নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

এনাম

আমি খুব সহজ এবং তার চেয়েও বেশী সাধারন একজন মানুষ । আইটি প্রফেশনাল হিসেবে কাজ করছি। টুকটাক ছাইপাশ কিছু লেখালেখির অভ্যাস আছে। মানুষকে ভালবাসি। বই সঙ্গে থাকলে আমার আর কিছু না হলেও হয়। ভালো লাগে ঘুরে বেড়াতে। ভালবাসি প্রকৃতি; অবারিত সবুজ প্রান্তর। বর্ষায় থৈ থ

এম এনামুল হক

আমি খুব সহজ এবং তার চেয়েও বেশী সাধারন একজন মানুষ । আইটি প্রফেশনাল হিসেবে কাজ করছি। টুকটাক ছাইপাশ কিছু লেখালেখির অভ্যাস আছে। মানুষকে ভালবাসি। বই সঙ্গে থাকলে আমার আর কিছু না হলেও হয়। ভালো লাগে ঘুরে বেড়াতে। ভালবাসি প্রকৃতি; অবারিত সবুজ প্রান্তর। বর্ষায় থৈ থৈ পানিতে দুকুল উপচেপরা নদী আমাকে টানে খুব। আমার ব্লগে আসার জন্য আপনাকে ধন্যবাদ। শুভকামনা রইলো। শুভ ব্লগিং । ভালো থাকুন সবসময়।

এম এনামুল হক › বিস্তারিত পোস্টঃ

Destiny Tree Plantation Ltd এবং আবুল ও রিপন ত্রিপুরা !!( রিপোষ্ট )

০২ রা মার্চ, ২০১৩ রাত ৯:১৮

Destiny Tree Plantation Ltd থেকে ১০০০০০ টাকার গাছ কিনল আবুল।ডকুমেন্ট অনুযায়ী গাছ রোপন করা হয় বান্দরবনে । রাজধানী ঢাকা থেকে আবুল একদিন বান্দরবন যায় তার কষ্টের জমানো টাকা দিয়ে কেনা নিজের গাছ দেখতে, গাছ দেখে খুশিতে আত্মহারা আবুল ।একটি গাছকে আবেগে জড়িয়ে ধরে চিৎকার করে বলে ওঠে "এটি আমার গাছ " । শুধু আবুল নয় বান্দরবনের স্থানীয় রিপন ত্রিপুরা একটি গাছকে জড়িয়ে ধরে নিজের গাছ দাবি করতে দেখেছে অন্তত ২০ অগন্তককে। সে ভেবে পায়না এত লোক কি ভাবে একটি গাছের মালিকানা দাবি করে। আমরা হুজুগে বাঙ্গালী। এমএলএম এর নামে আর কত বার প্রতারিত হব। আমি নিজেও ২০০৪ এ একটি এমএলএম কোম্পানিকে ২০০০ টাকা দেওয়ার ১৪ দিন পর শুনলাম কোম্পানিটি লাপাত্তা !! আম্মুর কাছ থেকে চুরি করেছিলাম টাকা গুলো, আর আবুল একজন সিএনজি চালক। ধীক্কার জানায় আবুলের টাকা লুটপাটকারী রফকিুল আমীন, হারুন উর রশীদ গং দের । আসুন সবাই জুতা পেঠা করি সিএনজি চালক আবুলের টাকা লুটপাটকারী রফকিুল আমীন, হারুন উর রশীদ গং দের।

মন্তব্য ১ টি রেটিং +০/-০

মন্তব্য (১) মন্তব্য লিখুন

১| ০২ রা মার্চ, ২০১৩ রাত ৯:৩৩

কালীদাস বলেছেন: মানুষ এখনো হায় হায় কোম্পানিগুলারে বিশ্বাস করে কেমনে এইটাই বুঝিনা :(

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.