![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ধর্মান্ধ নই কিন্ত নিজ ধর্মে প্রতি বিশ্বাস ও অন্য ধর্মকে শ্রদ্ধা করি
স্বাধীনতা মানে,
বালিকার ঠোঁটে পিংক লিপিস্টিক ।
স্বাধীনতা মানে,
সাহসী ছেলের প্রেমিকার কাছে অটিস্টিক ।
স্বাধীনতা মানে,
প্রেমিক -প্রেমিকার অবাধ ঘুরাগুরি ।
স্বাধীনতা মানে,
বন্ধুর দেয়া খুঁচার সুড়সুরি ।
স্বাধীনতা মানে,
বিশ্ববিদ্যালয়ের স্যারদের ক্লাস ফাঁকি ।
স্বাধীনতা মানে,
মনের মাঝে বিসিএসের স্বপ্ন আকিঁ ।
স্বাধীনতা মানে,
চাটুকারদের জয়জয়কার ।
স্বাধীনতা মানে,
সুন্দরী মেয়ের অতিরিক্ত অহংকার ।
স্বাধীনতা মানে,
ক্যান্টিনের পাতলা ডাল ।
স্বাধীনতা মানে,
ট্যান্সপোর্টের আচারের একটু বেশী ঝাল ।
২০ শে এপ্রিল, ২০১৬ রাত ১:১৯
আনামুল হক ইনাম বলেছেন: ধন্যযোগ দাদা
©somewhere in net ltd.
১|
১৯ শে এপ্রিল, ২০১৬ বিকাল ৫:৪২
ডাঃ প্রকাশ চন্দ্র রায় বলেছেন: খুব সুন্দর হয়েছে।