![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমাদের মনুষত্য কি হারিয়ে যাচ্ছে.....
রাজন হত্যার ঘটনা তো আমরা কেউ ভুলি
নাই, এর
আগের ঘটনাটা ছিল পহেলা বৈশাখের
ঘটনা,
তার পরের ঘটনাটা ছিল ক্রিকেটার
নাসিরের
বোনকে অশ্লীল মন্তব্য করার ঘটনা, গতকাল
যেটা
দেখলাম এক গ্রাম্য সালিশে গৃহ বধুকে
বিবস্ত্র
করার, আজ সকালে দেখলাম এক বাবা তার
শিশু
পুত্রকে সাত তলা থেকে ছুরে ফেলে দিল।
এখন
সত্যি মনে একটা প্রশ্ন জাগে মানুষের
মনুষত্য কি
হারিয়ে যাচ্ছে? মানুষ কি দিন দিন পশুতে
পরিনত হচ্ছে? মানুষের এই নৈতিক
অবক্ষয়ের
প্রধান কারন আসলে কি হতে পারে?
আপনাদের
কি মনে হয় না আমরা একটা অসুস্থ সমাজে
বসবাস
করছি যে সমাজের ৫০% তরুন মন ভাঙার
যন্ত্রনা
জানে যেখানে তাদের জানার কথা ছিল
প্রথম
এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধ সংগঠিত হবার
কারন,
স্টিফেন হকিং অথবা চে গুয়েভারার
জীবনী,
ধর্মীয় কিংবা নৈতিক মূল্যবোধ। বাকী
৩০%
হয়তো বা এখনো সেই রোগ বয়ে বেড়াচ্ছে।
আমার
এ কথা গুলো বলার উদ্দেশ্য হলো অামাদের
যখন
যা জানার দরকার, যখন যেটা করার দরকার
তখন
সেটা হচ্ছে না। যেমন ইন্টারনেট
ব্যবহারকারী
অধিকাংশ এর অপব্যবহার করছে।
ছাত্রছাত্রীদের
মধ্যে খুব কম সংখ্যকই আছে যারা নেটে
পড়াশোনা করে। তাছাড়া শিক্ষা
অামাদের
মূল্যবোধের কোন পরিবর্তন অানতে পারছে
না।
৯৯% মানুষ পড়াশোনা করে ভালো মানুষ
হওয়ার
জন্য নয় ভালো একটা চাকরি পাবার জন্য।
ইদানিং ফেসবুকের বিভিন্ন কমেন্টে
দেখা যায়
বাজে ভাষার ছড়াছড়ি এবং সেখানে
লাইক,
রিপ্লের কোন অভাব নেই। এখন যে তরুন /
তরুণীটি
ফেসবুকে নতুন সে তো ধরে নেবে বাজে
ভাষা
অায়ত্ত করাটাই উচিৎ কারন এটাই সবাই
পছন্দ
করে। এর মাধ্যমেই জনপ্রিয় হওয়া যায়।
অামাদের সমাজ অামাদের কিভাবে
খারাপ
পথে ঠেলে দিচ্ছে এটা তার একটা উদাহরন
মাত্র।
গত ছয় মাসের কিছু চাঞ্চল্যকর ঘটনা গুলো
অামাদের কল্পনার বাহিরে ছিল। অামরা
যে
১০০% স্বার্থপর এ ব্যাপারে কারো কোন
সন্দেহ
নেই। এখন অামাদের ১০০% পশু হওয়াটাই
হয়তো
বাকি অাছে।
©somewhere in net ltd.