নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি সংশপ্তক কালের বুকে বিদ্রোহী আমি, চির বিপ্লবী মহাজাতক!

কবি ইমতিয়াজ হোসেন

কালের কবি

কবি ইমতিয়াজ হোসেন › বিস্তারিত পোস্টঃ

মুভি রিভিউ

০৫ ই ফেব্রুয়ারি, ২০১৪ সকাল ১১:০৯

কয়দিন যাবত্‍ দুটো ভালো সিনেমা দেখেছি ,কিংডম অব হ্যাভেন ,ফেতিহ নামে ।

অসাধারণ লেগেছিল । কিংডম অব হ্যাভেনটা ছিল এগারোশো চুরাশি সালে অত্যাচারী খ্রিস্টান যারা ক্রুসেডের নামে জেরুজালেম দখল করে নিয়েছিল ।তারপর সালাউদ্দিন আয়্যুবী তা দখল করে নেন ।।

আর ফেতিহ হল তুর্কি ছবি যেখানে সেই সুলতান মাহমুদের কাহিনী দেখানো হয় যিনি চৌদ্দশ চুয়ান্ন সালে কনস্ট্যান্টিনোপোল কে অটোমান সাম্রাজ্যের অধিভুক্ত করেন ।।

এখন তরবারীর যুদ্ধ নেই ,মুসলিমদের বিজয় গাঁথাগুলো ঐতিহাসিকরা লিখেননি ।আমরা ইতিহাস জানিনা । পাশ্চাত্যের চক্রে বোঁও বোঁও করে ঘুরছি ।।

এটা সম্মানের প্রতি গ্লানিকর । এখন পারমানবিক অস্ত্রের যুগ ,মুসলিমদের তীর ধনুক আর তরবারীর খোলস থেকে বের হয়ে অত্যাধুনিক অস্ত্র সস্ত্রে সজ্জিত হতে হবে ।

হয়তো তখন সালাউদ্দীন বা সুলতান মাহমুদের অটোমান সাম্রাজ্যের নেতৃত্ব দিবো আমি বা অন্য কোন মৃত প্রায় প্রাণ । জেগে উঠুন আরেকবার , অবশ্য তারজন্য সকল দেশের শাসন ক্ষমতা দখল করে মিরজাফরগুলোকে জাহান্নাম পাঠাতে হবে ??

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.