![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
Only because I'm telling you this story, doesn't mean I am alive at the end of it
সামু থেকে আমাকে একটি মেইল করা হয়েছে। যেখানে বলা হয়েছে "মঞ্চে স্লোগান অব্যাহত রাখতে তাকে নেতাদের ‘খাদ্য’ হতে হবে। শুধু তাই নয়, যে তাকে রাজনীতিতে এনেছে, সে এখন তারও ‘খাদ্য’। নারীটি এখন রাজনীতি ছাড়তে চান।"- এই শিরোনামের একটি পোস্ট এ আমি আপত্তিকর মন্তব্য করেছি এবং এই কারনে আমাকে সেইফ থেকে জেনারেল করা হয়েছে। অথচ আমার জানামতে এই পোস্ট এ আমি কোন মন্তব্য করেছি বলে মনে পড়ে না। পোস্ট এ ঢুকে দেখলাম আমার নামে একটি মন্তব্য ছিল যেটি রিমোভ করা হয়েছে। ঘটনাটি অত্যন্ত আশ্চর্যজনক। আমি জানতে চাই আমার নিক থেকে কি মন্তব্য করা হয়েছে?? সেটি আমাকে অতিসত্তর জানানো হোক। আমার আইডি হ্যাক হয়েছে কিনা সেটি বুঝার জন্যও আমার জানা দরকার সেই কমেন্টটি কি ছিল। দয়াকরে আমাকে অতিসত্তর বিষয়টির ব্যাখ্যা দেয়ার জন্য বিনীত অনুরোধ করছি। অন্যথায় আমি বুঝে নিব আমি রাস্ট্রোদ্রোহীদের বিরুদ্ধে পোস্ট দিচ্ছি যেটি সামু মেনে নিতে পারছে না এবং এই কারনে একটি ভুয়া সিচুয়েশন সৃষ্টি করে আমাকে উদ্দ্যেশ্য প্রনোদিতভাবে সেইফ থেকে জেনারেল করা হয়েছে। উল্লেখ্যঃ ব্লগ কিংবা ফেবুতে বিভিন্ন সময়ে সামুর ছাগু প্রিতী জাতীয় কিছু বিষয় নিয়ে যখন গুজব উঠেছিল তখন আমি সক্রিয়ভাবে সেইসবের প্রতিবাদ জানিয়েছিলাম। কিন্তু আমি আমার প্রশ্নের/প্রতিবাদের সদুত্তর না পেলে দুঃখজনকভাবে সেইসব গুজব আমার কাছে সত্যি বলেই বিবেচিত হবে কিনা আমি জানি না।
১৬ ই এপ্রিল, ২০১৩ রাত ৯:২৫
সাদা-কালো বলেছেন: আপনাকে ধন্যবাদ।
২| ১৬ ই এপ্রিল, ২০১৩ সন্ধ্যা ৬:০৩
পুংটা বলেছেন: ভাইরে... আমার লেষ্টেষ্ট পোষ্টে আমি কোন ছবি সংযুক্ত করি নাই, তারপরও সেইরাম একটা ছবি পোষ্টে সংযুক্ত হয়েছে কেমন করে সেটাও আমি বুঝতেছি না।
সামুর মডুদের বিচার চাই।
১৬ ই এপ্রিল, ২০১৩ রাত ৯:৩৫
সাদা-কালো বলেছেন: ধন্যবাদ মন্তব্যের জন্য। আপনার লেখাটি পড়েছি। গল্পটিও পড়ার চেস্টা করেছি। কিন্তু মাথা গরম হয়ে যাওয়ায় শেষ করতে পারিনি। ভাল থাকবেন।
৩| ২২ শে এপ্রিল, ২০১৩ ভোর ৬:০৫
কাজী মামুনহোসেন বলেছেন: আপনি ওই পেস্টে প্রথম মন্তব্য করেছেন, ১৫ ই এপ্রিল, ২০১৩ রাত ৯:৫০ এ
আপত্তিকর মন্তব্যের কারনে মডুরা সেই মন্তব্য ডিলিট করেছেন (মন্তব্য আমি পড়িনি) যার স্ক্রিনশন -
আর আপনি পরের মন্তব্য করেছেন, ১৬ ই এপ্রিল, ২০১৩ বিকাল ৫:৪৭ এ, যার স্ক্রিনশট -
দ্বিতীয় মন্তব্যে লিখা আছে
উইলিয়াম অ্যাকিলিস বলেছেন: প্রিয় লেখক>
সামু থেকে আমাকে ইমেইল করে বলেছে আমি আপনার এই লেখায় আপত্তিকর মন্তব্য করেছি যার কারনে আমাকে সেইফ থেকে জেনারেল করা হয়েছে। অথচ আমার জানামতে এই পোস্ট এ আমি কোন মন্তব্য করিনি। আপনি কোন আপত্তিকর মন্তব্য লক্ষ করে থাকলে আমাকে একটু জানাবেন মন্তব্যটি কি ছিল প্লিজ। লেখাটির জন্য আপনাকে ধন্যবাদ।
তাহলে প্রথম মন্তব্যটা কে করেছে ?
নিশ্চই ভুত এসে করে দিয়ে যায়নি ?
©somewhere in net ltd.
১|
১৬ ই এপ্রিল, ২০১৩ বিকাল ৫:৫৪
বিদ্রোহী ভৃগু বলেছেন: দাবীর প্রতি সম্মান প্রদর্শনের বিনীথ আনুরোধ করছি।