নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি সংশপ্তক কালের বুকে বিদ্রোহী আমি, চির বিপ্লবী মহাজাতক!

কবি ইমতিয়াজ হোসেন

কালের কবি

কবি ইমতিয়াজ হোসেন › বিস্তারিত পোস্টঃ

কবিতাঃ শাঁখেরকরাত

১৯ শে নভেম্বর, ২০১৬ রাত ৯:৫৭

অনেক পথ পেরিয়ে দেখা স্বপ্নগুলো
ঝরে যায় খেয়ালের বিদ্রুপ কালের অবসরে -
মনে ও মগজে হয় রক্তক্ষরণ
এযেন যুদ্ধ নিজের বিরুদ্ধে নিজেরই -
রক্ত ঝরানো যায় অবিরাম পিচে কিংবা রাষ্ট্রে
কিন্তু এ হৃদয়ের দগদগে ক্ষত কে আর কোথায় দ্যাখে?
যুদ্ধ করা যায়, জীবন দেয়া বা নেয়া
কিন্তু এইযে আমি জীবন মৃত্যুর মাঝামাঝি!
কিছু প্রশ্ন, কিছু অলক্ষ্যে দেখা স্বপ্নের সমাধি গড়ছি দিবারাতি
নিয়তির দোলোকে দোদুল্যমান আমি
খুঁজে ফিরে ফিরে জীবনের মানে
পালিয়ে পালিয়ে জড়িয়ে গেছি নিয়তির জালে ;
আজন্ম প্রতারক ভাগ্যের সাথে জুয়া খেলে হেরে হেরে ক্লান্ত আমি ;
স্বপ্ন দেখতে পারিনা আর -
দুঃস্বপ্নের বায়বীয় অত্যাচারে হারিয়ে গেছে সুখের শেষ লেশ -
মানুষ বড় হতে চায়, সাম্রাজ্য গড়ে
আমি এমনই বিত্তহীন রাজা
প্রতিদিন ভিখারির মত বেঁচে আছি -
এযেন পৌরাণিক অন্যায়ের প্রতিশোধ ;
এ যেন জীবনের দেনা।
ভুল পৃথিবীর ভুল মানুষ আমি ;
হাজার চাল হিসেব করে ভুল চালে হেরে যাই দাবা খেলার মত ;
শুধু কি আমি?
অনাগত ভবিষ্যৎ, কি হবে তার দুলছে ভাগ্য শাঁখেরকরাত!
হাসতে পারিনা, না গাইতে -
পারিনা খেয়ালের স্রোতে ভেসে ভেসে কল্পনাতে -
এ কি অপরাধ আমার?
যে খানেই হাত দেই
ছাই হয়ে যায় ;
এমনি বিদ্রোহী আমি
যুদ্ধ করছি নিজের সাথে
হারি বা জিতি নিজের রক্তেই রক্তিম রাজ্য অনাগত প্রাতে।।
................................................

মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ২০ শে নভেম্বর, ২০১৬ রাত ২:২২

চঞ্চল হরিণী বলেছেন: খুব কষ্ট জর্জরিত লেখা। আরও অসংখ্য, অগুনতি জীবনেরও এই একই যুদ্ধ। হারার রক্তে রক্তিম হওয়ার চেয়ে জেতার রক্তে রক্তিম হওয়ার কামনাতেই সবাই ছুটে চলে। তবুও ছুটে চলা।

২| ১০ ই আগস্ট, ২০১৭ সকাল ৮:৫৭

কবি ইমতিয়াজ হোসেন বলেছেন: ধন্যবাদ

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.