নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
অসহ্য জীবনের ব্যথা
মহান মুক্তিযুদ্ধে সকল শহীদের প্রতি বিনম্র শ্রন্ধাঞ্জলী।পবিত্র বিজয় দিবসে সবাইকে শুভেচ্ছা।
৭১ মহান মুক্তিযুদ্ধ চলাকালীন সময়ে ভারতীয় বাহিনী অবধান সম্পর্কে আমরা কম বেশি জানি।আমাদের মহান মুক্তিযুদ্ধে ভারতীয় বাহিনীর উপকারের ভারে চাপা পড়ে গিয়েছিল বাংলার ধন সম্পদ লুন্ঠন।
পাকিস্তান আর্মির আত্নসমর্পনের পর মুক্তবাংলায় ভারতীয় বাহিনী লুটপাটে অংশ নিয়েছিল। বাংলার সম্পদ পাচার শুরু করল।ভারতীয় বাহিনী পাকিস্তানি বাহিনীর ফেলে যাওয়া অস্ত্রশস্ত্রসহ প্রায় ৩০ হাজার কোটি টাকার সম্পদ লুটে নিয়েছিল বলে ধারণা করা হয়ে থাকে।মুক্তিযুদ্ধ চলাকালীন সময়ে ভারতীয় বাহিনীর নানা ঘটনাসহ স্বাধীনতা পরবর্তী পাকিস্তান সেনাবাহিনীর ফেলে যাওয়া অস্ত্র, গোলাবারুদ ও বাংলাদেশীদের সম্পদ লুন্ঠন করেছিল। ভারতীয় বাহিনী বাংলাদেশ থেকে হাতিয়ার, গোলাবারুদ, যুদ্ধ সরঞ্জাম, কলকারখানার মেশিনপত্র সবকিছুই লুট করে ভারতে পাচাঁর করতে থাকে।গোটা বাংলাদেশ থেকে ভারতীয় বাহিনী বিশেষ করে ঘড়ি, ট্রানজিস্টার, রেডিও, টেপরেকর্ডার, ফ্রিজ, ক্যামেরা ইত্যাদি সংগ্রহ করে নিয়ে গেছে। রাজধানী ঢাকা দখল করার পর কমপক্ষে সপ্তাহ দুই দিবালোকে তারা অনেক কামের মধ্যে পছন্দসই দ্রব্যাদি যা ভারতের খোলাবাজারে সস্তায় কিনতে পাওয়া যায় না, সংগ্রহ করায় অতিশয় ব্যস্ত ছিলেন।
ভারতীয় বাহিনী নানাভাবেই এমন উপকার এখনো করে যাচ্ছেন।
১৬ ই ডিসেম্বর, ২০১৯ রাত ১১:৪৬
এডওয়ার্ড মায়া বলেছেন: ঐ মিয়া আপ্নে প্রমাণ করেন ভারতীয় বাহিনী লুন্ঠন করে নাই?? হুদাই ছুটু ছুটু বেপারে বড় বড় গুন্ডগোল করেন।
আমি কেম্নে বাংগালী যোদ্ধাদের খাট কর্লাম??
যুদ্ধাপরাধ ট্রাইবুনালের চিফ প্রসিকিউটর গোলাম আরিফ টিপু, যিনি মুক্তিযুদ্ধে অবদানের জন্য আওয়ামী লীগ আমলেই একুশে পদক পেয়েছেন!
রাজশাহীর সাবেক আওয়ামী লীগ নেতা মো. মহসিন, চট্টগ্রামের এমপি ফজলে করিমের বাবার নাম ও!!
এছাড়াও পাথরঘাটা থানা আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা সভাপতি, মুক্তিযোদ্ধা কমান্ডার মুজিবুল হক। উনাকে রাজাকারের তালিকার প্রথম দিকে স্থান দেওয়া হয়েছে।
ডা. মনীষা চক্রবর্ত্তী এর বাবা এবং ঠাকুমা যারা গেজেটেড ভুক্ত ভাতাপ্রাপ্ত মুক্তিযোদ্ধা!
এই তালিকা কি আপনার হাতে প্রণয়ন করা হয়েছে?
২| ১৬ ই ডিসেম্বর, ২০১৯ রাত ১১:১৯
চাঁদগাজী বলেছেন:
পাকিস্তানী বাহিনীর পরিত্যক্ত অস্ত্র কেন ভারতীয় বাহিনী নিয়েছে, সেটার আইনও নিশ্চয় জানেন না।
কোন বাহিনী াঅন্য বাহিনীর অস্ত্র ব্যভার করতে পারে না; পাকীদের অস্ত্রগুলো গলায়ে ফেলার দরকার ছিলো, সেটা ভারতীয় বাহিনী নিয়ে গেছে; ভারত ১ লাখ ২০ হাজার মুক্তি বাহিনী ও পরে ৭০ হাজার বাংগাদেশ বাহিনীর পুরো অস্ত্র ফ্রি দিয়েছিলো। আপনারা না বুঝে বানোয়াট পোষ্ট দেন।
১৬ ই ডিসেম্বর, ২০১৯ রাত ১১:৫৩
এডওয়ার্ড মায়া বলেছেন: শুধু অস্ত্র নেয় নাই সাথে মাল পানিও নিয়া গেছে।
শুধু ভারতীয় বাহিনীর জন্য কান্না করলে হবে-এবার কলকাতা,আসাম ,রোহিংগাদের জন্য একটু কান্নাকাটি করুন।দেশের জন্য করুন।
৩| ১৭ ই ডিসেম্বর, ২০১৯ রাত ১২:০২
চাঁদগাজী বলেছেন:
লেখক বলেছেন, " ঐ মিয়া আপ্নে প্রমাণ করেন ভারতীয় বাহিনী লুন্ঠন করে নাই?? হুদাই ছুটু ছুটু বেপারে বড় বড় গুন্ডগোল করেন।
আমি কেম্নে বাংগালী যোদ্ধাদের খাট কর্লাম??
যুদ্ধাপরাধ ট্রাইবুনালের চিফ প্রসিকিউটর গোলাম আরিফ টিপু, যিনি মুক্তিযুদ্ধে অবদানের জন্য আওয়ামী লীগ আমলেই একুশে পদক পেয়েছেন!
রাজশাহীর সাবেক আওয়ামী লীগ নেতা মো. মহসিন, চট্টগ্রামের এমপি ফজলে করিমের বাবার নাম ও!! "
-ফজলুল করিমেরা ছিলেন ফজলুল কাদেরের সৈন্য বাহিনীর লোকজন, ওরা বাংলাদেশ চেয়েছিলো? মুক্তিযোদ্ধারা ভারতীয় বাহিননীর পাশপাশি ছিলো; ভারতীয় বাহিনী কিছু করলে ওরা দেখতেন। ভারতীয় বাহিনী বিশ্বের একটি নামকরা বাহিনী, ওরা জমিদারের লাটজিয়াল ছিলেন না, মগজ টগজ খাটাইয়েন।
১৭ ই ডিসেম্বর, ২০১৯ রাত ১২:৩৩
এডওয়ার্ড মায়া বলেছেন: এই উর্বর মগজ খাটাইয়া নমিনেশন দিয়া এম্পি বানান কেম্নে ? বাংগালী যোদ্ধাদের সম্মান উচ্চ করতে !!!
৪| ১৭ ই ডিসেম্বর, ২০১৯ রাত ১২:০৩
চাঁদগাজী বলেছেন:
রোহিংগা ও দেশ নিয়ে আছি আমরা; আপনার কি হয়েছে, সেটা আপনি জানেন।
৫| ১৭ ই ডিসেম্বর, ২০১৯ রাত ১২:০৪
চাঁদগাজী বলেছেন:
জামাত, শিবির, রাজাকারদের প্রচারণায় মগজ হারাইয়েন না।
১৭ ই ডিসেম্বর, ২০১৯ রাত ১২:৩৫
এডওয়ার্ড মায়া বলেছেন: পড়াইছেন ভুল বাল।আওয়াজ দিলেই ট্যাগ লাগায় দেন…
৬| ১৭ ই ডিসেম্বর, ২০১৯ রাত ১:২২
চাঁদগাজী বলেছেন:
লজিক্যালী ভাবেন, লিখেন, কেহ ট্যাগ লাগাবে না। ১৯৭১ সালে, বাংলার রাস্তায় কি ছিলো যে, ভারতীয় বাহিনী লুট করে নিয়ে গেছে। উল্টা, রাজাকারেরা যা লুট করেছে, উহার কি হলো?
৭| ১৭ ই ডিসেম্বর, ২০১৯ রাত ২:১৭
হাসান কালবৈশাখী বলেছেন:
অনেকে বলে বাংলাদেশ থেকে ভারতীয় বাহিনী লুট করে অনেক সম্পদ নিয়েছে; কি সম্পদ? শুনি?
পরাজিত সেনাদের ব্যবহৃত পরিত্যাক্ত যুদ্ধাস্ত্র কোন কাজে লাগে না।
কোন দেশের নিয়মিত বাহিনী পরাজিত বাহিনীর ব্যবহৃত অস্ত্র ব্যাবহার করে না।
ভারতীয় সেনা, বিএসএফ, পুলিশ বেলজিয়ামের তৈরি আধুনিক 'এফএন রাইফেল' ব্যাবহার করে।
এজাবৎ কোন ভারতীয় বাহিনীর হাতে পাকি বাহিনির চাইনিজ রাইফেল দেখা যায় নি। কিন্তু বাংলাদেশ সেনাবাহিনীর হাতে কিছুদিন দেখাগেছে। ৭৩এর পর বাংলাদেশ সেনাবাহিনী ও রক্ষীবাহিনী ব্রিটিশ এসএলআর ব্যাবহার করে। ৭৫ এর পট পরিবর্তনের পর পর রক্ষীবাহিনীর সবাইকে সেনাবাহিনীতে আত্নিকরন করে আমদানিকৃত আধুনিক চাইনিজ Type 58 রাইফেল ব্যাবহার শুরু করে।
কোন দেশের নিয়মিত বাহিনী পরাজিত বাহিনীর ব্যবহৃত/পরিত্যাক্ত অস্ত্র ব্যাবহার করে না।
একটি মেশিনগান এক দেড় হাজার রাউন্ড গুলিবর্ষন করা হলে ব্যারেলের সেপ নষ্ট হয়ে যায়। ব্রাষ্ট ফায়ার বন্ধ হয়ে সিঙ্গেল শট করতে হয়।( একজন মুক্তিযোদ্ধার কাছে শোনা) ব্যবহৃত পরিত্যাক্ত যুদ্ধাস্ত্র অন্য কোন রাষ্ট্রের কাছে বিক্রিও হয়না।
ডাকাত দল বা সন্ত্রাসিরা ছাড়া এই অস্ত্র কেউ ব্যাবহার করে না। কারো কাজে লাগে না। (বর্তমানে অবস্য ইসলামিষ্ট সন্ত্রসিরা সর্বাধুনিক অস্ত্র ব্যাবহার করছে)
সবাই জানে পাকিস্তানিরা আত্নসমর্পনের আগে রিজার্ভ অস্ত্রসস্ত্র ও বিমানবন্দরে স্যাবরজেটগুলো বিষ্ফোরন করে উড়িয়ে দেয়া হয়েছিল। বন্দরের জাহাজগুলো ডুবিয়ে দেয়া হয়েছিল। এরপর বিজয়ী মুক্তিযোদ্ধারা ধংসস্তুপ থেকে বিভিন্ন যন্ত্রাংশ জোড়া দিয়ে দুটি স্যাবরজেট ও একটি T 33 বিমান চালু করা সম্ভব হয়েছিল।
১৭ ই ডিসেম্বর, ২০১৯ রাত ১১:৪২
এডওয়ার্ড মায়া বলেছেন: স্যার মন্তব্য ভাল লেগেছে।
ধন্যবাদ
৮| ১৭ ই ডিসেম্বর, ২০১৯ সকাল ৯:৪৬
রাজীব নুর বলেছেন: ভারত আমাদের সহযোগিতা করেছে। ইন্ধিরা গান্ধী দেশ বিদেশ গিয়ে গিয়ে বড় বড় নেতাদের ধরেছেন। তাদের বাংলাদেশের উপর যে নির্মম অত্যাচার হচ্ছে তা জানিয়েছেন।
১৭ ই ডিসেম্বর, ২০১৯ রাত ১১:৪২
এডওয়ার্ড মায়া বলেছেন: যা জানি না ,তা জানান !!!
©somewhere in net ltd.
১| ১৬ ই ডিসেম্বর, ২০১৯ রাত ১১:১৬
চাঁদগাজী বলেছেন:
আপনি যুদ্ধে ছিলেন, বা যুদ্ধের সময় ভারতীয় বাহিনীর সাথে ছিলেন?
ভারতীয় বাহিনীকে চেন্গিস খানের বাহিনী, যা সামনে পেলো তা নিয়ে গেলো? আপনারা বাংগালী যোদ্ধাদের খাট করার জন্য বানোয়াট কাহিনী জুড়ে দেন।