নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

পৃথিবীর সবচাইতে নির্মম সত্য,এবং একই সাথে সবচেয়ে সস্তা বাস্তবতা উপরওয়ালা যা করে,তা মানুষের ভালোর জন্যেই করে

এডওয়ার্ড মায়া

অসহ্য জীবনের ব্যথা

এডওয়ার্ড মায়া › বিস্তারিত পোস্টঃ

যারা জানেন না তাদের জন্য ।পন্ডিত রা ১০০ হাত দূরে থাকুন !

২৯ শে সেপ্টেম্বর, ২০১৬ রাত ৯:২৪

বিয়ের আংটি কেন অনামিকা আঙ্গুলে পরা হয় ???


চাইনীজ ব্যাখ্যা মতে -হাতের পাঁচটি আঙুল পরিবারের সম্পর্কে নির্দেশ করে ।
বৃদ্ধাঙ্গুলী (প্রথম আঙুল)- পিতা-মাতা
তর্জনী (দ্বিতীয় আঙুল)- ভাই-বোন
মধ্যমা (তৃতীয় আঙুল)- নিজেকে
অনামিকা (চতুর্থ আঙুল)- জীবন সঙ্গী (স্বামী/স্ত্রী) কে
কনিষ্ঠা (পঞ্চম আঙুল)- সন্তানদের কে

কেন বিয়ের আংটি অনামিকা আঙুলে !!!


চীনা মতবাদনুসারে -
পাঁচ আঙুলের সঙ্গে জীবনের পাঁচ গুরুত্বপূর্ণ সম্পর্ক জড়িয়ে থাকার ইঙ্গিত রয়েছে।



উপরের ছবিটার দিকে তাকান ।
এবার পড়ুন
আপনার আঙ্গুলকে এই পজিশনে রাখলে আপনি আপনার বৃদ্ধাঙ্গুলী কে আলাদা করতে পারবেন না। তার মানে হচ্ছে এক সময় আপনার বাবা-মা আপনার থেকে আলাদা হয়ে যাবে l সেই একই ভাবে আপনি আপনার তর্জনীয় আলাদা করতে পারবেন ,সো দেখা যাচ্ছে আপনার ভাইবোনও আপনার থেকে আলাদা হয়ে যেতে পারে lএবার আপনার কনিষ্ঠ আঙ্গুল যার মানে আপনার সন্তানও আপনার থেকে আলাদা হয়ে যেতে পারে l এই অবস্থায় আপনি আপনার অনামিকা আঙ্গুলটাকে আলাদা করার চেষ্টা করুন, দেখবেন অনামিকাকে আলাদা করা যাচ্ছে না l
অনামিকাকে আলাদা করার চেষ্টা করলে দেখা যায়, অনামিকা আঙুলে প্রভাব পড়ছে ।
আলাদা করার চেষ্টা করলে পরিবারে সুখ শান্তি বিনষ্ট হয় ।
এই কারনেই সারাজীবন একসাথে থাকার শপথ নিয়ে অনামিকা আঙুলে আংটি পড়ানো হয় ।
নীচের দেড় মিনিটের ভিডিও থেকে ব্যাপারটা আরো ক্লীয়ার বোঝতে পারবেন -



ধন্যবাদ সবাইকে
তথ্য সংগ্রহ - ইন্টারনেট

মন্তব্য ১২ টি রেটিং +৪/-০

মন্তব্য (১২) মন্তব্য লিখুন

১| ২৯ শে সেপ্টেম্বর, ২০১৬ রাত ১১:৩১

প্রামানিক বলেছেন: সুন্দর পোষ্ট।

০২ রা অক্টোবর, ২০১৬ দুপুর ১:২৮

এডওয়ার্ড মায়া বলেছেন: ধন্যবাদ দাদা ।
ভাল থাকুন ,সুস্থ থাকুন

২| ৩০ শে সেপ্টেম্বর, ২০১৬ সকাল ৯:৫২

রক্তিম দিগন্ত বলেছেন:
এই অবস্থায় আপনি আপনার অনামিকা আঙ্গুলটাকে আলাদা করার চেষ্টা করুন, দেখবেন অনামিকাকে আলাদা করা যাচ্ছে না l
অনামিকাকে আলাদা করার চেষ্টা করলে দেখা যায়, অনামিকা আঙুলে প্রভাব পড়ছে ।


এই বাক্য কয়টার মর্মার্থ বুঝিনি।

০২ রা অক্টোবর, ২০১৬ দুপুর ২:৪৫

এডওয়ার্ড মায়া বলেছেন: দাদা শুভেচ্ছা জানবেন।
কিছু জিনিস প্রাক্টিকেলি দেখালে ক্লীয়ার হওয়া যায় ,লেখা দিয়ে এক্সপ্লেইন করা এক্টু কঠিন ।

ছবিতে দেখানো আঙ্গুল গুলো যখন ওই পজিশনে রাখবেন ,দেখবেন অনামিকা আঙ্গুল কে আলাদা করতে পারছেন ।যখনি আলাদা করতে যাচ্ছেন দেখবেন আঙুল গুলো যে পজিশনে থাকার কথা ছিল সেই ভাবে রাখা যাচ্ছে না।
আপনি ভিডিও টা দেখে নিতে পারেন।
ধন্যবাদ দাদা ।

৩| ৩০ শে সেপ্টেম্বর, ২০১৬ বিকাল ৩:৪৪

বিলিয়ার রহমান বলেছেন: সুন্দর পোষ্ট।

০২ রা অক্টোবর, ২০১৬ দুপুর ২:৪৭

এডওয়ার্ড মায়া বলেছেন: ধন্যবাদ ভাইয়া ।
ভাল থাকবেন ।

৪| ০৩ রা অক্টোবর, ২০১৬ রাত ৯:০০

নেক্সাস বলেছেন: ভাল জিনিস জানলাম দিলদার ভাই

০৫ ই অক্টোবর, ২০১৬ রাত ৯:৫২

এডওয়ার্ড মায়া বলেছেন: আন্তরিক ধন্যবাদ নেক্সাস দা ।
ভাল থাকবেন।

৫| ২৬ শে ডিসেম্বর, ২০১৬ ভোর ৬:১৫

সোহানী বলেছেন: জানতাম না তবে পশ্চিমা বিস্বে এসে বুঝেছি অনামিকায় আংটি না পরা পানে আপনি অবিবাহিত। তাই দেশে আংটি না পড়লেও এখানে সবসময় অনামিকায় আংটিরাখি।

২৬ শে ডিসেম্বর, ২০১৬ রাত ১১:৫২

এডওয়ার্ড মায়া বলেছেন: আমিও জানলাম পশ্চিমা বিশ্বে অনামিকায় আংটি না পরা পানে আপনি অবিবাহিত ;)
ধন্যবাদ আপু ।
বিজয়ের জানবেন ।

৬| ২৫ শে সেপ্টেম্বর, ২০১৭ সন্ধ্যা ৬:১৪

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: ভালো লাগলো অজানাকে জেনে। সুন্দর পোষ্ট ছিল।

২৫ শে সেপ্টেম্বর, ২০১৭ রাত ৯:৩০

এডওয়ার্ড মায়া বলেছেন: ধন্যবাদ নয়ন সাব

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.