![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমার এক ফ্রেন্ড আজকেখুব উল্লসিত হয়ে এসে আমাকে বল্ল 'কীরে আটকাতে তোপারলি না।ফাসি তো দিয়ে দিলাম্ִ আমি জিগ্গাসা করলাম বল তো কোন অভিযোগের কারনে তাকে ফাসি দেয়া হয়েছে?এইটায় সাক্ষী দিয়েছে কারা?৭১ এ উনি কোন এলাকায় এই তান্ডব চালিয়েছিলেন?এই ব্যাপারে উনার বা উনার আইনজীবির বক্তব্য কী?৭১ এর পরের৪২ বছরে উনার কার্যকলাপ কী? সত্তি বলছি এইগুলার উত্তর সে এক বাক্যে দিয়েছে সেটা হচ্ছে 'কিচ্ছু বুঝি না, রাজাকারের ফাসি চাই' জাস্ট ইমাজিন!! কিন্তু অপ্রিয় হলেও সত্য এইরকম ডিজুস জেনারেশনের পোলাপান এই কথাটা ছাড়া আর এই ব্যাপারে কিছুই জানে না।নট আ সিংগাল ইনফরমেশন অর হিসটরি।
ডিয়ার ব্রাদার আবেগ নয় বিবেক দিয়ে চিন্তা কর।হু ইয দিস মেন? ইনি সেই ব্যাক্তি যিনি ৭১ পরবর্তি সময়ে তারই তান্ডবকৃত এলাকায় অবস্থিত ঢাকা বিশ্ববিদ্যালয়ের শহিদুল্লাহ হলে থেকে পড়ালেখা চালিয়ে যান…ইনি সেই ব্যাক্তি যিনি মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি ক্ষমতায় থাকাকালীন ৭৪ ৭৫ সালে সলিমুল্লাহ ও জগন্নাত হলের মাঝে অবস্থিত উদয়ন স্কুলে শিক্ষকতা করিয়েছেন…ইনি সেই ব্যাক্তি যিনি বাংলাদেশ রাইফেলস কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ ছিলেন…যিনি সাংবাদিকদের আস্তানা ঢাকা সাংবাদিক ইউনিয়নের দুইবারের ইলেকটেড সহ সভাপতি ছিলেন…দালাল আইনের ৩৭ হাজার অভিযুক্ত লোকের মধ্যে যার নাম নেই…এই লোকই কীনা হাজার হাজার লোক হত্যার জন্য দায়ী…শত শত মা বোনদের ইজ্জত লুন্ঠনকারী!! হাউ ইজ দিস পসিবল? ডিয়ার ব্রাদার তোমার এই অন্ধ আবেগজড়িত চিল্লানোর কারনে যদি এই লোকটি ফাসিতে ঝুলে আর সে যদি নির্দোষ হয়ে থাকে তাহলে মনে রাখবে এট দা ডে অফ জাজমেন্ট ইউ উইল বি লায়েবল ফর দিস।সো আবেগ নয় বিবেককে কাজে লাগাও।তারপরেও যদি বল কিচ্ছু বুঝি না ফাসি চাই তাহলে বলব ইউ আর ড্রান্ক গোহোম....।তার পর ও চাই ,এই ইস্যুর সমাপ্তি,আমরা সাধারন মানুষ চাই শান্তি,একটি ঐক্যবদ্ধ্য জাতি।
২| ১৮ ই সেপ্টেম্বর, ২০১৩ সকাল ১০:০৪
এসএমফারুক৮৮ বলেছেন: আপনি কি বুঝাতে চাইছেন ?
লেখাজোকা শামীম বলেছেন: কসাই কাদের ভালো লুক।
৩| ১৮ ই সেপ্টেম্বর, ২০১৩ সকাল ১০:৫৩
আখিলিস বলেছেন: 'বিভক্তি চাই না' আপনার নিকেই বোঝা যায় আপনি কি চান ! বেশী কথার কাম নাই - ভাইজান ৫ জন রাজাকারের নাম বলেন তো !
©somewhere in net ltd.
১|
১৮ ই সেপ্টেম্বর, ২০১৩ সকাল ৯:৩৯
লেখাজোকা শামীম বলেছেন: কসাই কাদের ভালো লুক।