![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ছবিতে যাদেরকে দেখতে পাচ্ছেন তারা হলেন, খাদিজা আক্তার মাহিনুর (বয়স ২৭) ও তার ২ সন্তান; কানিজ ফাতেমা সোহানা (৮ বছর) ও সোহান (৩ বছর)।
গত ০৪/১১/২০১৪ তারিখ (মঙ্গলবার) তারা যশোর খাজুরা বাস স্ট্যান্ড থেকে ঝালকাঠি রাজাপুরের উদ্দেশ্যে রওনা দেওয়ার পর থেকে নিখোঁজ আছে। কিন্তু এখন পর্যন্ত তাদের কোন সন্ধান মেলেনি। তাদের নামে যশোর কোতয়ালী থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়েছে; যার নম্বর হলো ১৭৬, তাংঃ ০৫/১১/২০১৪।
তাদেরকে যদি কেও সন্ধান দিতে পারেন তাহলে তাদের প্রতি কৃতজ্ঞ থাকবো। কেও যদি তাদের সন্ধান পান তাহলে ( ০১৭১৯-৬৬০১৭৩, ০১৮৬৫-৫২৭৯২০ অথবা, ০১৯১৫-৬৪০১৮৭ এই মোবাইল নম্বর গুলোতে যোগাযোগের জন্যে অনুরোধ জানানো হচ্ছে।
বিঃদ্রঃ সন্ধানদাতাকে উপযুক্ত পুরস্কার প্রদান করা হবে।
০৬ ই নভেম্বর, ২০১৪ সকাল ৯:২৭
একলা_আমি বলেছেন: হুম.. সেরকমই সন্দেহ করা হচ্ছে।
২| ০৬ ই নভেম্বর, ২০১৪ সকাল ৯:৫৮
অপূর্ণ রায়হান বলেছেন: খারাপ লাগলো ! দোয়া করি যেন তাড়াতাড়ি তাদের সন্ধান পান
৩| ০৬ ই নভেম্বর, ২০১৪ দুপুর ১:০৭
একলা_আমি বলেছেন: লেখাটি নির্বাচিত করাতে সামুকে ধন্যবাদ!
৪| ০৬ ই নভেম্বর, ২০১৪ সন্ধ্যা ৭:৫০
সুমন কর বলেছেন: শুভকামনা রইলো।
৫| ০৬ ই নভেম্বর, ২০১৪ রাত ৮:৫৪
এ কে এম রেজাউল করিম বলেছেন:
আজ সকালে এ খবরটি মন খারাব হয়ে গেল। !
মা ও সন্তানদের এভাবে বাস স্ট্যান্ড থেকে নিখোঁজ হয়ে যাওয়া হৃদয় বিদারক ও দেশের জন্য অমংলকর খবর !!!
দোয়া করি যেন তাড়াতাড়ি তাদের পরিবারের নিকট ফিরে আসে।
নুরোধ র'ল যেন দেশের সকল সচেতন নাগরিক এব্যাপারে সহযোগিতাইয় সচেষ্ট থাকেন।
৬| ০৬ ই নভেম্বর, ২০১৪ রাত ১১:৪৫
আবু শাকিল বলেছেন: দোয়া করি
তারা যেন নিজ ঠিকানায় ফিরে আসেন।
৭| ০৯ ই নভেম্বর, ২০১৪ দুপুর ১২:২০
আমিনুর রহমান বলেছেন:
কোন সন্ধান কি পাওয়া গেলো?
©somewhere in net ltd.
১|
০৬ ই নভেম্বর, ২০১৪ সকাল ৭:৫০
পুরান লোক নতুন ভাবে বলেছেন: হুম!! ঘটনা বেশী সুবিধার লাগছে না!