নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি সততা কে পছন্দ করি।তাই আমি সর্ততার পথে চলতে চেষ্টা করি।

Emon hasan

Emon hasan › বিস্তারিত পোস্টঃ

পৃথিবী আজ বিবেকবর্জিত.

০৬ ই অক্টোবর, ২০১৫ দুপুর ১:২২

পৃথিবী আজ বিবেকবর্জিত.....
লেখা : Emon Hasan
.
.
. মানুষ এখন আর মানুষ নেই হয়েছে
হিংস্র হায়না, রক্ত পিপাসু ডাইনেসর
হয়েছে দাজ্জালের প্রতিবিম্ব সব !!
.
খবরের কাগজে চোখ বুলিয়ে ঠিক
কতদিন আগে যে কেউ কোন একটা
পজিটিভ নিউজ পড়েছে কেউ মনে করতে
পারবে না!!
.
হত্যা, গুম, ধর্ষন, রাহাজানি,
সন্ত্রাসবাদী, অপহরন এগুলো দেখে আর
কেউ অবাক হয়না খবরগুলো দেখে ভয়ে
শিহরিত হয়না কেউ ভয়ে কম্পিত হয়না
কারো হৃদস্পন্দন কারো কেউ হবেই বা
কেন এগুলো তো এখন আর অস্বাভাবিক
কিছুনা নিত্যনৈমিত্যিক স্বাভাবিক
ঘটনায় পরিনিত হয়েছে আজ !!
.
ঠিক মনে পড়েনা বোধ করি চার মাস
আগে একবার একটা সংবাদপত্রে
পড়েছিলাম তিন বছরের শিশু ধর্ষিত
আচ্ছা আপনি কি আমাকে একটু বুঝিয়ে
বলবেন কি এমন আছে ঔ শিশুর শরীরে
ধর্ষন করার মত আল্লাহর ফেরেশতা ঔ
শিশুটি তার সাথে এই জঘন্য কাজটি
করতে কি আপনার একবারও বাঁধল না
নিজেকে আজ ঘৃনা করতে ইচ্ছে করে যখন
ভাবি যে আমি এমন একটা পৃথিবীতে
বাস করি যেখানে এই
নিকৃষ্ট ব্যক্তিগুলো থাকে ছিঃ !!
.
প্রবাদে আছে অর্থই অনর্থের মূল কথাটা
যে লিখেছিল সে বোধহয় সত্যিই একজন
বিচারবুদ্ধিসম্পন্ন মানুষ ছিলেন কারন
কথাটা এই পৃথিবীর জন্য ১০০% সত্য ও
বাস্তবিক আজ মানুষ টাকার জন্য করতে
পারেনা এমন কোন ঘৃনিত কাজ নেই
টাকার জন্য আত্মার বন্ধন আপনজনের
গলায় ছুরি চাঁলাতে এতটুকু দ্বিধাবোধ
করেনা!!
.
চারপাশে শুধু হত্যা আর হত্যা আমার
মনে প্রতিদিন পৃথিবীতে যত মানুষ
হত্যা হয় পদতলে পৃষ্ঠ হয়ে দৈনিক
ভুলক্রমে এতগুলো পিঁপড়াও বোধহয়
মারা যায়না !!
.
এই নিসংশতা মধ্যযুগের বর্বরতাকেও
হার মানিয়েছে স্বয়ং শয়তানও বোধহয়
আজ কম্পিত এই মানুষগুলোকে দেখে !!
.
আমি লজ্জিত এই যুগে জন্ম নিয়ে
ধিক্কার জানাই এ বিবেক বর্জিত
পৃথিবীকে !!

মন্তব্য ১ টি রেটিং +১/-০

মন্তব্য (১) মন্তব্য লিখুন

১| ০৬ ই অক্টোবর, ২০১৫ বিকাল ৩:২৬

ময়না বঙ্গাল বলেছেন: ভাই আমি বিবেকইজম বিষয়ে কনসাল্ট করতে চাই । সামনে মতচিন্ত বিনিময় করতে চাই ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.