নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

পৃথিবীর সবচাইতে নির্মম সত্য,এবং একই সাথে সবচেয়ে সস্তা বাস্তবতা উপরওয়ালা যা করে,তা মানুষের ভালোর জন্যেই করে

এডওয়ার্ড মায়া

অসহ্য জীবনের ব্যথা

এডওয়ার্ড মায়া › বিস্তারিত পোস্টঃ

গল্পের নাম ছিল না

০৪ ঠা অক্টোবর, ২০১৬ রাত ১২:৩০




বিশ্বামিত্রের তপস্যা ভঙ্গ করতে দেবরাজ ইন্দ্র অপ্সরা মেনকাকে প্রেরণ করেন। মেনকা কাজে সফল হন। রূপ ও লাবণ্যের মোহে বিশ্বামিত্র বিচলিত হন। সংযম হারিয়ে তিনি মেনকার সাথে শারীরিক সম্পর্ক স্থাপন করেন।

আমাদের জীবন একটু এলোমেলো করে দেয়ার জন্য শত অপ্সরা মেনকা আসে ।যে জীবন শুধুই প্রশ্ন করে -
সব কাজ তুচ্ছ হয়,-পণ্ড মনে হয়,
সব চিন্তা – প্রার্থনায় সকল সময়
শূন্য মনে হয়,
শূন্য মনে হয় !
অরুনিমা পার্থকে বিয়ে করল না।অথচ পার্থ অরুনিমাকে সময় দিয়েছে সে যতটা চেয়েছে ততটা ।
ফুটপাতে দাঁড়িয়ে ভেলপুরি , হাটতে হাটতে হঠাৎ বৃষ্টিতে আটকে যাওয়া কোন দোকানে বসে চা খাওয়া ।পুরনো ঢাকার গ্রান্ড নবাব বিরিয়ানী ।
দূর্দান্ত সময় পেয়েছিল অরু ।
পারিবারিক মর্যাদায় অরুনিমা ,পার্থদের নীচের স্তরেই ছিল ।
অরুর বাবা পৃথবীর কোন এক প্রান্তে বসে কঠিন অধ্যাবসায় করা এক ছেলের সাথে বিয়ে দিয়ে দিল।
যে ছেলে জানেই না জ্যোৎস্না রাতে গল্প করতে হয়।হাই পেলে চা খেতে হয় ।
অরু কিভাবে পারল !!একদা যে অরু বলেছিল - আজ সুন্দর চাঁদ উঠেছে দেখ !
পার্থ আর কিছু ভাবতে পারে না।
পাঞ্জাবীর ডান পকেট থেকে সস্তা দামের সিগারেট বের করে হাটতে থাকে ।

আলো –অন্ধকারে যাই- মাথার ভিতরে
স্বপ্ন নয়,- কোন এক বোধ কাজ করে !
স্বপ্ন নয়- শান্তি নয়-ভালোবাসা নয়,
হৃদয়ের মাঝে এক বোধ জন্ম লয়!
আমি তারে পারি না এড়াতে,
সে আমার হাত রাখে হাতে;
সব কাজ তুচ্ছ হয়,-পণ্ড মনে হয়,
সব চিন্তা – প্রার্থনায় সকল সময়
শূন্য মনে হয়,
শূন্য মনে হয় !


(কবিতার লাইন জীবনবাবুর বোধ )



মন্তব্য ১০ টি রেটিং +২/-০

মন্তব্য (১০) মন্তব্য লিখুন

১| ০৪ ঠা অক্টোবর, ২০১৬ রাত ২:০৮

রক্তিম দিগন্ত বলেছেন:
গল্প ভাল লাগেনি। :(

০৪ ঠা অক্টোবর, ২০১৬ বিকাল ৪:৫৯

এডওয়ার্ড মায়া বলেছেন: আচ্ছা ।
আপনাকে ধন্যবাদ ড়ক্তিম ডিগন্ত :)

২| ০৪ ঠা অক্টোবর, ২০১৬ সকাল ১০:১৬

বিলিয়ার রহমান বলেছেন: ভালো লিখেছেন।

০৪ ঠা অক্টোবর, ২০১৬ বিকাল ৫:১০

এডওয়ার্ড মায়া বলেছেন: ধন্যবাদ ভাইয়া ।
শুভেচ্ছা জানবেন ।

৩| ০৪ ঠা অক্টোবর, ২০১৬ সন্ধ্যা ৭:৫১

ফরিদ আহমদ চৌধুরী বলেছেন: আমার কিন্তু ভালো লেগেছে।

০৫ ই অক্টোবর, ২০১৬ রাত ৯:৪২

এডওয়ার্ড মায়া বলেছেন: ধন্যবাদ ফরিদ কাকু ;)

৪| ০৫ ই অক্টোবর, ২০১৬ দুপুর ১২:০৮

দিশেহারা রাজপুত্র বলেছেন: গল্প হিসেবে না হলেও লেখাটা ভালো। মন কেমন করা। আর এটা মনে হয় গল্প নয়! গল্পের মতো। তাই তো, ভাইয়া?

০৫ ই অক্টোবর, ২০১৬ রাত ৯:৪৬

এডওয়ার্ড মায়া বলেছেন: লেখার চেষ্টা করছি । কি হইয়েছে জানি না ।
শুভেচ্ছা শুভ্র । ভাল আছ নিশ্চয় ।
ধন্যবাদ

৫| ১৯ শে অক্টোবর, ২০১৬ সন্ধ্যা ৬:৫৮

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: খারাপ লাগেনি , ভালই !!!

৬| ২৯ শে আগস্ট, ২০১৭ সকাল ১০:০৮

সুমন কর বলেছেন: নামহীন গল্প, ভালো লাগল।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.