![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ধর্মান্ধ নই কিন্ত নিজ ধর্মে প্রতি বিশ্বাস ও অন্য ধর্মকে শ্রদ্ধা করি
ম্যানিব্যাগ ফুরানোর সাথে
লুকিয়ে যায় আশা ।
প্রিয়ার যৌবন হারালে
উঠে যায় ভালবাসা ।
বন্ধুত্বের বন্ধন ক্ষীণ হয়
উদ্ধার হলে স্বার্থ ।
চিকিৎসক কে ভুলে যায়
সুস্থ হলে আর্ত ।
অম্লান থাকে মায়ের হাসি
পিতার দেয়া ছায়া ।
দূরে থাকলেও মনে রাখিস মা
তোর ছেলের কায়া ।
২৭ শে এপ্রিল, ২০১৬ রাত ১:০৫
আনামুল হক ইনাম বলেছেন: ধন্যযোগ
২| ২৭ শে এপ্রিল, ২০১৬ রাত ১:১৩
রিপি বলেছেন: বাবা মার ভালোবাসাই চিরন্তন সত্য। বাকী সবকিছু্ই মিথ্যা। ভালো লেগেছে কবিতা।
২৭ শে এপ্রিল, ২০১৬ রাত ১:২৬
আনামুল হক ইনাম বলেছেন: ধন্যযোগ আপনাকে
৩| ২৭ শে এপ্রিল, ২০১৬ রাত ১:৪০
রিপি বলেছেন:
ধন্যযোগ। হা হা । আইডিয়া টা খারাপ না। আপনাকেও ধন্যযোগ।
©somewhere in net ltd.
১|
২৭ শে এপ্রিল, ২০১৬ রাত ১২:৪৮
ব্লগ সার্চম্যান বলেছেন: ভালো লাগল কবিতা ।