নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

STRAIGHT FROM THE HEART

বাস্তবতার দুস্টচক্র

সাদা-কালো

Only because I'm telling you this story, doesn't mean I am alive at the end of it

সাদা-কালো › বিস্তারিত পোস্টঃ

পাকিস্তানের রাজনৈতীক সংগঠন "জামাতে ইসলামি পাকিস্তান" এর গর্ভে জন্ম নেয় "বাংলাদেশ জামাতে ইসলাম" - এ লজ্জা কোথায় রাখি??

০৯ ই ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৩:৩০



ব্রিটিশ নিয়ন্ত্রিত ভারতীয় উপমহাদেশে ১৯৪১ সালে সৈয়দ আবুল আল মউদুদি জামাতে ইসলামি নামের যে সংগঠনটি গড়ে তুলে, ভারত বিভক্তির পর সেটি মুলত পাকিস্তানের লাহোরে হেড-কোয়ার্টার গড়ে। এর পর কেটে যায় প্রায় ৩০ বছর। এই পাকিস্তানি জামাতে ইসলামি সংগঠনটিরই অন্যতম সদস্য ছিল গো. আজম, নিজামি গং...... যারা পরিচালনা করে জামাতে ইসলামি পুর্ব পাকিস্তান ব্রাঞ্চ ...... যারা ১৯৭১ সালে স্বাধীনতার সময় বাংলি জাতীকে উপহার দিয়েছে এক কলংক জনক অধ্যায়। ৩০ লক্ষ শহীদের রক্তে রঞ্জিত হয়েছে রাজপথ। অথচ স্বাধীনতার ৪১ বছর পর আজও এই সংগঠনটি শহীদদের রক্তে রঞ্জিত বাংলার মাটিতে নির্বিচারে গুলি চালাচ্ছে পুলিশ আর সাধারন জনতার উপর, হরতালের নামে দেশের সম্পদ জ্বালিয়ে পুড়িয়ে শেষ করে দিচ্ছে......তবে কি আমরা আজও মুক্তি পাইনি সেই রাজাকার বাহিনির হাত থেকে। স্বাধীনতার ৪১ বছর পরও রাজাকারের হাতে নির্বিচারে পশুর মত মরবে বাংলার মানুষ???? জ্বলবে সারাদেশ??? কেন??? কাদের স্বার্থ রক্ষার জন্য নীরবে চোখের পানি ফেলবেন বাংলার জীবন্ত আর প্রয়াত কিংবদন্তিরা ??? এ লজ্জা কোথায় রাখি।



ছাত্রদলকে দেখে অবাক হবেন। তারাও স্বাধীনতা বিরোধী রাজাকার বাহিনির কাছে তাদের মাথা বিক্রি করে দিয়েছে। বিবেকের তাড়নায় হলেও একবার শাহবাগে আসা কি উচিৎ ছিল না তাদের?? আপনারা ছাত্রদল করেন বলেই কি মুক্তিযোদ্ধাদের প্রতি বিন্দুমাত্র শ্রদ্ধা বা সম্মান দেখানোর সৎ সাহস হয় না??? রাজনীতি করি বলে কি আমি আমার মাথা বিক্রি করে দিব দলের নেতার কাছে??



আসুন কিছু প্রশ্ন দিয়ে শেষ করি ----



১। শুধুমাত্র বাঙ্গালী বলেই কি - এদেশের যুবসমাজের একটি অংশ নির্লজ্জভাবে রাজাকারদের পায়ের ছাপ দেখে পথ চলছে??



২। শুধুমাত্র বাঙ্গালী বলেই কি - নির্বিচারে গনহত্যা আর ধর্ষণ করেও কসাই কাদেরের ফাসি হয় না??



৩। শুধুমাত্র বাঙ্গালী বলেই কি - প্রধান বিরোধী দলের নেত্রি আমেরিকাকে ডেকে ডেকে দেশ দিয়ে দিতে চান???



৪। শুধুমাত্র বাঙ্গালী বলেই কি - জাতীর পিতা বঙ্গবন্ধু বাঙ্গালীদের হাতেই নৃশংসভাবেখুন হয়। একই পরিনতি মেজর জিয়াকেও বরন করতে হয়ছে।



অত্যন্ত দুঃখ হয় যখন আজও নিজ চোখে দেখি এক বাঙ্গালী, যিনি সর্বোচ্চ ডিগ্রি (পি.এইচ.ডি) নিচ্ছেন, তিনিও পরস্রিকাতরতা আর নির্লজ্জ পরনিন্দা থেকে বের হতে পারছে না। তাহলে আমারা কি কোনদিনও আলোর দেখা পাবনা??? এ জাতিকে পথ দেখাবে কে???



শুনো ওহে ছাগুর দল। তোমাদের প্রতি রইল করুনা। আর আজ আমার বাংলার যত সধারন মানুষ শাহবাগকে স্লোগানে স্লোগানে প্রকম্পিত করেছ, তোমাদের প্রতি রইল স্যালূট। আজ যে ছোট্ট শিশু বুকের মধ্যে রাজাকারের ফাসি চেয়ে রাস্তায় নেমে আসে তাদের মুক্ত চিন্তার কাছে অন্তত ছাগুদের নৈতিক পরাজয় ঘটেছে। এরাই আমাদেরকে আগামী দিনে আলো দেখাবে।



Ullah Enayet



Lund University, Sweden

মন্তব্য ৪ টি রেটিং +০/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ০৯ ই ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৩:৩৫

পুংটা বলেছেন: চুে চুে চুে দেব... রাজাকার চুে দেব B-))

০৯ ই ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৩:৪৫

সাদা-কালো বলেছেন: হেইয়ো ;) ;)

২| ০৯ ই ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৩:৪১

নায়করাজ বলেছেন: জামাত শিবিরের অর্থনৈতিক শক্তি ভেঙ্গে দেন। ওদের সামাজিক ও অর্থনৈতিকভাবে বয়কট করুন। ওদের প্রতিটি অর্থনৈতিক প্রতিষ্ঠান সম্পর্কে জানুন। ওদের প্রতিষ্ঠানে বিনিয়োগ করবেন না। বরং বিনিয়োগ বা অংশীদারিত্ব থাকলে প্রত্যাহার করুন। ইসলামী ব্যাংক থেকে সকল টাকা তুলে নিন। আপনার টাকা দিয়ে ওদের দেশবিরোধী কার্যকলাপ চালাতে দেবেন না।

জামাত শিবির পরিচালিত প্রতিষ্ঠানের বিস্তারিত তথ্য পাবেন এখানে : Click This Link

০৯ ই ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৫:০৮

সাদা-কালো বলেছেন: সহমত

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.