![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
Only because I'm telling you this story, doesn't mean I am alive at the end of it
জামাতের রাজনিতী নিষিদ্ধ করার প্রক্রিয়া চলছে । সরকারকে সাধুবাদ জানাই। আর বিএনপির রং বদল
গয়েস্বর চন্দ্র বললেনঃ জামাত-বিএনপি কি স্বামী স্ত্রী যে একসাথে ঘুমাবে
এইডা কিছু অইলো??
হি হি। খুশী হইলাম - বিএনপি প্রজন্ম চত্তরের আন্দোলনের সমর্থন দিছে শেষ পর্জন্ত। এতদিন যারা এই আন্দোলনকে নানা ভাবে কলঙ্কিত করার চেস্টা করেছে, তারাই এখন হালে পানি না পেয়ে মত ঘুরিয়ে বলছে বিএনপি ক্ষমতায় গেলে মানবতাবিরোধীদের বিচার করবে। প্রশ্ন হল বিএনপি কি মানবতাবিরোধীদের বিচার করবে নাকি রাজাকারদের??? আমাদের কাছেতো দুইটা একই জিনিস। প্রকাশ্যে এড়িয়ে চলবেন, আর গোপনে??? স্বামী স্ত্রী
তাহলে আবারও প্রশ্ন, জামাতের সাথে একই মঞ্চে দাঁড়িয়ে কার বিচার করবে বিএনপি???:O :O :O
ক্ষমতায় গেলে বিচার করবেন, বুঝলাম। তার মানে কি এইটা যে ক্ষমতায় না গেলে বিচার করবেন না?? তার মানে বিচার পেতে হলে জনতাকে আগে আপনাদেরকে ক্ষমতা দেয়ার নিশ্চয়তা দিতে হবে??? ক্ষমতায় যাওয়ার আগ পর্জন্ত জামাত আপনাদের সাথে থাকবে, এর পর ক্ষমতায় গেলে মানবতাবিরোধীদের বিচার করবেন??? :O :O আপচুচ...... বাঙালি ঘুম থেইকা জাইগা গেছে
এই আন্দোলনে স্পস্ট হয়েছে যে, জামাত শিবির একদিকে আর গোটা বাংলাদেশ অন্যদিকে। কিছুদিন আগেই খালেদা জিয়া এক জনসমাবেশে বলেছিলেন "কাদের মোল্লা, নিজামী, সাইদী দের কে নিস্বর্ত মুক্তি দিতে হবে
" যদি তিনি এখনো জামাতের সাথে এক প্লাটফর্মে দাঁড়িয়ে মানবতাবিরোধীদের বিচার করতে চান :O :O, তবে এই মানবতাবিরোধীরা কারা??? প্রজন্ম চত্ত্বরের আন্দোলনকারীরা??? তবে কি রাজাকারদের ফাসি চাওয়াটাকেই মানবতাবিরোধী কাজ মনে করছে বিএনপি???
যদি সেটা না হয় তাহলে আগে জামাতকে জোট থেকে বহিস্কার করুন। সমাবেশ করে নিজেদের ভুল স্বীকার করুন, বলুন "জামাত রাজাকার, বাংলার মাটিতে এদের বিচারের রায়ে সর্বোচ্চ শাস্তি ফাসি হোক।" আগামী নির্বাচনে এর সুফল পেতেও পারেন। অন্যথায় ----
ফন্দি কইরা কুনু লাভ নাই বাঙ্গালী জাইগা গেছে
১৪ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১:৫৪
সাদা-কালো বলেছেন: "জামাত-বিএনপি কি স্বামী স্ত্রী যে একসাথে ঘুমাবে"
ধন্যবাদ আখিলিস। ভালো থাকবেন।
২| ১৩ ই ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ৯:৩৭
তাসজিদ বলেছেন: বিনপি পরেছে নিজের ফাদে।
আন্দোলন সাপোর্ট করলে জামায়াত ক্ষেপে, না করলে তরুণ সমাজ ক্ষেপে।
অবশেষে ৮ দিন পর তারা দায়সারা ভাবে একটি statement দিয়েছে।
১৪ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১:৫৬
সাদা-কালো বলেছেন: "জামাত-বিএনপি কি স্বামী স্ত্রী যে একসাথে ঘুমাবে"
ধন্যবাদ তাসজিদ। ভালো থাকবেন।
৩| ১৩ ই ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ৯:৪২
জ্ঞাতিবৈর বলেছেন: এইসব দ্বায় ছাড়া statement দিয়া লাভ হবে না। দেশটা কোন মগের মুল্লুক না।
১৪ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ২:০২
সাদা-কালো বলেছেন: শিয়াল কুমিরের গল্প অনেক শুনিয়েছেন। ধান্দাবাজি রাজনিতী বাদ দিন
বাঙ্গালী জেগে গেছে
ভাল থাকবেন।
৪| ১৩ ই ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ৯:৪৭
খুব সাধারন একজন বলেছেন: বিনপি নিয়া আজ পন্ত কিছু কই নাই।
ভাবসিলাম, পরের বার বিম্পিরে বোট দিমু জামাত ছাড়লে।
শালার বিম্পি গিরা গেলা বাঙালিগো নজরে।
ভাশুরের নাম মুখে আনে না। শরম। কষ্ট লাগতাসে, বিম্পিরে বকতে হইল।
ছাত্রদল কৈ? ওরা না মাঠ কাপায়? হাইকুমান্ডরে বোঝাও।
১৪ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ২:০৮
সাদা-কালো বলেছেন: ভাশুরের নাম মুখে আনে না। শরম করে।
এক্কেবারে খাটি কথা
৫| ১৩ ই ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ১০:০৯
স্পাইসিস্পাই001 বলেছেন:
আচ্ছ কে স্বামী :!> আর কে স্ত্রী :> ..... জাতি হিসেবে জানতে মন চা্য...।
১৪ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ২:২৬
সাদা-কালো বলেছেন: ইউ ডোন্ট ওয়ান্ট টু নো অল দোস স্পাইসি স্টোরিস। ডু ইউ??
দুষ্ট ছেলে এখানে দেখ।
মেশিন চলবে
©somewhere in net ltd.
১|
১৩ ই ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ৯:৩৭
আখিলিস বলেছেন: BNP is now the B-Team of Jamat. It has become the pet of Jamat.