![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি মোঃ সৌরভ, ছোট বেলা থেকেই স্বপ্ন দেখতে ভালবাসি, তাই স্বপ্ন বাস্তবায়নে ছুটে বেড়াই অজানা অনেক দূরে। অনেক সময় স্বপ্ন খুঁজতে গিয়ে পথ হারিয়ে যাই তখন বিস্তীর্ণ উজানে একলা হয়ে বসে থাকি ।
টাইটেলটা বাংলায় দিলাম কারণ চাই না বাংলাদেশিরা ছাড়া বাকিরা তার মানে বুঝুক! তো আমাদের প্লেয়ারদের আমরা খালি টাকা পয়সা দিয়ে মোটাতাজা বানাতে পেরেছি, শিক্ষাদীক্ষা দিয়ে মানুষ বানাতে পারিনি। আমরা ধরেই নিলাম দর্শকদেরে মধ্য থেকে প্রভোকেটিভ কিছুই বলা হচ্ছিল। কিন্তু কোন কিছুর জবাবেই তামিম এই আচরণের অধিকার পায় না। ও ন্যাশনাল টিমের প্লেয়ার। ও খালি প্লেয়ার বা অ্যাথলিট না, ও ন্যাশনাল আইকন, সিম্বল। ও এটা কী করল?
ভিডিও দেখুন
২৭ শে জানুয়ারি, ২০১৩ দুপুর ১:৪০
শুধুই স্বপ্ন বলেছেন: শুনেন ভাই আন্ডারটেকার...
আমি না হয় রংচং মেরে কথাটা বলেছি কিন্তু আপনাকে ভিডিওটি ভালো করে দেখতে বলবো না,ভালো করে শুনতে বলছি। তবে অবস্য তামিম ইকবালের আপনার অতি পরিচিত থাকলে আমি আর কিছু বলছি না
২| ২৭ শে জানুয়ারি, ২০১৩ রাত ১:২২
অসামাজিক ০০৭০০৭ বলেছেন: আজাইরা আলাপ
২৭ শে জানুয়ারি, ২০১৩ দুপুর ১:৪১
শুধুই স্বপ্ন বলেছেন: আমিও তাই ভাবছি...
৩| ২৭ শে জানুয়ারি, ২০১৩ রাত ১:২৫
িশশু দর্পন বলেছেন: তামিম আপনার পাওনা টাকা ফেরত দেয় নাই ? এই জন্য খেপছেন ? তামিমের কাছে কয় টাকা পাবেন ??
২৭ শে জানুয়ারি, ২০১৩ দুপুর ১:৫০
শুধুই স্বপ্ন বলেছেন: বিষয়টা হচ্ছে তামিম ইকবালের সুন্দর মুখে কথার বিঙ্গাপন দেখে একটা কি যেনো কিনে ছিলাম.. ঐটাতে কাজ দেয়নি তাই ৪৫ টাকা থেরত চাই আর কি ...
৪| ২৭ শে জানুয়ারি, ২০১৩ রাত ১:২৬
রিওমারে বলেছেন: দেখে তো ভদ্রই মনে হয়। বাঙ্গালী তো জাতীগত দৈন্যটা যাবে কোথায়??
২৭ শে জানুয়ারি, ২০১৩ দুপুর ১:৫১
শুধুই স্বপ্ন বলেছেন: রিওমারে ভাই ...আমি তো অবাক হয়ে যাচ্ছি।
৫| ২৭ শে জানুয়ারি, ২০১৩ রাত ১:৪৯
খেয়া ঘাট বলেছেন: দর্শকের উচিত হয়নি তামিমকে রাগানো, আর তামিমের ও উচিত হয়নি ওরকম বিশ্রী ভাবে বাজে শব্দ ব্যবহার করে তেড়ে যাওয়া।
মর্মাহত হলাম।
৬| ২৭ শে জানুয়ারি, ২০১৩ রাত ১:৫৮
নিষ্পাপ কয়েদি বলেছেন: তামিম পাকিস্তানে গিয়ে আফ্রিদিকে দন্ডসেবা দিতে পারে নাই বাংলাদেশের মানুষের জন্য। তাই একটু রেগে গেসে। অবিলম্বে বিপিএল এ পাকি প্লেয়ার এনে তামিমকে ঠান্ডা করা হোক।
২৭ শে জানুয়ারি, ২০১৩ দুপুর ১:৫৩
শুধুই স্বপ্ন বলেছেন: নিষ্পাপ কয়েদি ভাইয়ে জয় হোক... আমারো তাই মনে হয়।
৭| ২৭ শে জানুয়ারি, ২০১৩ রাত ২:০১
লিন্কিন পার্ক বলেছেন:
নিশ্চয়ই আগে কিছু করছিল নাইলে ভাইয়া বলাতে গালি দেয়ার মানে খুঁজে পাই না !!
২৭ শে জানুয়ারি, ২০১৩ দুপুর ১:৫৪
শুধুই স্বপ্ন বলেছেন: না... না... ঠিক বলেছেন ভাইয়া কি গালি দিতে পারে !!!
৮| ২৭ শে জানুয়ারি, ২০১৩ রাত ২:১৩
দি সুফি বলেছেন: ভিডিওটা ভালো করে শুনেন। ওখানে নারীকন্ঠের সাথে সাথে একটা ছেলে কন্ঠ কিছু একটা বলেছে তামিমকে, আর তামিম ঐদিকেই ঝারিটা দিছে, মেয়েটাকে নয়।
তারপরও টামিমের উচিত ছিল এড়িয়ে যাওয়া।
৯| ২৭ শে জানুয়ারি, ২০১৩ সকাল ১০:০১
হেডস্যার বলেছেন:
তামিমকে যে যাই বলুক...সে কিভাবে ব্যাট দিয়া আরেকজনকে বাড়ি দিতে চায়?
সামান্য কারনে মাথায় মাল উইঠা গেলে তো প্রবলেম।
২৭ শে জানুয়ারি, ২০১৩ দুপুর ১:৫৭
শুধুই স্বপ্ন বলেছেন: ঐ ব্যাট দিয়ে যদি বল পিটাতে পারতো।
©somewhere in net ltd.
১|
২৭ শে জানুয়ারি, ২০১৩ রাত ১:১৬
আন্ডারটেকার বলেছেন: একটা ব্যাপার ভালো করে না জেনে পোষ্ট করে দিলেন? যে নারী দর্শকটার ভয়েস শোনা গেছে , তামিম তাকে কিছু বলেনি। অন্য কোন দর্শক নিশ্চয় মাথা গরম করার মতো কিছু বলেছিল।ৎ
কোথায় আমাদের প্লেয়ারদের আমরা উৎসাহ যোগাবো, সেটা না করে তাদের রাগানোর মতো কথা বলে আর রেগে গিয়ে কিছু বলে বসলে সেটাকে রংচং মেরে ছড়ানো শুরু করে।