![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আজ থেকে শুরু হতে যাচ্ছে বাংলাদেশ বনাম ভারত এর মধ্যকার ৩ ম্যাচ সিরিজের সাহারা কাপ ২০১৪। টি ২০ বিশ্বকাপের পর এটাই বাংলাদেশের প্রথম হোম সিরিজ। তাই আমার মত হয়তো আপনারাও অধীর আগ্রহে বসে আছেন টাইগারদের খেলা দেখার আশায়। তাহলে আসুন প্রথমেই জেনে নেওয়া যাক বাংলাদেশ বনাম ভারত এর মধ্যকার সাহারা কাপ ২০১৪ এর সময়সূচী।
বাংলাদেশ বনাম ভারত এর মধ্যকার সাহারা কাপ ২০১৪ এর সময়সূচী
প্রথম ওয়ানডে - ১৫ জুন ২০১৪ (রবিবার)
২য় ওয়ানডে - ১৭ জুন ২০১৪ (মঙ্গলবার)
৩য় ওয়ানডে - ১৯ জুন ২০১৪ (বৃহস্পতিবার)
দিবারাত্রির প্রতিটি ম্যাচ শুরু হবে বাংলা দেশ সময় দুপুর ১ টায় এবং অনুষ্ঠিত হবে মিরপুর এর শের এ বাংলা স্টেডিয়াম এ।
খেলা দেখাবে যে চ্যানেলগুলোঃ
বাংলাদেশে এই সিরিজের প্রতিটা ম্যাচ সরাসরি সম্প্রচার করবে বিটিভি ও গাজি টিভি
এবং
ভারতে দেখাবে স্টার স্পোর্টস ১ ও ৩।
অল্প স্পীডে খেলা দেখার লিঙ্কঃ
যারা বিভিন্ন কারনে টিভির সামনে বসে খেলা দেখতে পারবেন না তারা চাইলে অনলাইনে খেলাগুলো দেখতে পারবেন। অল্প স্পীডেও অনলাইনে খেলা দেখতে পারবেন নিচের লিঙ্ক গুলো থেকে।
লিঙ্ক ১ : Bangladesh VS India 2014 Live streaming on star sports 1
লিঙ্ক ২ : Bangladesh VS India 2014 Live streaming on star sports 3
লিঙ্ক ৩ : Bangladesh VS India 2014 Live streaming on Willow Cricket HD
উক্ত লিঙ্ক গুলোতে ক্লিক করলে নতুন ট্যাবে যে পেইজ ওপেন হবে সেখানে "CLICK HERE TO WATCH" লেখা একটা ছবি দেখতে পাবেন।
ওই ছবিতে ক্লিক করলে নতুন একটা ট্যাব এ শুধু মাত্র আপনি যে চ্যানেলটির লিঙ্ক এ ক্লিক করেছিলেন সেই চ্যানেলটি ওপেন হবে। যেখানে কোন সাইটবার কিংবা বিজ্ঞাপন থাকবে না। তাই অল্প স্পীডেও খেলা দেখতে পারবেন।
খেলার লাইভ স্কোর দেখার লিঙ্কঃ
অনলাইনে খেলার লাইভ স্কোর দেখলে হলে ক্লিক করলে হবে এই লিঙ্ক এ ।
তাহলে উপভোগ করতে থাকুন বাংলাদেশ বনাম ভারত এর খেলার প্রতিটি মুহূর্ত। টাইগারদের জন্যে শুভ কামনা জানিয়ে আজ এখানেই শেষ করছি।
১৫ ই জুন, ২০১৪ দুপুর ১২:১৩
একলা_আমি বলেছেন: সেজন্যেই তো অনলাইনে দেখার লিঙ্কটাও দিয়ে দিলাম...
©somewhere in net ltd.
১|
১৫ ই জুন, ২০১৪ দুপুর ১২:০৯
নিজাম বলেছেন: দেখতে তো চাই। কিন্তু এখন সবাই যে ফুটবল নিয়ে মেতে আছে। ক্রিকেট দেখতে চাইলেও বাসায় রিমোট কন্ট্রোল পাওয়া যাবে তো?