![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
বিগত ৫ বছরে প্রথমবারের মত মনে হলো সাংবাদিকতায় হলুদ নামক যে রং ছিল তা কিছুটা সাদা হয়েছে । হয়তো কাল আবার উপরমহলের চাপে আবার তা হলুদ হওয়ার সম্ভাবনা রয়েছে !
আজ যখন প্রেসক্লাবের ভেতর অবস্থানরত তাদের সহকর্মীদের উপর হামলা চালায় সশস্ত্র যুবলীগ সন্ত্রাসীরা তখন অতীতের রোগ(জন্ডিস) ছেটে কিছুটা নিরপেক্ষ ভূমিকা পালন করে । যদিও ইকবাল সোবাহান নামক এক দালালের বাচ্চা কিছুটা প্ররোচনা চালায় ।
আবার ইতিহাসে প্রথমবার যখন হাইকোর্টের মূল ফকট ভেঙ্গে ভেতরে ঢুকে নিরহ আইনজীবিদের উপর সন্ত্রাসীরা হামলা চালায়, তখনও নিউজটা কিছুটা নিরপেক্ষভাবে উপস্থাপিত হয়েছে ।
গুলশানে ম্যাডামের বাসায় সারা দিন কাজ করে ও শেষে পুলিশের বাধা উপেক্ষা করে দেশনেত্রীর ইচ্ছানুযায়ী তার ব্রিফ নিয়ে তারা প্রমান করেছে চাপ না থাকলে তারাও স্বাধীনভাবে কাজ করতে পারতো ।
সবচেয়ে অবাক হয়েছি যখন দেখলাম প্রেসক্লাব থেকে এম হাফিজউদ্দীন আহমেদকে গ্রেফতার করার পর কয়েকজন সাংবাদিক উপস্থিত পুলিশকে জেরা করছে,
তাকে কেন এরেস্ট করা হলো ? তার অপরাধ কি ? সংবাদ সম্মেলন করার জন্য যদি একজন বিরোধী নেতাকে গ্রেফতার করা হয় তাহলে সরকারের কেমন গনতন্ত্র এটা ?
হয়তো কাল আবার হলুদ হয়ে যাবেন তবুও একদিনের জন্যই ধন্যবাদ ।
প্রিয় সাংবাদিকগন,
দেশটা আপনাদেরও...প্লিজ দেশটাকে বাঁচান । না হলে ভবিষ্যত্ প্রজন্মকে কি জবাব দিবেন ????
২| ৩০ শে ডিসেম্বর, ২০১৩ দুপুর ১:৩১
উড়োজাহাজ বলেছেন: সাংবাদিকদের দেশ বাচাতে যেমন বড় ধরনের দায় রয়েছে তেমনি সুযোগ্ও আছে। তারা চাইলে সত্যকে মহিমান্বিত করতে পারে।
৩| ৩০ শে ডিসেম্বর, ২০১৩ বিকাল ৩:৫৫
গান পাগলা বলেছেন: আশাফ আনিস বলেছেন: প্রিয় সাংবাদিকগন,
দেশটা আপনাদেরও...প্লিজ দেশটাকে বাঁচান
আছি সাথে।
৪| ৩০ শে ডিসেম্বর, ২০১৩ সন্ধ্যা ৬:৩৪
আহ্নিক অনমিত্র বলেছেন: ভাই আপনেও কিছুই বুঝেন নাই !
আওয়ামী মিডিয়া সেখানে ছিল সুপ্রিম কোর্টে বিরোধী দের নাচন কুদন লাইভ দেখাতে। এরপর ঠিক দেখতেন লীগ বলত সুপ্রিম কোর্টকে অপমান করা হয়েছে।
হঠাৎ করে লাইভ দেখানোর সময় লীগ ঢুকে পড়ছে বলে নিউজে এটা দেখছেন যে কে কি করছে। কয়েক চ্যানল হঠাৎ করে লাইভ টেলিকাস্ট অফ ও করে দিছিল। এরপর আবার চালু করে...
©somewhere in net ltd.
১|
৩০ শে ডিসেম্বর, ২০১৩ দুপুর ১২:০৩
আশাফ আনিস বলেছেন: প্রিয় সাংবাদিকগন,
দেশটা আপনাদেরও...প্লিজ দেশটাকে বাঁচান