নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
প্রতিধ্বনি না হয়ে কণ্ঠস্বর হও.....
ব্যর্থতা আর না পাওয়ার গ্লানি কাটিয়ে রচিত হোক নব প্রাপ্তির পথচলা। আর সেই ধারাবাহিকতায় আমার নতুন এবং প্রথম ব্লগ।
কোনো যুবক বা কিশোর যদি সকাল দশটা-এগারটায় ঘুম থেকে ওঠে দাত ব্রাশ করে, তাহলে কি উপদেশ দেবেন আপনি তাকে? কেন তারা গরু চোরের মতো দুপুরে ঘুম থেকে উঠেছে?যদি বলি ফেসবুক,স্যাটেলাইট চ্যানেল,পঁচিশ পয়সার আলাপ, এফএম রেডিও তৈরি করেছে এই সংস্কৃতি।
তাহলে কি বাড়তি বা ভূল বলা হবে কী??
প্রেমের চেয়ে পারিবারিক বিয়েতে শান্তি বেশি? এ কথা এখন বেশ জোরেশোরেই শোনা যাচ্ছে।
তাহলে সবাই কেন প্রেমের উপদেশ ফেরি করছে? বিয়ের পর কি বউয়ের সঙ্গে গাঢ় প্রেম করা যায় না? উপদেশে নৈপথ্য কি করপোরেট কম্পানির পূজিবাদি ধান্ধা?
পন্য যাই হোক বিঙ্গাপনে রাখতে হবে প্রেমিক-প্রেমিকা চরিত্র। আর বিভিন্ন দিবসে উপহার দিতে হবে। নইলে সম্পর্ক টিকবে না, গাঢ় হবে না।শেষ কথা,আবেগকে প্রশ্রয় দেবেন না। বেশি সুসম্পর্ক সম্পর্কের তিক্ততা ঘটায়। এমন কাজ করবেন না, যাতে হসপিটাল, থানা-পুলিশ, কোর্টে দৌড়াতে হয়। আমার জন্য দোয়া করবেন এবং যেন ভাল লেখা উপহার দিতে পারি। আপনাদের মতামত জানাবেন।
©somewhere in net ltd.