নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

বিভক্তি চাই না

দেখা হবে ব্লগে.....।

চেতনায় তুমি

লেখতে লেখতে বলব.....

চেতনায় তুমি › বিস্তারিত পোস্টঃ

হিন্দু মুসলীম ভাই ভাই....ভারতে কি হচ্ছে ,দেখার কেউ কি নাই ??

২৩ শে সেপ্টেম্বর, ২০১৩ সকাল ৯:৪৫

অনেকেই ভারতে বড় দাঙ্গার কথা বললে শুধু গুজরাটের দাঙ্গা নিয়ে আসে, কিন্তু ভারতে কি শুধু গুজরাটেই মুসলিম নিধনে বড় দাঙ্গা হয়েছিল?? না.......





১৯৬১-এর অক্টোবরে আলিগড় মুসলিম নিধনে দাঙ্গা

১৯৬২-তে মধ্য প্রদেশের জাবালপুরে মুসলিম নিধনে দাঙ্গা

১৯৬৪-তে মহারাষ্ট্রের ভিভান্ডিতে মুসলিম নিধনে দাঙ্গা

১৯৬৭-তে বিহারের রানচিতে মুসলিম নিধনে দাঙ্গা

১৯৬৯-তে গুজরাটের আহমেদাবাদে মুসলিম নিধনে দাঙ্গা

১৯৭০-এ মহারাষ্ট্রের ভিওয়ান্দি, জালগন ও মালাদে মুসলিম নিধনে দাঙ্গা

১৯৭১-এ বিহারে মুসলিম নিধনে দাঙ্গা

১৯৭৮-এ আলিগড়ে মুসলিম নিধনে দাঙ্গা

১৯৭৮-৮০ পর্যন্ত বিহারের জামশেদপুর ও উত্তর প্রদেশের ভানারসিতে মুসলিম নিধনে দাঙ্গা

১৯৮০ তে উত্তর প্রদেশের মুরাদাবাদে মুসলিম নিধনে দাঙ্গা

১৯৮১-তে আলিগড়ের মিনাকশিপুরাম ও বিহারাশরীফে মুসলিম নিধনে দাঙ্গা

১৯৮২-তে উত্তর প্রদেশে মিরাটে মুসলিম নিধনে দাঙ্গা

১৯৮৩-তে আসামে মুসলিম নিধনে দাঙ্গা

১৯৮৩-তে কর্নটকে ভাটাকালে মুসলিম নিধনে দাঙ্গা

১৯৮৬ তে বিহারে নেওয়াদাতে মুসলিম নিধনে দাঙ্গা

১৯৮৭-তে উত্তর প্রদেশের মিরাটে মুসলিম নিধনে দাঙ্গা

১৯৮৯-তে বিহারের ভাগলপুরে মুসলিম নিধনে দাঙ্গা

১৯৯০-৯১-এ আলিগড়ে মুসলিম নিধনে দাঙ্গা

১৯৯২-৯৩-এ মুম্বাই, সুরাট, আহমেদাবাদ, কানপুর, দিল্লিসহ সমগ্র ভারতে মুসলিম নিধনে দাঙ্গা

১৯৯৭-এ তামিলনাড়–তে মুসলিম নিধনে দাঙ্গা

২০০০-এ আহমেদাবাদসহ বেশ কয়েক এলাকা মুসলিম নিধনে দাঙ্গা

২০০১-এ কানপুর, মালিগাও তে মুসলিম নিধনে দাঙ্গা

২০০২-এ গুজরাটে মুসলিম নিধনে দাঙ্গা

২০০৩-এ মুসলিম নিধনে ৭১১টি দাঙ্গা

২০০৪-এ মুসলিম নিধনে ৬৭৭টি দাঙ্গা

২০০৫-এ মুসলিম নিধনে ৭৭৯টি দাঙ্গা

২০০৬-এ গোয়া ও ভাদোদ্রা (গুজরাট) দাঙ্গাসহ মুসলিম নিধনে ৬৯৮টি দাঙ্গা

(Source: Riots )



অনেকে বলে এ সকল দাঙ্গায় হিন্দুরাও ক্ষতিগ্রস্ত হয়েছে, কিন্তু ভারতের প্রশাসন পর্যন্ত স্বীকার করেছে এ সকল দাঙ্গা ক্ষতিগ্রস্তদের ৭৫ শতাংশ মুসলমান। যেমন বাবরী মসজিদ দাঙ্গায় ভারতের স্বরাষ্ট্র মন্ত্রনালয়ের হিসেবে হতাহতের ৮০ শতাংশ হচ্ছে মুসলমান। সরকারই যদি ৮০ শতাংশ স্বীকার করে তবে প্রকৃত হিসেবটা কি???

মন্তব্য ৪ টি রেটিং +০/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ২৩ শে সেপ্টেম্বর, ২০১৩ সকাল ১০:০৩

বিদ্রোহী ভৃগু বলেছেন: ভয়াবহ সাম্প্রদায়িক হিন্দু রাষ্ট্র ভারত!

কিন্তু তারা মিথ্যাবাদী!

তারা ধর্মনিরপেক্ষতার মূখোশের আড়ালে মুসলিম শূন্য করতে চাইছে-

কিন্তু রবের ইচ্ছার বাইরে তাদের ইচ্ছার কি মূল্য..
াইতো ভারতের মুসলমানের সংখ্যা ৪৯ কোটি ছাড়িয়েছে!!

আসলে তারা হীনমন্যতায় ভোগে!

তারাতো জানে এই ভারত সুদির্ঘ সময় মুসলিমদের সুশাসনের পরিচালীত। ঐ দেশের উল্লেখযোগ্য বেশিরভাগ স্থাপত্যকীর্তী মুসলমানদের...
তারা বৃটিশদের সাথে আতাত করে- দেশের সাথৈ বেঈমানী করে তাদের পাচেটে ক্ষমতায় এসেছিল!!

তাই তারা নিজেদের হীনতাকে ঢাকতেই উড়্রতার আশ্রয় নেয়।

করুনা তাদের জন্য।

২| ২৩ শে সেপ্টেম্বর, ২০১৩ সকাল ১০:১৯

দীপঙ্কর_আলোসন্দিপ বলেছেন: ভারত - আমাদের কিছুই দেয়নি , আর দেবেও না উপরন্তু আমাদের
দেশের অসাম্প্রদায়িক চেতনা মুছে দিতে চায়
লাভ ঃ শ্রম বাজারে বাংলাদেশ ভারতের থেকে আগে থাকে

পাকিস্তান - আমাদের যা ছিল তাও নিয়ে গেছে
আমেরিকা - তার নিজের সুবিধা দেখছে , কারন এশিয়ান
মার্কেটে ভারতের থেকে বাংলাদেশ সম্ভাবনাময়

আর তাই কি ভারত , কি পাকিস্তান উস্টা মেরে বাচাও জান

৩| ২৩ শে সেপ্টেম্বর, ২০১৩ সকাল ১০:৪৩

সাইবার অভিযত্রী বলেছেন: দীপঙ্কর_আলোসন্দিপ বলেছেন: ভারত - আমাদের কিছুই দেয়নি , আর দেবেও না উপরন্তু আমাদের
দেশের অসাম্প্রদায়িক চেতনা মুছে দিতে চায়

৪| ২৩ শে সেপ্টেম্বর, ২০১৩ দুপুর ২:০০

মুহাম্মাদ মাহফুজুর রহমান শরীফ বলেছেন: ভাই দাঙ্গাগুলোর সংক্ষিপ্ত বর্ণনা দিলে আরো ভালো হতো।
যেমন কি ভাবে শুরু হলো, কতজন মানুষ মারা গেলো, কি কি ঘটেছিল, কার ভুমিকা কি ছিল ইত্যাদি?

আচ্ছা গরু নিয়ে নাকি ভারতে দুই-তিনবার দাঙ্গা হয়েছিল, সেগুলোর বর্ণনা কি?

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.