নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সমাজ সংস্কার,উদার চিন্তা-ভাবনা,দেশপ্রেমে জাগ্রত ! \nজীবনে অনেক ইতিবাচক কাজ করার স্বপ্ন যার দ্বারা অন্যের স্বপ্ন বাস্তবায়িত হবে

আনামুল হক ইনাম

ধর্মান্ধ নই কিন্ত নিজ ধর্মে প্রতি বিশ্বাস ও অন্য ধর্মকে শ্রদ্ধা করি

আনামুল হক ইনাম › বিস্তারিত পোস্টঃ

রাশিয়ার ‘সাটান’ বা শয়তান ক্ষেপণাস্ত্র !

১৪ ই মে, ২০১৬ রাত ২:০২

ভয়াবহ ধ্বংস ক্ষমতার অধিকারী পারমাণবিক ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালানোর প্রস্তুত নিচ্ছে রাশিয়া। বলা হচ্ছে- কয়েক সেকেন্ডের মধ্যে এ ক্ষেপণাস্ত্র একটি দেশকে ধ্বংস করে দিতে পারবে।

রাশিয়ার একটি টেলিভিশন চ্যানেল মঙ্গলবার জানিয়েছে, আরএস-সারমাট ক্ষেপণাস্ত্রকে সোভিয়েত আমলের আর-৩৬এম ক্ষেপণাস্ত্রের জায়গায় বসানো হবে। ন্যাটো সামরিক বাহিনী নতুন এ ক্ষেপণাস্ত্রকে ‘সাটান’ বা শয়তান বলে থাকে।

আন্তঃমহাদেশীয় এ ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের ওজন হবে কমপক্ষে ১০০ টন বা ২,৭০০ মণ। ধারণা করা হচ্ছে এ পর্যন্ত যত পরমাণু অস্ত্রবাহী ক্ষেপণাস্ত্র তৈরি করা হয়েছে আরএস-সারমাট ক্ষেপণাস্ত্র হচ্ছে তাদের মধ্যে আকারে সবচেয়ে বড়। এ ক্ষেপণাস্ত্র একসঙ্গে কয়েক ডজন পরমাণু ওয়ারডেহ বহন করতে সক্ষম হবে।

রুশ টেলিভিশন চ্যানেলটি জানিয়েছে, আরএস-সারমাট ক্ষেপণাস্ত্রের পাল্লা হবে প্রায় ১০ হাজার কিলোামিটার এবং কয়েক সেকেন্ডের মধ্যে এটি টেক্সাস কিংবা ফ্রান্সের মতো পৃথিবীর একটি অংশ মুছে দিতে পারবে।

রুশ টিভির খবরে বলা হয়েছে- এ ক্ষেপণাস্ত্র স্টিলথ প্রযুক্তিতে তৈরি করা হয়েছে এবং রাডারের সাহায্য ছাড়াই লক্ষ্যবস্তু ঠিক করে তাতে আঘাত হানতে পারবে।

চলতি গ্রীষ্মকালে রাশিয়া এ ক্ষেপণাস্ত্র পরীক্ষা করবে বলে মস্কো আশা করবে। ২০০৯ সাল থেকে ক্ষেপণাস্ত্রটি তৈরির কাজ চলছে এবং ২০২০ সাল নাগাদ তা রুশ সামরিক বাহিনীতে যোগ করা হবে।

মন্তব্য ১১ টি রেটিং +০/-০

মন্তব্য (১১) মন্তব্য লিখুন

১| ১৪ ই মে, ২০১৬ রাত ২:৩১

মুসাফির নামা বলেছেন: ন্যাটো আর রাশিয়া দু'টাই শয়তানের দুই শিং।

১৪ ই মে, ২০১৬ রাত ২:৩৪

আনামুল হক ইনাম বলেছেন: মন্দ বলেন নাই ! ১৯৭১ এর ভূমিকার জন্য আমি রাশিয়াকে পছন্দ করি

২| ১৪ ই মে, ২০১৬ রাত ২:৪৯

মুসাফির নামা বলেছেন: ভাই,ওইখানেই আমরা গাধা রয়ে গেলাম। ৭১ যদি আমেরিকা আমাদের পক্ষে থাকত তবে দেখতেন রাশিয়া আমাদের বিপক্ষে।আমরা হচ্ছি ফুটবল-আর তারা আমাদের নিয়ে খেলে।

১৪ ই মে, ২০১৬ বিকাল ৩:০৬

আনামুল হক ইনাম বলেছেন: জি,,,,

৩| ১৪ ই মে, ২০১৬ ভোর ৬:০৯

জ্বিনল্যান্ডের জ্বিন বলেছেন: ভালোই হবে, রাশিয়া আমাদের বন্ধু।

৪| ১৪ ই মে, ২০১৬ সকাল ৭:৫৯

প্রন্তিক বাঙ্গালী বলেছেন: ২০১৯ সালত আসেই নি তাহলে ক্ষেপণাস্ত্রটি তৈরির কাজ চলছে কিভাবে?

১৪ ই মে, ২০১৬ বিকাল ৩:০৯

আনামুল হক ইনাম বলেছেন: দুঃখিত এবং ধন্যযোগ,,,,,,২০০৯ থেকেhttp://parstoday.com/bn/news/world-i9223

৫| ১৪ ই মে, ২০১৬ সকাল ৮:১০

ফারগুসন বলেছেন: ২০১৯ সাল থেকে ক্ষেপণাস্ত্রটি তৈরির কাজ চলছে------------??????

১৪ ই মে, ২০১৬ বিকাল ৩:১০

আনামুল হক ইনাম বলেছেন: দুঃখিত এবং ধন্যযোগ,,,,,,২০০৯ থেকেhttp://parstoday.com/bn/news/world-i9223

৬| ১৪ ই মে, ২০১৬ সকাল ৯:৪৮

নতুন গেম বলেছেন: হুম,,,,,,,,,সবই সয়তানের গুড়ো।

৭| ১৪ ই মে, ২০১৬ সকাল ১০:২৮

সোজোন বাদিয়া বলেছেন: হোক কিছু একটা, অন্তত একক পরাশক্তির হাত থেকে পৃথিবীটা বের হোক।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.