নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

একলা_আমি

বড় একা আমি.. বড় একা।

একলা_আমি › বিস্তারিত পোস্টঃ

শুরুতেই রেকর্ড করে ফেললো এবারের বিশ্বকাপ!!

১৬ ই মার্চ, ২০১৪ রাত ৮:১৮

শুরু হয়ে গেল ক্রিকেটের সংক্ষিপ্ত সংস্করণের সবচেয়ে বড় আসর ICC World Cup Twenty 20 Bangladesh 2014. ভাবতেই ভালো লাগে যখন ভাবি ক্রিকেটের এরকমবড় একটা ইভেন্টের আয়োজক দেশ আমরা। বাংলাদেশ এবার ২য় বারের মত ক্রিকেটের এতবড় আসর এর আয়োজন করতে যাচ্ছে। গতবার বাংলাদেশ যৌথভাবে আয়োজক থাকলেও এবারেরএকমাত্র আয়োজক বাংলাদেশ যা আমাদের জন্য অনেক বেশি গর্বের ও আনন্দের।আপনাদের আনন্দকে আরও একটু বাড়িয়ে দিতে এখন একটি সুখবর দিব। এবারের আসরশুরুর আগেই একটি রেকর্ড করে ফেলছে ICC World Cup Twenty 20 Bangladesh 2014. চলুন এবার জেনে নেওয়া যাক কি সেই রেকর্ড……..



বিশ্বেরজনসংখ্যা এখন ৭ শত কোটির কিছু বেশি। আর এবারের ICC World Cup Twenty 20 Bangladesh 2014 দেখবে প্রায় ১৮০ কোটি লোক। তার মানে বিশ্বে প্রতি ৪ জনেরএকজনকে ছুঁয়ে যাবে ছোট ক্রিকেটের রোমাঞ্চ! ICC এর কন টুর্নামেন্ট এর চেয়েবেশি ব্যাপ্তি পায়নি এর আগে। ICC এর ওয়েবসাইট জানিয়েছে স্টার স্পোর্টস এরমাধ্যমে ২৯ টি চ্যানেল এ দেখানো হবে এই টুর্নামেন্ট। দেখা যাবে বিশ্বের ২২৩টি দেশে। মোট ২০ টি ভাষায় দর্শকেরা উপভোগ করতে পাড়বেন। সম্প্রচারের দিকদিয়েও আছে আধুনিকতা। ২৮ টি ক্যামেরা ব্যাবহার করা হবে এই টুর্নামেন্টে, যার৭ টি আলট্রা-মোশন। থাকবে অত্যাধুনিক স্পাইডারক্যাম, এল ই ডি স্ট্যাম্পসহদারুন সব গ্রাফিক্স!



এবার আসুন জেনে নেওয়া যাক কোন চ্যানেলগুলো খেলা দেখাবে তাদের উল্লেখযোগ্য তালিকা ও তাদের অনলাইনে লাইভ স্ট্রিমিং দেখার লিঙ্কঃ



Bangladesh Television (BTV): প্রতিবারের মত এবারো বাংলাদেশে T20 World Cup সম্প্রচারকরবে বিটিভি। তবে বিটিভিতে আজান, সংবাদ ইত্যাদি সম্প্রচার করে তাই খেলাদেখতে নিচের চ্যানেল গুলোর সাহায্য নিতে পারেন।



Maasranga TV : Maasranga TV সদ্য সমাপ্ত বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা সিরিজ সম্প্রচার করেবেশ প্রশংসা কুড়িয়েছিল। তখন থেকেই ঘোষণা দিয়ে আসছে Maasranga TV সম্প্রচারকরবে ICC World Cup Twenty 20 Bangladesh 2014 . অনলাইনে Maasranga TV দেখতে পাবেন এই লিঙ্ক থেকেঃ Maasranga TV Bangladesh Live Streaming

Gazi Television (GTV) : Gazi Television বাংলাদেশ বনাম নিউজিল্যান্ড সিরিজসম্প্রছার করেছিল যে সিরিজে বাংলাদেশ ২য় বারের মত নিউজিল্যান্ডকে বাংলাওয়াশকরেছিল। তাই Gazi Television বাংলাদেশ দলের জন্যে অনেকটা লাকিই বলা যায় :D । অনলাইনে Gazi Television দেখতে পাবেন এই লিঙ্ক থেকেঃ GTV Bangladesh Live Streaming



Sky Sports: ইংলান্ডে ICC World Cup Twenty 20 Bangladesh 2014 সম্প্রচারকরবে Sky Sports । অনলাইনে Sky Sports দেখতে পাবেন এই লিঙ্ক থেকেঃ Sky Sports 1 Live Streaming



Star Sports 1: ভারতে ইংরেজিতে ICC World Cup Twenty 20 Bangladesh 2014 সম্প্রচার করবে Star Sports 1। অনলাইনে Star Sports 1 দেখতে পাবেন এই লিঙ্কথেকেঃ Star Sports 1 Live Streaming



Star Sports 3: ভারতে হিন্দিতে ICC World Cup Twenty 20 Bangladesh 2014 সম্প্রচার করবে Star Sports 3। অনলাইনে Star Sports 3 দেখতে পাবেন এই লিঙ্কথেকেঃ Star Sports 3 Live Streaming



PTV Sports: পাকিস্তানে ICC World Cup Twenty 20 Bangladesh 2014 সম্প্রচারকরবে Star Sports 1। অনলাইনে PTV Sports দেখতে পাবেন এই লিঙ্ক থেকেঃ PTV Sports Live Streaming



Willow Cricket: যারা অনলাইনে খেলা দেখে তাদের কাছে সুপরিচিত একটা চ্যানেল হল Willow Cricket HD. কম বিজ্ঞাপন ও ঝকঝকে ছবির কারনে এই চ্যানেলটি জনপ্রিয়তাপেয়েছে। আমেরিকাতে ICC World Cup Twenty 20 Bangladesh 2014 সম্প্রচারকরবে এই চ্যানেলটি। অনলাইনে Willow Cricket দেখতে পাবেন এই লিঙ্ক থেকেঃ Willow Cricket Live Streaming



Ten Sports : অনলাইনে Ten Sports দেখতে পাবেন এই লিঙ্ক থেকেঃ Ten Sports Live Streaming

CNS : শ্রীলঙ্কা তে ICC World Cup Twenty 20 Bangladesh 2014 সম্প্রচার করবে CNS প্রভৃতি।

উপরোক্ত চ্যানেল গুলির মাধ্যমে বিশ্বের প্রায় ১৮০ কোটি লোক খেলা দেখবে যার মধ্যে হয়ত আপনিও একজন। তো মেতে উঠুন ICC World Cup Twenty 20 Bangladesh 2014 এর আনন্দে!

মন্তব্য ৬ টি রেটিং +০/-০

মন্তব্য (৬) মন্তব্য লিখুন

১| ১৬ ই মার্চ, ২০১৪ রাত ৮:২১

ইমরাজ কবির মুন বলেছেন:
লিংক গুলা অনেকেরই কাজে আসবে, গুড পোস্ট ||

২| ১৬ ই মার্চ, ২০১৪ রাত ৮:৩৯

চারশবিশ বলেছেন: ধন্যবাদ অনেক অনেক কষ্ট করার জন্য

৩| ১৬ ই মার্চ, ২০১৪ রাত ৮:৫২

এলিয়ান বলেছেন: বাংলাদেশ আর আফগান ম্যাচের হাইলাইটস
Click This Link

৪| ১৬ ই মার্চ, ২০১৪ রাত ৯:১৫

বশর সিদ্দিকী বলেছেন: কাজে লাগবে। ধন্যবাদ।

৫| ১৬ ই মার্চ, ২০১৪ রাত ১০:৩৫

বেকার সব ০০৭ বলেছেন: লিংক গুলা অনেকেরই কাজে আসবে, গুড পোস্ট |

৬| ১৭ ই মার্চ, ২০১৪ সকাল ৯:৪২

একলা_আমি বলেছেন: সবাইকে ধন্যবাদ মন্তব্য করে আমাকে অনুপ্রাণিত করার জন্যে। আপনাদের কাজে লাগলে আমার কষ্ট করে লেখা পোস্টটি স্বারথক :)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.