরে পা রেখেই একমুঠো বালি তুলে নেয় স্যাম। তার পরে সেই মুঠো-ভর্তি বালি মুখে পুরতে উদ্যত হয়। মায়ের বকুনি, বালি খাওয়ার ধনুকভাঙা পণ ইত্যাদি মিলিয়ে যে অনির্বচনীয় অভিব্যক্তি ফুটে ওঠে, তাকেই ক্যামেরা-বন্দি করেন মা। তার পরে সেই ছবি সোশ্যাল মিডয়ায় পোস্ট হলে তা দাবানল হয়ে ছড়িয়ে যায়।
ভাল করে লক্ষ করলে স্যামের হাতে-মুখে বালি দেখতে পাওয়া যায় এই ছবিতে। কিন্তু ঘাড়ে ‘সাকসেস’-এর ট্যাগ চড়ে গেলে আর অন্য কিছু মাথায় থাকে নাকি!
তথ্য সংগ্রহ ঃ- এবেলা
০৭ ই মে, ২০১৬ দুপুর ১২:২৭
এডওয়ার্ড মায়া বলেছেন: ধন্যবাদ ভাইয়া ।
২| ০১ লা মে, ২০১৬ বিকাল ৫:২৬
গেম চেঞ্জার বলেছেন: মনে মনে খুঁজছিলাম এই বালকের ব্যাপারটা....
আপনারে ধইন্যা!!!
০৭ ই মে, ২০১৬ দুপুর ১২:২৮
এডওয়ার্ড মায়া বলেছেন: মন্তব্যে আন্তরিক ধন্যবাদ ভ্রাতা
৩| ০১ লা মে, ২০১৬ সন্ধ্যা ৬:৪২
এইচ তালুকদার বলেছেন: এডওয়ার্ড মায়ার দিস ইজ মাই লাইফ গানটা খুব পছন্দ করি।
০৭ ই মে, ২০১৬ দুপুর ১২:৩২
এডওয়ার্ড মায়া বলেছেন: ধন্যবাদ ভাইয়া ।এই নেন আবার শুনেন
৪| ০১ লা মে, ২০১৬ সন্ধ্যা ৬:৪৪
ইমরাজ কবির মুন বলেছেন:
haha
০৭ ই মে, ২০১৬ দুপুর ১২:৩৩
এডওয়ার্ড মায়া বলেছেন: অনেক ধন্যবাদ মুন
৫| ০১ লা মে, ২০১৬ সন্ধ্যা ৬:৫০
নতুন বলেছেন:
০৭ ই মে, ২০১৬ দুপুর ১২:৩৪
এডওয়ার্ড মায়া বলেছেন: ধন্যবাদ নতুন দা
৬| ০১ লা মে, ২০১৬ সন্ধ্যা ৭:৪৯
আরণ্যক রাখাল বলেছেন: আমিও এই পিক ইউজ করছি!
০৭ ই মে, ২০১৬ দুপুর ১২:৩৫
এডওয়ার্ড মায়া বলেছেন: ধন্যবাদ আরণ্যক ।
৭| ০২ রা মে, ২০১৬ বিকাল ৫:১০
অজানা দার্শনিক বলেছেন: ইয়ে ... ভাই ...
Meme শব্দটার উচ্চারণ 'মেমে' না ... এটার উচ্চারণ হলো 'মিম' ...
০৭ ই মে, ২০১৬ দুপুর ১২:৩৬
এডওয়ার্ড মায়া বলেছেন: আচ্ছা ভাই ।
ধন্যবাদ
৮| ০২ রা মে, ২০১৬ সন্ধ্যা ৬:০৮
হাসান মাহবুব বলেছেন: হাহা! দারুণ কাহিনী।
০৭ ই মে, ২০১৬ দুপুর ১২:৩৭
এডওয়ার্ড মায়া বলেছেন: আন্তরিক ধন্যবাদ হামা ভাই
৯| ০২ রা মে, ২০১৬ সন্ধ্যা ৬:৩১
তামান্না তাবাসসুম বলেছেন: হাহাহা, ইন্টারেস্টিং কিছু জানলাম। ধন্যবাদ।
০৭ ই মে, ২০১৬ দুপুর ১২:৩৮
এডওয়ার্ড মায়া বলেছেন: মন্তব্যে আন্তরিক ধন্যবাদ তামান্না
১০| ০২ রা মে, ২০১৬ সন্ধ্যা ৬:৩৭
জাগরিত নিদ্রা বলেছেন: usage never sense the position.
০৭ ই মে, ২০১৬ দুপুর ১২:৩৯
এডওয়ার্ড মায়া বলেছেন: হা হা
সবাই এক্টু ভিন্ন ভাবে ইউজ করতে দেখেছি।
ধন্যবাদ
১১| ০২ রা মে, ২০১৬ রাত ১০:২৩
উল্টা দূরবীন বলেছেন: এতোদিন এটাকে সাকসেসের মিমি হিসেবেই জানতাম।
০৭ ই মে, ২০১৬ দুপুর ১২:৪১
এডওয়ার্ড মায়া বলেছেন: ধন্যবাদ ভাই
১২| ০২ রা মে, ২০১৬ রাত ১০:২৮
বঙ্গভূমির রঙ্গমেলায় বলেছেন:
অজানা বিষয় জানলাম।
ধইন্যবাদ আপনাকে।
০৭ ই মে, ২০১৬ দুপুর ১২:৪২
এডওয়ার্ড মায়া বলেছেন: মন্তব্যে আপ্নাকেও আন্তরিক ধন্যবাদ ভাই
১৩| ০৩ রা মে, ২০১৬ রাত ১১:৫৫
রোদেলা বলেছেন: বালি খাইতে উদ্যত-এইটা কি কম সাকসেস?
০৭ ই মে, ২০১৬ দুপুর ১২:৪৩
এডওয়ার্ড মায়া বলেছেন: হা হা
মজা পাইলাম আপু
ধন্যবাদ
১৪| ১১ ই জুলাই, ২০১৬ সকাল ৯:৫৫
ঢে্উটিন বলেছেন: দারুন গল্প তো।
২৩ শে জুলাই, ২০১৬ রাত ৮:২৯
এডওয়ার্ড মায়া বলেছেন: ধার করা মাল !!
ধন্যবাদ
১৫| ২৩ শে জুলাই, ২০১৬ বিকাল ৪:২৫
দৃষ্টিসীমানা বলেছেন: বাহ ।
২৩ শে জুলাই, ২০১৬ রাত ৮:৩০
এডওয়ার্ড মায়া বলেছেন: ধন্যবাদ হে দৃষ্টিসীমানা
১৬| ২৩ শে জুলাই, ২০১৬ বিকাল ৪:৪১
ক্লে ডল বলেছেন: হা হা হা! তাইত! হাতে বালি দেখা যাচ্ছে!
২৩ শে জুলাই, ২০১৬ রাত ৮:৩২
এডওয়ার্ড মায়া বলেছেন: ধন্যবাদ ক্লে ডল
১৭| ১৭ ই আগস্ট, ২০১৬ রাত ৯:০২
গিয়াস উদ্দিন লিটন বলেছেন: অথচ আসল না জেনেই , নানা রকম ডায়লগ লাগিয়ে ছবিটির যথেচ্ছ ব্যবহার হচ্ছে ।
১৭ ই আগস্ট, ২০১৬ রাত ৯:১০
এডওয়ার্ড মায়া বলেছেন: ঠিক ।
ধন্যবাদ লিটন দা
©somewhere in net ltd.
১| ০১ লা মে, ২০১৬ বিকাল ৫:০৯
রাঙা মীয়া বলেছেন: ভাল বলেছেন