নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

বিভক্তি চাই না

দেখা হবে ব্লগে.....।

চেতনায় তুমি

লেখতে লেখতে বলব.....

চেতনায় তুমি › বিস্তারিত পোস্টঃ

বুন্ধু ?????????????

২২ শে ডিসেম্বর, ২০১৩ দুপুর ১২:৪৮

ওয়ানডে ও টেস্ট স্ট্যাটাস পাবার পর গত তেরো বছরে বাংলাদেশ ক্রিকেট টিম মাত্র একটি দেশ বাদে অন্য সবগুলো টেস্ট প্লেইং দেশ থেকে সিরিজ খেলার আমন্ত্রণ পেয়ে সিরিজ খেলে এসেছে। বাংলাদেশ ক্রিকেট টিমকে নিজ দেশে সিরিজ খেলার আমন্ত্রণ না জানানো দেশটির নাম কী বলতে পারবেন?



আগামী বছর বাংলাদেশে T-20 বিশ্বকাপ অনুষ্টিত হবার কথা ছিলো। সম্প্রতি পাকিস্তানের দূতাবাসে হামলার উপক্রম করায় নিরাপত্তার অজুহাতে তারা বাংলাদেশে খেলতে আসবে না বলে সাফ জানিয়ে দেয়ায় T-20 বিশ্বকাপটা সম্ভবত বাংলাদেশে আর হচ্ছে না!

এতে পাকিরা আমাদের ওপর একহাত নিলো, ক্ষতি হলো আমাদের, লাভ হলো কাদের? বলুন তো T-20 বিশ্বকাপের আয়োজক বাংলাদেশ না হলে, কোন দেশ এটা আয়োজন করবে?

এখন ঠাণ্ডা মাথায় ভাবতে বসুন, কারা কী উদ্দেশ্যে, কাদের দিয়ে এই কাজটা করালো?



একটা ক্লু দিচ্ছি, পাকিস্তানের সাথে বাংলাদেশের সম্পর্ক স্থগিত করার দায়িত্ব পাকিস্তান দূতাবাসের নয়, বাংলাদেশ পররাষ্ট্র মন্ত্রনালয়ের। সেই দাবীতে ঘেরাও কর্মসূচী বাংলাদেশ পররাষ্ট্র মন্ত্রনালয়ে না করে ডিপ্লোমেটিক জোনে কেন করা হলো?

মন্তব্য ৩ টি রেটিং +০/-০

মন্তব্য (৩) মন্তব্য লিখুন

১| ২২ শে ডিসেম্বর, ২০১৩ দুপুর ১২:৫৪

মোঃ আনারুল ইসলাম বলেছেন: চিরবুন্ধু ভারত। তয় এটা আর করেইন না সবাই ছাগু বলল্যা গালি দিবে।

২| ২২ শে ডিসেম্বর, ২০১৩ দুপুর ১:১৫

দেশপ্রেমিক পোলা বলেছেন: আমরা আমাদের দেশটিকে জঙ্গী বলে বলে বাইরের কাছে প্রচার করছি। পাকিস্হান হতে আর দেরি নেই। সারাদেশে কয়েক কোটি জামাত-শিবির আছে, (তার মানে কত জঙ্গীরে আমগো দেশে) তাদের মেরে তাদের খেপিয়ে এখন দেশে এমন হয়েছে, কেউ ক্রিকেট খেলতে আসবে না। ঠিক পাকিস্ঠানের মত। উন্নতি করতে করতে এমন একজায়গায় চলে গেছি যে একটি মাত্র গর্বের জিনষ ক্রিকেট ছিলো, সেটিও হারাচ্ছি। ভাল খুবই ভালো।

৩| ২২ শে ডিসেম্বর, ২০১৩ দুপুর ২:১৭

নিজাম বলেছেন: দেশটা হলো ভারত। কিন্তু এর দায়ভার আমাদের ক্রিক্রেট কর্মকর্তাদের।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.