![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি-ই বাংলাদেশ, আমার ডাকনাম
লজ্জা।।।
------------------------------
---------------
--------------------------
আমি বিশ্বজিৎ আমি
রাজন
আমি অবিরাম বাংলার মুখ আমি লাল
সবুজের কাফন
আমি ধ্বংসে পড়া ভবনের নিচে গলিত
লাশের গন্ধ
আমি পদ্মার লঞ্চডুবি আমি তাজরীনের
অগ্নিকাণ্ড
আমি সাগর-রুনি, আমি ভূগর্ভস্থ জিয়াদ
চাপাতি হাতে সুযোগ পেলেই আমি
সাজি জল্লাদ
আমি ফেলানী,আমি সাত খুন ঐ
শীতলক্ষার পাড়ে,
আমি ষোল কোটি মানুষের ভাগ্য হয়ে
ঝুলে আছি কাঁটাতারে
আমি অন্ধ তাই বন্ধ আমার বিবেকের
দরজা
আমি-ই বাংলাদেশ, আমার ডাকনাম
লজ্জা.।.................তাই নিজে থাইকা
আগাই আশি
©somewhere in net ltd.
১|
১৭ ই জুলাই, ২০১৫ রাত ১০:০০
ভবের ডিঙ্গা বলেছেন: জ্বালাময়ী এই কবিতাটি পড়ে ভাল লাগল কিন্তু শেষ বাক্যটি বিভ্রান্ত করে দিল