![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
মানবতা আজ কোথায় এসে
দারিয়েছে ,,??
ভাবতে খুব অবাক লাগে মাত্র ১৩
বছরের একটি শিশুকে এ ভাবে
নির্মম ভাবে যারা হত্যা করতে
পারে,তারা কি মানুষ ??
কি অন্যায় ছেলেটির সে চুরি
করছে ?? যদি সত্যিই সে চুরি
করে, তার
জন্য দেশে আইন আছে। ঐ নরপশুরা
কারা
বিচার করার ??
বাবা মার মুখে দু মুঠো খাবার তুলে
দিতে মাত্র ১৩ বসর বয়সে
কাজের
সন্ধানে নেমেছিলো সিলেটের
ছোট্ট ছেলে রাজন । হয়তো সমনে
ঈদে
বাবা মা কে নতুন জামা কাপড়
কিনে
দিতে চেয়েছিলো ছেলেটি !!
কিন্তু
ভাগ্যের কি পরিনতি? চুরির
অপবাদ
নিয়ে পৃথিবী ছাড়তে হলো
ছেলেটিকে !! একটা বাচ্চা ছেলে
চুরি করেছে বলে, তাকে মেরে
ফেলতে হবে ?? এর কি কোনো
বিচার
নেই ??
# আর
অবিলম্ভে এর বিচার দেখতে
চাই। একবার ভাবুন ঐ রাজন যদি
আমার
আপনার ভাই হতো ? কি
করতেন ?? ।
.
নির্মম, পৈশাচিক, অমানবিক
নিষ্ঠুরতার চরম প্রকাশ.
ধিক্কা
এই মানবরুপী পশুদের।
নির্যাতনকারীদের দৃষ্টান্তমূলক
শাস্তি
দাবী করছি,,,;
©somewhere in net ltd.