নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

পৃথিবীর সবচাইতে নির্মম সত্য,এবং একই সাথে সবচেয়ে সস্তা বাস্তবতা উপরওয়ালা যা করে,তা মানুষের ভালোর জন্যেই করে

এডওয়ার্ড মায়া

অসহ্য জীবনের ব্যথা

এডওয়ার্ড মায়া › বিস্তারিত পোস্টঃ

তারুণ্যের পাগলামি (মানেকেন চ্যালেঞ্জ ) #MannequinChallenge

১১ ই ডিসেম্বর, ২০১৬ বিকাল ৩:৪১

তরুণ তরুণীরা পাগলামোর মধ্যে দিয়ে তাদের প্রতিভা প্রকাশ করতে পছন্দ করে ।সোস্যাল নেটওয়ার্কে তারুণ্যের আরেক পাগলামি নাম মানেকেন চ্যালেঞ্জ (Mannequin Challenge) ।
মানেকেন মানে - পোশাক প্রদর্শেনর উদ্দেশ্যে ব্যবহৃত যে মোম বা কাঠের মূর্তি দোকানে সাজিঁয়ে রাখা হয় ।

মানেকেন চ্যালেঞ্জ একটি ভাইরাল ইন্টারনেট ভিডিও প্রবণতা যেখানে মানুষ মোম বা কাঠের মূর্তি মত যে যেখানে যে অবস্থানে আছে সেভাবে নিথর থাকতে হয় এবং ক্যামেরা দিয়ে ভিডিও করা হয় ।সেই ভিডিও ব্যাকগ্রাউন্ডে Rae Sremmurd - Black Beatles গান বাজানো হয় । পরে ফেসবুক অথবা Instagram জনপ্রিয় সামাজিক যোগাযোগ মিডিয়া প্লাটফর্মে হ্যাশট্যাগ ( #MannequinChallenge ) দিয়ে পাবলিশড করে ।

মানেকেন চ্যালেঞ্জ শুরু হয়েছিল 12 অক্টোবর, 2016 ফ্লোরিডা র জ্যাকসনভিল্লের ছাত্রদের দ্বারা ।বলা হয়েছে এই ভিডিও দ্বারা বিভিন্ন কাজের গ্রুপ ,পেশাদার ক্রিড়াবিদ অনুপ্রাণিত হয়েছে ।

আমাদের দেশে ছেলেমেয়ে এখনো মানেকেন চ্যালেঞ্জ নিয়ে পাগলামী করতে দেখতে পাইনি ।পশ্চিমা বিশ্বের ছেলেমেয়েদের অনুসরণ করে আমাদের দেশে পৌছতে কতক্ষন ?
চলেন , এবার পাগলামী দেখি মানে মানেকেন চ্যালেঞ্জ



এইরে
দেশেও শুরু হয়ে গেছে -নেট ঘেটে পাইলাম ।








তবে দেশের মানেকেন চ্যালেঞ্জ ওয়ালারা রুলস মানে নাই ।যার যার ইচ্ছামত ব্যাকগ্রাউন্ড মিউজিক দিছে ।

ধন্যবাদ সবাই কে।










মন্তব্য ২৬ টি রেটিং +৩/-০

মন্তব্য (২৬) মন্তব্য লিখুন

১| ১১ ই ডিসেম্বর, ২০১৬ সন্ধ্যা ৬:০৩

সুমন কর বলেছেন: নতুন জিনিসের সাথে পরিচয় করিয়ে দেবার জন্য ধন্যবাদ। দেশেরটা তো ভালোই হয়েছে।

১১ ই ডিসেম্বর, ২০১৬ সন্ধ্যা ৭:৩১

এডওয়ার্ড মায়া বলেছেন: দেশের গুলা আমার কাছে ভাল্লাগছে কিন্তু ব্যাকগ্রাউন্ড মিউজিক এক্টার বাজে হইছে ।
ধন্যবাদ সুমন দা

২| ১১ ই ডিসেম্বর, ২০১৬ রাত ৯:০৭

কালীদাস বলেছেন: হা হা, দেশের এই অগ্রগতিটা জানতাম না =p~ বিয়াফুক জিনিষ দেখা যায় :)

১৩ ই ডিসেম্বর, ২০১৬ রাত ১১:১৪

এডওয়ার্ড মায়া বলেছেন: জিনিসটা আমার কাছে নতুন কালী দা।যা জেনেছি তা প্রিয় যায়গায় এসে শেয়ার করলাম ।
ধন্যবাদ প্রিয় ব্লগার ।
ভাল থাকবেন।

৩| ১১ ই ডিসেম্বর, ২০১৬ রাত ৯:২৪

দিশেহারা রাজপুত্র বলেছেন: শেষেরটা দেইখে আমার খিদে লাগছে।

১৩ ই ডিসেম্বর, ২০১৬ রাত ১১:১৬

এডওয়ার্ড মায়া বলেছেন: খিদা মিটিয়ে ফেলা দরকার শুভ্র :)
খিদে বেশিক্ষন রাখতে নেই।

৪| ১২ ই ডিসেম্বর, ২০১৬ বিকাল ৫:১২

অগ্নি সারথি বলেছেন: ভিড্যু দেকতারলাম না নয় বিষয়ডা কি সেইডা জানলাম পত্তুম বার। ধইন্যাপাতা লন।

১৩ ই ডিসেম্বর, ২০১৬ রাত ১১:১৮

এডওয়ার্ড মায়া বলেছেন: আপনার কমেন্টস পড়ে আমার দাঁত ভেঙ্গে গেছে ।দাঁতের চিকিৎসা করতে যাচ্ছি :)

৫| ১৫ ই ডিসেম্বর, ২০১৬ রাত ১:০১

চাঁদগাজী বলেছেন:



এগুলোর পেছনে অনেক ফ্যাক্টর; একটা ফ্যাক্টর হলো, এসব ছেলেমেয়ারা অর্থনৈতিক দিক থেকে স্বাধীন; একই সময়ে, সমাজ এদের থেকে তেমন কইছু দাবী করছে না; কারণ, সমাজ এখনো সমস্যায় প্রবেশ করেনি

১৫ ই ডিসেম্বর, ২০১৬ সন্ধ্যা ৬:২৯

এডওয়ার্ড মায়া বলেছেন: সত্য বলেছেন।
ধন্যবাদ কাকু ।ভাল থাকবেন।

৬| ১৫ ই ডিসেম্বর, ২০১৬ রাত ১:০৫

সায়েদা সোহেলী বলেছেন: আমাদের দেশে ছেলেমেয়ে এখনো মানেকেন চ্যালেঞ্জ নিয়ে পাগলামী করতে দেখতে পাইনি ।পশ্চিমা বিশ্বের ছেলেমেয়েদের অনুসরণ করে আমাদের দেশে পৌছতে কতক্ষন ?
চলেন , এবার পাগলামী দেখি মানে মানেকেন চ্যালেঞ্জ


নিরিবিলি শান্তিতে থাকতে ভালো লাগেনা ??? পাগ্লামি উস্কানি পোস্ট হিসেবে রিপোর্ট করা হইবে কিন্তু X(

১৫ ই ডিসেম্বর, ২০১৬ সন্ধ্যা ৬:৩৫

এডওয়ার্ড মায়া বলেছেন: এহহহ ! আপু বলে কি - !!! আমিও জাতির কাছে বিচার চাইব -
হে জাতি সেলফি কিন্তু পশ্চিমা দেশ থেকে আমাদের দেশে মহামারী আকার ধারন করেছে।সেখানে মানেকেন চ্যালেঞ্জ আমদানী করা হলে অবাক হবেন না বৈকি ।



৭| ১৫ ই ডিসেম্বর, ২০১৬ সন্ধ্যা ৬:৪৭

ডার্ক ম্যান বলেছেন: নতুন জিনিস জানলাম।

১৫ ই ডিসেম্বর, ২০১৬ সন্ধ্যা ৭:০২

এডওয়ার্ড মায়া বলেছেন: সৈকত ভাই ,ভাল আছেন নিশ্চয় ।
শুভেচ্ছা জানবেন।

৮| ১৫ ই ডিসেম্বর, ২০১৬ সন্ধ্যা ৭:০৮

ডার্ক ম্যান বলেছেন: আরে আপনি আমাদের চিনেন?

১৫ ই ডিসেম্বর, ২০১৬ সন্ধ্যা ৭:১২

এডওয়ার্ড মায়া বলেছেন: চট্টগ্রাম শিল্পকলা একাডেমীতে আপনার সাথে আমার সাক্ষাৎ হইছিল ।ভুলে যাবার অবকাশ নেই ;)

৯| ১৫ ই ডিসেম্বর, ২০১৬ সন্ধ্যা ৭:২৪

এডওয়ার্ড মায়া বলেছেন: দুঃখিত ডার্ক ম্যান মন্তব্য মুছে দিলাম =p~

১০| ২৩ শে ডিসেম্বর, ২০১৬ বিকাল ৫:০৯

বিলিয়ার রহমান বলেছেন: দেশের মানেকেন চ্যালেঞ্জ ওয়ালারা রুলস মানে নাই!!:)

ভাই বাংলাদেশীরা নিপাতনেসিদ্ধ!:):)

২৩ শে ডিসেম্বর, ২০১৬ রাত ১০:৪৫

এডওয়ার্ড মায়া বলেছেন: ভাল বলেছেন ;)
ধন্যবাদ

১১| ০৫ ই জানুয়ারি, ২০১৭ বিকাল ৪:০৩

বিজন রয় বলেছেন: জাতির বিবেক নাড়া দিয়ে যায় এসবেভ
হ্ হ্ হ্ ।

০৫ ই জানুয়ারি, ২০১৭ সন্ধ্যা ৬:১৯

এডওয়ার্ড মায়া বলেছেন: বিজন দা-কিছু বললেন ?? ঠিক বুঝি নাই

১২| ০৫ ই জানুয়ারি, ২০১৭ সন্ধ্যা ৬:২৪

মনিরা সুলতানা বলেছেন: যার বাসায় স্কুল গোয়িং ছেলে মেয়ে আছে ,সে টের পেয়েছে এই চ্যালেঞ্জ নিয়ে বাচ্চাদের আগ্রহ ।

০৫ ই জানুয়ারি, ২০১৭ সন্ধ্যা ৬:৪৩

এডওয়ার্ড মায়া বলেছেন: আপু বোঝতে পারছি আপনি খুব ভাল টের পেয়েছেন :)

১৩| ২৪ শে জানুয়ারি, ২০১৭ সকাল ১০:০৩

জুন বলেছেন: মজার দৃশ্য এডোয়ার্ড মায়া । চিন্তা করবেন না বাংলাদেশে আসতে হয়তো খুব বেশী দেরী হবে না । ভালো জিনিস হলে হয়তো সময় লাগতো B-)
+

২৮ শে জানুয়ারি, ২০১৭ রাত ১০:০৫

এডওয়ার্ড মায়া বলেছেন: ইউটিউবে দেখলাম- মানেকেন জনপ্রিয় হতে চলেছে।দিন দিন সংখ্যা বাড়ছে ।
দুঃখিত আপু।রিপ্লাই দিতে দেরি হয়ে গেল ।
ভাল আছেন নিশ্চয় ।দোয়া অনেক আপু।

১৪| ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৭ দুপুর ১২:৪২

নিয়াজ সুমন বলেছেন: ধন্যবাদ, ভালালাগা রইল।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.