| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
মানুষের জীবনের সবচেয়ে বড় সুখ হল তার আত্মসুখ। কেউ যদি জীবনে আত্মসুখ কে হারিয়ে ফেলে তবে আমি মনে করি সে তার জীবনের সমস্ত সুখ হারাবে।
আমার মতে আত্মার পরিতৃপ্তির জন্য সুস্থ মস্তিষ্কের দ্বারা নিয়ন্ত্রিত যা কিছু প্রয়োজন তার অভাব না থাকলে যে সুখ পাওয়া যায় তাকেই আত্মসুখ বলে।
আবার অশ্লীলতা কে আমি আত্মসুখ বলি না। নোংরামি বা ইতরামি কে আত্মসুখ বলি না।
যে সকল কাজ মানুষের জীবনে সাময়িক আনন্দ দেয় কিন্তু সেই আনন্দ মানুষকে জীবনের আসল পথ থেকে অনেক দূরে সরিয়ে নেয় তাকে আত্মসুখ বলি না।
©somewhere in net ltd.
১|
১৩ ই মার্চ, ২০১৩ রাত ১১:১১
বিফলতা নয়, সফলতায় বিশ্বাসী বলেছেন: বলার কিছুই নাই। কিন্তু এটাই সত্যি।