![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
বর্তমানে বাংলাদেশে প্রা্য় ৩০টির মত চ্যানেল রয়েছে । কিন্তু সবকয়টি চ্যানেল প্রায় একই রকম।অপরদিকে বর্তমানে বাংলাদেশে অনেক দারুন দারুন সব গান ও মিউজিক ভিডিও তৈরি হচ্ছে । বর্তমানে বাংলাদেশের সিনেমাগুলোর গানগুলো ও অনেক যত্ন নিয়ে তৈরী করছে পরিচালকেরা । কিন্ত দুঃখের বিষয় হল বাংলাদেশে এখন পর্যন্ত তেমন কোন মিউজিক চ্যানেল না থাকাই সেসব গানের খুব একটা প্রচার এবং প্রসার হচ্ছিলো না বল্লেই চলে ।ফলে ইচ্ছা কিংবা অনিচ্ছাকৃতভাবেই হোক আমাদেরকে বিনোদনের জন্য Mtv,etc,B4U ইত্যাদি চ্যানেলগুলোর উপর নির্ভর করতে হত ।
এবার কাজের কথাই আসি, আমার মত বাংলা গান পাগল যে সব বন্ধুরা আছেন তাদের জন্য এসে গিয়েছে বাংলাদেশের প্রথম HD মিউজিক চ্যানেল “GaanBangla TV”. এতদিন চ্যানেলটির পরীক্ষামূলক সম্প্রচার চলছিল কিন্তু আজ বিজয় দিবসের শুভক্ষণে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করল “GaanBangla TV”। বাংলা গানের প্রচার এবং প্রসারে চ্যানেলটি ব্যাপক ভূমিকা । কিন্তু চ্যানেলটি নতুন হওয়াতে দেশের জেলার বন্ধুরা টিভিতে এই চ্যানেলটি দেখতে পারছে না ।চ্যানেলটির ফ্যানপেজ ঘুরে দেখতে পেলাম অনেকেই তাদের স্থানীয় কেবল অপারেটরদের সাথে যোগাযোগ করেও চ্যানেলটি দেখার কোন ব্যাবস্থা করতে পারেনি ।তাই ভুক্তভোগী বন্ধুদের জন্য আমি একটা বিকল্প পদ্ধতি নিয়ে এসেছি । আপনারা চাইলে অনলাইনে দেশের /বিদেশের যে কোন প্রান্ত থেকে খুব সহজে চ্যানেলটি দেখতে পাবেন । অনলাইনে চ্যানেলটি দেখতে পাবেন এখানে ।
আশা করি চ্যানেলটি সবার বিনোদনের চাহিদা মেটাতে দৃঢ় ভূমিকা রাখবে ।
©somewhere in net ltd.
১|
১৭ ই ডিসেম্বর, ২০১৩ রাত ১:২২
কামরুল ইসলাম রুবেল বলেছেন: দেশে এখন চ্যানেলের পারমিশন পেয়ে রান করানো সহজ, কিন্তু স্থানীয় পর্যায়ে প্রাইম ব্যান্ডে আনা প্রায় অসম্ভব।