![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ধর্মান্ধ নই কিন্ত নিজ ধর্মে প্রতি বিশ্বাস ও অন্য ধর্মকে শ্রদ্ধা করি
আমাদের দেশ থেকে মধ্যপ্রাচ্যে নারী শ্রমিক পাঠানোর প্রক্রিয়া চলছে অনেক দিন ধরে । যাওয়ার জন্য অভাবী,বঞ্চিত নারীদের আগ্রহ ও অনেক । তাদের আশা মধ্যপ্রাচ্যে গিয়ে ভাল বেতন পাওয়ার মাধ্যমে সংসারে সচ্ছলতা ফিরানো আর দেশের কর্তাব্যক্তিদের আশা বিদেশে নারীদের কর্মসংস্হানের মাধ্যমে দেশের বেকারত্ব হ্রাস্ব এবং বিদেশ থেকে রেমিটেন্স আনা । উভয়ের কেউ ই জানে না অল্প কিংবা অর্ধশিক্ষিত নারী শ্রমিকদের বিদেশে পাঠানোর করুন এবং ভয়ানক অবস্হা ।
সম্প্রতি ফিলিপাইন এবং ইন্দোনিশিয়া তাদের নারী শ্রমিকদের দৈহিক ও মানসিক নির্যাতনের জন্য সৌদি আরব সহ মধ্যপ্রাচ্যের দেশগুলোতে নারী শ্রমিকদের পাঠানো বন্ধ করে দিয়েছে । মধ্যপ্রাচ্যের দেশগুলোতে নারী শ্রমিকদের ঘরের কাজের ভিসা দিয়ে নিয়ে যাওয়া হয় ! পরে তাদের শুধু ঘরের কাজই করানো হয় না । ঘরের পোলা হইতে শুরু করে বুড়া পর্যন্ত প্রতিদিন তাদের ইচ্ছা অনুযায়ী নারী শ্রমিকদের জোর করে ধর্ষন করে ।
এমন অমানুষিক শারিরিক নির্যাতন সইতে না পেরে অনেকেই আত্যহত্যা করে ! অধিকাংশই পরিবারের কথা এবং বিদেশে আসতে যে অর্থ ব্যয় হয়েছে তার কথা চিন্তা করে প্রতিদিনের ধর্ষন ইচ্ছাকৃতভাবে সহ্য করে । আমি আর আপনি যতই অভাবী হইনা কেন জেনে শুনে কি আমারা কিংবা আমাদের মা-বোনদের এরকম অমানুষিক কাজে পাঠাব ? দেশের কর্তাব্যক্তিদের মা-বোনদেরও ওরা পাঠাবে না । তবে কেন গরীব,অভাবী,বেকার নরীদের বিদেশে পতিতা হিসাবে খাটানোর জন্য পাঠানো হচ্ছে ?
আমাদের মুক্তিযুদ্ধের চেতনা এবং নৈতিকতা কোথায় ? বিদেশে নারী শ্রমিক পাঠানোর আগে শ্রমিকদের সুরক্ষার কথা ১০০ বার ভাবুন এবং আমরা সাধারনরা যদি সচেতন হই তবেই আমাদের মা-বোনরা এরকম জঘন্য চাকরী নিয়ে বিদেশ যাওয়া থেকে সচেতন হবে ।
বিঃদ্রঃ যারা লেখার রেফারেন্স খুঁজেন তারা একটু মধ্যপ্রাচ্যে শ্রমিক হিসাবে (নারী-পুরুষ) চাকরি করে এসেছে কিংবা আছে তাদের জিজ্ঞাস করলেই পাবেন ।
১৩ ই এপ্রিল, ২০১৬ বিকাল ৪:২০
আনামুল হক ইনাম বলেছেন: একদিন হইবে বিচার ,,,,বিচরকের কাঠগড়ায় সেদিন থাকবেনা প্রোটোকল
২| ১১ ই এপ্রিল, ২০১৬ ভোর ৪:৫৮
বিচার মানি তালগাছ আমার বলেছেন: সরকার আর রিক্রুটিং এজেন্সীর চেয়ে বেশী দোষ হলো যারা যায় তাদের। তারা নিশ্চয়ই কেউ অভিভাবকহীন নয়? তাদের মা-বাবা, ভাই, স্বামী কেন তাদের একা ছেড়ে দেয়? এটা আজকের সমস্যা না। বাসা বাড়িতে সাহেব একা থাকলে কাজের বুয়া কাজ করতে আসে না আর এখানে বিদেশ চলে যায় টাকার জন্য।
১৩ ই এপ্রিল, ২০১৬ বিকাল ৪:২২
আনামুল হক ইনাম বলেছেন: ভাই ক্ষুদার জ্বালা বড় জ্বালা,,,,,,দেশে অভাবে পড়েই বিদেশে যায়
৩| ১১ ই এপ্রিল, ২০১৬ ভোর ৫:০৪
চাঁদগাজী বলেছেন:
@বিচার মানি তালগাছ ,
মগজ কাজ কম করলে, তখন ফাজি লজিকের সৃস্টি হয় মাথায়; আরামে আছেন তো, দারিদ্রতা দেখেননি
৪| ১১ ই এপ্রিল, ২০১৬ ভোর ৫:০৬
চাঁদগাজী বলেছেন:
@বিচার মানি তালগাছ ,
মাথায় ফাজি লজিকের কারণে বেগম জিয়াকে রাজনীতিবিদ মনে হয়েছে আপনার! এই মেয়েগুলো থেকে বেগম জিয়ার অবস্হা বেশী ভালো হওয়ার কথা ছিলো না।
৫| ১১ ই এপ্রিল, ২০১৬ ভোর ৫:১৩
বিচার মানি তালগাছ আমার বলেছেন: @চাঁদগাজী - আরামে নাই। আপনার ভাষায় মধ্যপ্রাচ্যে মাটি কাটার কাজে আছি! অভিভাবকহীন নারী দেশের বাইরে নিরাপদ নয় - এটা অভিভাবকদের বুঝতে হবে।
১৩ ই এপ্রিল, ২০১৬ বিকাল ৪:২৩
আনামুল হক ইনাম বলেছেন: দেশে কি এখন নিরাপদে আছে?
৬| ১১ ই এপ্রিল, ২০১৬ সকাল ১০:২৭
শরনার্থী বলেছেন: আপডেটঃ
জার্মান প্রবাসে- 1305
অগ্নি সারথির ব্লগ- 217
ইস্টিশন ব্লগ- 147
প্রবীর বিধানের ব্লগ- 57
ইতুর ব্লগ- 23
অসম ব্যবধান শুরু হয়েছে মোটামুটি। প্রাতিষ্ঠানিক ব্লগের সাথে লড়াই করে যাওয়াটা বেশ দুঃসাধ্য হয়ে উঠছে দিনের পর দিন। আবারো আপনাদের ভোট দেবার অনুরোধ করছি। প্লিজ আপনারা ভোট দিন।
ভোট দিতে যা করতে হবেঃ
প্রথমে https://thebobs.com/bengali/ এই ঠিকানায় যেতে হবে। এরপর আপনার ফেসবুক আইডি দিয়ে লগইন করুন। লগইন হয়ে গেলে বাছাই করুন অংশে ক্লিক করুন। ক্লিক করে ইউজার অ্যাওয়ার্ড বাংলা সিলেক্ট করুন। এরপর মনোনীতদের একজনকে বেছে নিন অংশে ক্লিক করে, অগ্নি সারথির ব্লগ সিলেক্ট করুন। এরপর ভোট দিন বাটনে ক্লিক করে কনফার্মেশন পেয়ে গেলেই আপনি সফল ভাবে আমাকে ভোট প্রদান করে ফেলেছেন। এভাবে ২৪ ঘন্টা পরপর মে ২, ২০১৬ পর্যন্ত ভোট দেয়া যাবে।
৭| ১১ ই এপ্রিল, ২০১৬ বিকাল ৫:৪৫
বেলের শরবত বলেছেন: ভগ্নিসারথি নামে এক মহাকাঙাল আছে এই ব্লগে। কেমনে জানি জায়গা পাইছে বুবস.কমে সেরা ব্লগে। বাস, দুনিয়াটা ভাইঙা পরছে ফকিন্নিটার মাথায়, বুটের জন্য এমনে কাঙালিপনা কোথাও দেখি নাই্ জাতীয় ইলেকশন বাদে। মাল্টি খুইল্ল্যা সেইটা দিয়াও জায়গায় জায়গায় ল্যাদাইতে ল্যাদাইতে ভরায়া ফালাইতাছে বুটের জন্য। পাত্তা না পায়া এখন শুরু করছে জার্মানপ্রবাসের নামে কুৎসা গাওয়া।
হালা ফকিন্নি।
৮| ১১ ই এপ্রিল, ২০১৬ সন্ধ্যা ৭:৪৯
মো: জাবেদ হোসেন বলেছেন: এটা করা উচিত নয়
১৩ ই এপ্রিল, ২০১৬ বিকাল ৪:২৩
আনামুল হক ইনাম বলেছেন: অনুচিতেই আজ দেশ চলছে
©somewhere in net ltd.
১|
১১ ই এপ্রিল, ২০১৬ রাত ২:৪২
চাঁদগাজী বলেছেন:
এটার জন্য শেখ হাসিনা, রওশন এরশাদ, স্পীকার শিরীনের বিচার হওয়ার দরকার আছে; এরা বাংগালী মেয়েদের দেহ বিক্রয় করছে।