নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি সততা কে পছন্দ করি।তাই আমি সর্ততার পথে চলতে চেষ্টা করি।

Emon hasan

Emon hasan › বিস্তারিত পোস্টঃ

হুজুগে বাঙ্গালী। নাচনে মুসলিম।

১৫ ই নভেম্বর, ২০১৫ সকাল ১০:৫৬


================
জুকার বার্গ বললো ফেবুর প্রোফাইল
পিক চেঞ্জ করার মাধ্যমে ফ্রান্সকে
সাপোর্ট কর।
আমরা অনেকেই বুঝে না বুঝে
আমাদের প্রোফাইল পিকে ফ্রান্সের
পতাকাবাহী ছবি দিয়ে সাপোর্ট
করলাম।
আচ্ছা আমরা কি সাপোর্ট করলাম??
আমরা কি ফ্রান্সের শার্লি এবদো
রাসুল (সঃ) কে নিয়ে যে ব্যাঙ্গাত্মক
ছবি প্রকাশ করেছে সেটাকে সাপোর্ট
করলাম???
না কি এই হামলার প্রতিশোধ গ্রহনে
ফ্রান্স অন্য রাস্ট্রগুলোকে সাপোর্ট দিয়ে
আইএস কে কেন্দ্র করে মুসলিম দেশ
গুলোর উপর হামলা করবে সেটার
সাপোর্ট করলাম???
কয়েকটা রাস্ট্রের ফেবু আইডি ঘুরে
যতটুকু দেখলাম,তাতে বাংলাদেশি
মুসলমানদের মত ভয়াবহ অন্য কোন
মুসলিম দেশ গুলোর বা মুসলমানদের
প্রোফাইল পিকের চেঞ্জ তেমন একটা
চোখে পড়লো না
আহ্,,,,
এমন কিছু মানুষের প্রোফাইল
পিকে ফ্রান্সের হামলার সমবেধনায়
সাপোর্টকৃত পতাকা দেখলাম,যারা
কিনা বিগত দিনের গাজা,মিসর,বার্মা,
সিরিয়া,রোহিংঙ্গা হামলার প্রতিবাদ
ইস্যুতে তাদের প্রোফাইল অথবা ওয়ালে
সমবেধনা বা প্রতিবাদ স্বরূপ এর কোন
Symble ই দেখলাম না
তাহলে বুঝুন আমরা কোথায় আছি????
আপনাদের বিবেকের কাছে আমার
প্রশ্ন?
যখন রাসুল (সঃ) কে নিয়ে ফ্রান্সের
শার্লি এবদো বাংঙ্গাত্মক কার্টুন ছাপালো
মুসলমানেরা প্রতিবাদের ঝড় তুললো
তখন কি ফেবু কর্তৃপক্ষ কোন সাপোর্ট
চেয়েছিল??
আপনারা কি তখন আপনাদের
প্রোফাইলে কালেমার পতাকা দিয়ে
বা ওয়ালে প্রতিবাদ করেছিলেন??
ইসরাইল যখন গাজার নিরহ
নারী শিশুর উপর বোমা মেরে
শত শত মানুষ হত্যা করলো,
ফেবু কি তখন গাজার নিরহ
মানুষের জন্য সাপোর্ট চেয়েছিল??
আপনারা কি ফিলিস্তিনের পতাকা
প্রোফাইলে দিয়ে সমবেধনা জানিয়েছিলেন????
না জানায় নি,কারন ফিলিস্তিনির তারা
ফ্রান্সের ১৫০ জনের মত রক্তে মাংসে
গড়া মানুষ না,তারা মুসলমান তাই
এখনো গাজায়,সিরিয়ায় প্রতি নিয়ত
ওদের বোমা হামলায়,গুলিতে
আমার নিরহ মুসিলিম ভাই
বোনেদের কে হত্যা করা হচ্ছে।
কই,,,,যারা ফ্রান্সের পতাকা
প্রোফাইলে লাগাইছেন তাদেরকে
তো একদিনো সে দেশের পতাকা
টানিয়ে সমবেধনা জানাইতে
দেখলাম না??
না টানবেন না,টানাইলে তো
আবার দেশদ্রোহী বা জংগী হয়ে
যাবেন।
হায়রে,,,বাংগালী মুসলমান,
নবীর জন্য কাদে না মন,
কাঁন্দে মন তার জন্য ফ্রান্স।
তাই আমার কাছে মনে হলো
আমরা হুজুগে বাঙ্গালী,
নাচনে মুসলিম ,,,,,,,
এর মানে এই না যে আমি এই
হামলাকে সাপোর্ট করতেছি
বা এই হত্যাকান্ডে খুশি হয়েছি!
আমি কোন দেশেরই সন্ত্রাসীদের
হামলাকে সাপোর্ট করি না।
আমিও বেধনায় ব্যাথিত।
কিন্তু,প্রতি নিয়ত যে মুসলিম
হত্যা হচ্ছে ওদের মাধ্যমে।তার
কাছে এই ১৩০/৫০ জন কিছুই না।
আর ওরাই এই সন্ত্রাসী তৈরী করেছে
মুসলমানদের কে অশান্তিতে
রাখার জন্য,সেই সন্ত্রাসী দ্বারা
ওদের ঘরে আগুন জ্বলাটা
ওদের প্রাপ্য।।
হায়রে বাংগালী,
ফ্রি পাইলে আলকাতরাও
মুখে ঘষে,তখন আর হুশ
থাকে না কি দিচ্ছি মুখে।
জুকার বার্গ দিছেতো দেখতেও
সুন্দর লাগে,তাই আগে লাগাই লই
বিঃদ্রঃ- কেউ ভুল বোঝার চেস্টা করবেন
না,আমি এখানে যা বলতে চেয়েছি সেটা
ভালো করে বুঝে নিন।
কারো মনে আঘাত লাগলে
আমি দুঃখিত।

মন্তব্য ১০ টি রেটিং +১/-০

মন্তব্য (১০) মন্তব্য লিখুন

১| ১৫ ই নভেম্বর, ২০১৫ সকাল ১১:০৬

রেজওয়ানা আলী তনিমা বলেছেন: আপনার সাথে সহমত। প্যারিসে এক দিনে এক দেড়শো মানুষ মারা গেলে বড় খবর হয় , পত্রিকায় ব্রেকিং নিউজ। আর আমাদের ভাইবোনেরা বছরের পর বছর নির্বিচারে নিহত হচ্ছে সেটা একদিনের জন্যও খবর হয় না। এটা যেন স্বাভাবিক। মুসলিম হবার দন্ড ভোগ করছি। এখন এই হামলার পরে পৃথিবীজুড়ে বড় শাস্তি, সন্দেহের শিকার হব আমরাই।

১৫ ই নভেম্বর, ২০১৫ সকাল ১১:১৩

Emon hasan বলেছেন: right

২| ১৫ ই নভেম্বর, ২০১৫ সকাল ১১:০৯

মোহাম্মদ শামছুদ্দীন বলেছেন: ভাই আমি আপনার সাথে একমত

৩| ১৫ ই নভেম্বর, ২০১৫ সকাল ১১:১৩

Emon hasan বলেছেন: good

৪| ১৫ ই নভেম্বর, ২০১৫ সকাল ১১:২৩

রোষানল বলেছেন: আমার মনের কথাটাই বলে দিলেন। মনে মনে চাপা ক্ষোভ নিয়ে বসে আছি X((

১৫ ই নভেম্বর, ২০১৫ সকাল ১১:৩৭

Emon hasan বলেছেন: মনের ক্ষোভ নিয়ে বসে থাকলে হবে না।প্রতিবাদ করতে হবে।

৫| ১৫ ই নভেম্বর, ২০১৫ দুপুর ১:০৯

পিচ্চি হুজুর বলেছেন: মুসলিম হবার দন্ড ভোগ করছি। সামনে আরও বাজে দিন আসতেছে। এমনিতেই ফ্রান্সে মুসলিমরা পদে পদে হয়রানির শিকার হয়। আর ইউরোপে রিফিউজিদের কথা ত বাদ ই দিলাম। সিকিউরিটির ইস্যু দিয়ে ত সব বোর্ডার বন্ধ করে দিবে। এই লাখ লাখ মানুষ ত মারা যাবে তাতে কারও কোন মাথা ব্যাথা নাই।

১৫ ই নভেম্বর, ২০১৫ দুপুর ১:৫৪

Emon hasan বলেছেন: এই সব দেখে যেতে হবে করার কিছু নাই।

৬| ১৫ ই নভেম্বর, ২০১৫ দুপুর ১:৪১

বিচার মানি তালগাছ আমার বলেছেন: এখন সাদ্দাম নাই, এখন গাদ্দাফি নাই, এখন হোসনি মোবারক নাই, এখন বুশ-ব্লেয়ার নাই। তবু কেন শান্তি নাই?

৭| ১৫ ই নভেম্বর, ২০১৫ দুপুর ১:৫৫

Emon hasan বলেছেন: ভাই যত দিন বারাক ওবামা আছে তত দিন শান্তি নাই।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.